কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত?
A
হেমারফেস্ট
B
কুইবেক
C
তিব্বত
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।
নিশীথ সূর্যের দেশ:
- নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম -
- বজ্রপাতের দেশ: ভুটান।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাডোডার দেশ: মিয়ানমার।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- মরুভুমির দেশ: আফ্রিকা।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মেডিটেরিয়ানের দেশ: জিব্রাল্টার।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- বহ্মদেশ: মিয়ানমার।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।
উৎস: Britannica.
0
Updated: 3 months ago
Big Apple- বলা হয় কোন শহরকে?
Created: 1 week ago
A
বেলজিয়াম
B
রোম
C
নিউইয়র্ক
D
গ্রেট বিট্রেন
Big Apple নামটি মূলত নিউইয়র্ক শহরের একটি জনপ্রিয় উপনাম, যা ১৯২০-এর দশকে ঘোড়দৌড় সংক্রান্ত লেখায় ব্যবহৃত হতে শুরু করে এবং পরে শহরের সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্বের প্রতীক হয়ে ওঠে। তাই, সঠিক উত্তর: গ) নিউইয়র্ক।
0
Updated: 1 week ago