Which synonym matches "cadge"?
A
Donate
B
Cuddly
C
Scrounge
D
Calmness
উত্তরের বিবরণ
Correct Answer:
Scrounge.
• Cadge (verb)
English Meaning: To (try to) get something from someone else without paying for
it.
Bangla Meaning: Cadge (from) ভিক্ষা করা; ভিক্ষা নেওয়া বা নেওয়ার চেষ্টা করা: cadge a cigarette from a stranger; be always
cadging.
Synonyms: Scrounge (অপরের সম্পদ মেরে দেয়া), Hawk (লুন্ঠন করা), Mooch (ছিঁচকে চুরি করা),
Borrow (টাকা ধারা করা/ ফিরিয়ে দেয়াার ইচ্চা নাই এমন),
Implore (কাতর মিনতি করা)।
Antonyms: Donate (দান করা), Offer (প্রদান করা, অর্পণ করা, নিবেদন করা), Reject (প্রত্যাখান করা), Present (উপহার),
Gift (উপহার প্রদান করা)।
Other Forms:
- Cadger (noun) ভিক্ষুক; অর্থী।
Other options:
- Cuddly - আদরযোগ্য; আদর করতে ইচ্ছা করে এমন।
- Calmness - শান্ততা, বিশ্রান্ততা।
Example Sentence:
1. He's always cadging free meals and free trips from/off his clients.
2. He is always cadging cigarettes from his friends.

0
Updated: 11 hours ago
'Restoration period' in English literature refers to -
Created: 1 month ago
A
1560
B
1660
C
1760
D
1866
Restoration Period in English Literature (1660-1700)
-
ইংরেজি সাহিত্যে Restoration Period শুরু হয় ১৬৬০ সালে, যখন ইংল্যান্ডে রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এই যুগের শেষ হয় ১৭০০ সালে।
-
এটি The Neoclassical Period-এর একটি অংশ, অর্থাৎ এটি পুরো নব্য-ধ্রুপদী যুগের ভেতরের একটি ছোট সময়কাল।
-
এই সময়টিকে Restoration Period বলা হয় কারণ রাজা দ্বিতীয় চার্লস (Charles II) পুনরায় সিংহাসনে ফিরে আসার মাধ্যমে ইংরেজ রাজতন্ত্র পুনঃস্থাপিত হয়। এর সঙ্গে সঙ্গে সাহিত্যের ধারাও নতুনভাবে বিকশিত হয়।
-
এই যুগের সবচেয়ে প্রভাবশালী সাহিত্যিক ছিলেন John Dryden। তিনি ছিলেন একজন কবি, নাট্যকার ও সাহিত্য সমালোচক। তাঁর অবদানের জন্য এই সময়কে অনেক সময় "The Age of Dryden"-ও বলা হয়।
Restoration Period-এর গুরুত্বপূর্ণ লেখকরা হলেন
-
John Dryden
-
Samuel Butler
-
John Bunyan
-
William Wycherley
-
William Congreve
-
George Farquhar
Neoclassical Period (1660-1785) তিনটি ভাগে বিভক্ত
-
The Restoration Period (1660-1700)
-
The Augustan Age (1702-1745)
-
The Age of Sensibility (1745-1785)
তথ্যসূত্র: An ABC of English Literature - ড. এম. মফিজার রহমান

0
Updated: 1 month ago
"It was the best of times, it was the worst of times" - This quote is from -
Created: 2 weeks ago
A
A Tale of Two Cities
B
Great Expectations
C
David Copperfield
D
Oliver Twist
A Tale of Two Cities
-
লেখক: Charles Dickens
-
ধরণ: Novel
-
কাহিনী কেন্দ্র: London ও Paris, ফরাসী বিপ্লব প্রেক্ষাপটে
-
মূল চরিত্র:
-
Lucie Manette – তরুণী, বাবাকে জীবিত পেয়ে বিস্মিত
-
Dr. Alexandre Manette – অত্যাচারী জমিদারের ষড়যন্ত্রে জেলে, মুচির কাজ শিখেছেন
-
Charles Darnay – ফরাসী রাজপরিবারের সদস্য, অনুতপ্ত
-
Sydney Carton – পারিবারিক বন্ধু, Lucie-এর প্রতি প্রেমে আবদ্ধ
-
Madame Defarge – বিপ্লবের প্রতীক
-
উক্তি:
-
First Line: “It was the best of times, it was the worst of times...”
-
Last Line: “It is a far, far better thing that I do, than I have ever done...”
Charles Dickens
-
British novelist, Victorian era এর সর্বশ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers

0
Updated: 2 weeks ago
ich of the following meters contains five feet in a line?
Created: 1 month ago
A
Trimeter
B
Tetrameter
C
Pentameter
D
Hexameter

0
Updated: 1 month ago