Which synonym matches "cadge"?
A
Donate
B
Cuddly
C
Scrounge
D
Calmness
উত্তরের বিবরণ
Cadge একটি ক্রিয়াপদ, যার অর্থ হলো অপরের কাছ থেকে বিনা মূল্যে কিছু পাওয়ার চেষ্টা করা বা ভিক্ষা করা।
-
Correct Answer: Scrounge
-
Bangla Meaning: অপরের সম্পদ বা সামগ্রী বিনা খরচে পাওয়ার চেষ্টা করা; ভিক্ষা করা। উদাহরণ: cadge a cigarette from a stranger – অপরিচিত ব্যক্তির কাছ থেকে সিগারেট ভিক্ষা করা।
-
Synonyms:
-
Scrounge (অপরের সম্পদ ব্যবহার করা বা মেরে নেওয়া)
-
Hawk (লুন্ঠন করা)
-
Mooch (ছিঁচকে চুরি করা)
-
Borrow (ধারা করা, ফেরত দেওয়ার ইচ্ছা ছাড়া)
-
Implore (কাতর মিনতি করা)
-
-
Antonyms:
-
Donate (দান করা)
-
Offer (প্রদানে করা)
-
Reject (প্রত্যাখান করা)
-
Present (উপহার দেওয়া)
-
Gift (উপহার প্রদান)
-
-
Other Forms:
-
Cadger (noun) – ভিক্ষুক বা অর্থী
-
-
Other Options:
-
Cuddly – আদরযোগ্য
-
Calmness – শান্ততা, বিশ্রাম
-
-
Example Sentences:
-
He’s always cadging free meals and trips from his clients.
-
He is always cadging cigarettes from his friends.
-
0
Updated: 1 month ago
Who is Mrs. Bennet’s favorite daughter?
Created: 2 months ago
A
Elizabeth
B
Jane
C
Lydia
D
Mary
Mrs. Bennet সবসময় Lydia-কে সবচেয়ে বেশি আদর করে। কারণ Lydia চঞ্চল, সামাজিক ও ফ্লার্টেশাস। কিন্তু তার এই বেপরোয়া স্বভাবই পরিবারকে লজ্জার মুখে ফেলে। Austen দেখান—অযথা প্রশ্রয় সন্তানকে নষ্ট করে। Mrs. Bennet-এর এই পক্ষপাত তার দায়িত্বহীন মাতৃত্বের প্রমাণ।
3
Updated: 2 months ago
The Vision of Judgement is a poem written by:
Created: 1 month ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
“The Vision of Judgment” হলো Lord Byron রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে কবি ধর্ম, নৈতিকতা এবং রাজনীতির জটিল সম্পর্ককে বিদ্রূপাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এটি মূলত রাজা এবং তার মৃত্যুর পর বিচারপ্রক্রিয়া নিয়ে লেখা হলেও, এর মাধ্যমে Byron সমকালীন সমাজব্যবস্থা ও রাজনৈতিক ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাঁর স্বভাবজাত ব্যঙ্গরস ও কৌতুকপূর্ণ ভাষা কবিতাটিকে একইসঙ্গে হাস্যরসাত্মক ও চিন্তাপ্রবণ করে তুলেছে।
• The Vision of Judgment:
-
এই কবিতাটি Lord Byron রচিত একটি satirical poem।
-
এটি ছিল Poet Laureate Robert Southey-এর লেখা “A Vision of Judgement” কবিতার প্রত্যুত্তরস্বরূপ রচনা।
-
Byron এখানে irony, hyperbole, এবং sarcasm-এর ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দ্বিচারিতাকে ব্যঙ্গ করেছেন।
-
কবিতায় তিনি কেবল রাজার পরজীবনের বিচারকেই তুলে ধরেননি, বরং সেই সময়ের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়কেও প্রকাশ করেছেন।
-
এটি Byron-এর সেই স্বতন্ত্র ব্যঙ্গাত্মক শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন, যা পাঠককে একইসঙ্গে হাসায় ও ভাবায়।
• Lord Byron (1788–1824):
-
পূর্ণ নাম George Gordon Byron।
-
তিনি ছিলেন একজন British Romantic poet এবং Satirist।
-
Byron ছিলেন Romantic Movement-এর অন্যতম প্রধান কবি, যিনি তাঁর বিদ্রোহী মনোভাব, তীক্ষ্ণ ব্যঙ্গ, এবং আবেগময় শৈলীর জন্য প্রসিদ্ধ।
• Byron-এর উল্লেখযোগ্য রচনাসমূহ:
Poetry:
-
Childe Harold’s Pilgrimage
-
Don Juan
-
English Bards and Scotch Reviewers
-
Hours of Idleness
-
Heaven and Earth
Poem:
-
She Walks in Beauty
-
The Vision of Judgment
সঠিক উত্তর: গ) Lord Byron
0
Updated: 1 month ago
Who is the author of the poem Easter, 1916?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
G.B Shaw
D
William Shakespeare
Easter, 1916 কবিতাটি William Butler Yeats লিখেছেন। এটি ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। কবিতায় শহীদদের আত্মত্যাগ ও তাঁদের জীবনের পরিবর্তনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার একটি বিখ্যাত লাইন হলো: "All changed, changed utterly: A terrible beauty is born."
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়।
-
তাঁর সাহিত্যকর্মগুলোতে আইরিশ ঐতিহ্য ও রাজনীতি এর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ বিভিন্ন কবিতায় প্রতিফলিত হয়।
-
১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
W.B. Yeats রচিত কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
উৎস:
0
Updated: 1 month ago