Which of the following is a synonym of “yield”?
A
Strict
B
Exhibit
C
Surrender
D
Strengthen
উত্তরের বিবরণ
Yield একটি ক্রিয়া, যার অর্থ হলো আত্মসমর্পণ করা বা বিরোধিতা থেকে বিরত থাকা, পাশাপাশি প্রাকৃতিকভাবে উৎপাদন বা কোনো বস্তু সহজে বক্র বা নমনীয় হওয়া।
-
Correct Answer: Surrender
-
English Meaning:
-
(Of a substance) soft and easy to bend or move when you press it.
-
(Of a person) willing to do what others want
-
-
Bangla Meaning:
১) প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া
২) আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত থাকা; ত্যাগ করা; বশ্যতা স্বীকার করা -
Synonyms: Surrender (বশ্যতা স্বীকার করা), Produce (উৎপাদন করা), Return (ফিরিয়ে দেওয়া বা অনুগত হওয়া), Gentle (কোমল, নমনীয়)
-
Antonyms: Hard (কঠোর), Resistant (প্রতিরোধী), Rigid (দৃঢ়), Strict (কঠোর), Determined (স্থির সংকল্পযুক্ত)
-
Other Forms:
-
Yielding (adjective) – সহজেই বক্র বা নমনীয়; একরোখা নয়
-
Yieldingly (adverb) – নম্রভাবে বা বক্রভাবে
-
Yield (noun) – উৎপন্ন বস্তুর পরিমাণ
-
-
Other Options:
-
Exhibit – প্রদর্শন করা, জনসমক্ষে দেখানো
-
Strengthen – শক্তিশালী করা বা হওয়া
-
-
Example Sentences:
-
I know not which is most injurious to the yielding minds of the young.
-
It may, however, yield a more sequent conclusion if one minor change in the text be made.
-
0
Updated: 1 month ago
William Blake was both -
Created: 1 month ago
A
poet and dramatist
B
poet and dramatist
C
dramatist and painter
D
poet and cartoonist
William Blake ছিলেন একজন বহুমুখী ইংরেজ শিল্পী, খোদাইকর্মী, কবি এবং দার্শনিক চিন্তাবিদ। তিনি একসাথে engraver, artist, poet এবং author হিসেবে পরিচিত। Blake মূলত Songs of Innocence (১৭৮৯) এবং Songs of Experience (১৭৯৪)-এ প্রকাশিত গীতিকবিতার জন্য এবং গভীর, প্রায়শই ভবিষ্যদ্বাণীমূলক রচনার জন্য সুপরিচিত।
-
লেখক ও শিল্পী: William Blake
-
ধরণ: Poet, Painter, Engraver, Author
-
প্রসঙ্গ: মানবিক অনুভূতি, সৌন্দর্য, সমাজ ও দর্শনীয় চিন্তাভাবনা
William Blake-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
-
A Vision of the Last Judgment
-
Auguries of Innocence
-
Jerusalem: The Emanation of the Giant Albion
-
London
-
Milton
-
Songs of Experience
-
Songs of Innocence
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
The Tyger
-
Vala or The Four Zoas
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago
The correct synonym of “Vagabond” is -
Created: 2 months ago
A
Rigorous
B
Lavish
C
Nomad
D
Insider
সঠিক সমার্থক শব্দ: Nomad
-
Nomad (noun) – যাযাবর
Vagabond (noun)
-
English Meaning: A person who wanders from place to place without a fixed home; one leading a vagabond life.
-
Bangla Meaning: ভবঘুরে, কুড়ে বা নিষ্কর্মা লোক
Synonyms (সমার্থক শব্দ)
-
Outcast – সমাজচ্যুত
-
Outsider – বহিরাগত, আগন্তক
-
Exile – নির্বাসিত
-
Nomad – যাযাবর
Antonyms (বিপরীত অর্থ)
-
Friend – বন্ধু
-
Insider – ঘরের লোক
-
Included – অন্তর্ভুক্ত
-
Loved – প্রিয়
-
Favorite – প্রিয়
Example (উদাহরণ)
-
English: She abandoned city life to live as a vagabond, sleeping in barns and trading songs for meals.
-
Bangla: শহরের জীবন ছেড়ে সে ভবঘুরে হয়ে গেল, গোয়ালঘরে ঘুমাত আর গান গেয়ে খাবার জোগাড় করত।
Other Options (অন্যান্য বিকল্প)
-
Lavish – বিলাসী
-
Rigorous – কঠোর; প্রচণ্ড
উৎস: Merriam-Webster Dictionary, Accessible Dictionary
0
Updated: 2 months ago
Who is the author of "Lycidas"?
Created: 1 month ago
A
William Blake
B
John Milton
C
Edmund Spenser
D
Alexander Pope
Lycidas – John Milton
-
Author: John Milton
-
Form: Pastoral Elegy
-
Published: 1638
-
Background:
-
Milton তার বিশ্ববিদ্যালয় বন্ধু Edward King-এর স্মরণে এই শোকগাঁথা লেখেন।
-
Edward King কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং তিনি জাহাজডুবিতে মারা যান।
-
-
Theme: মৃত্যুশোক, খ্রিস্টীয় ধর্মবিশ্বাস, কবির আত্মদর্শন, ও কাব্যপ্রতিভার প্রতিশ্রুতি।
John Milton (1608–1674)
-
Profession: English poet, pamphleteer, historian.
-
Standing: Shakespeare-পরবর্তী অন্যতম গুরুত্বপূর্ণ ইংরেজি কবি।
-
Best known for: Paradise Lost, widely considered the greatest English epic.
Major Works
-
Paradise Lost (1667) → English literature-এর সর্বশ্রেষ্ঠ মহাকাব্য।
-
Paradise Regained (1671) → ৪টি বইয়ে বিভক্ত।
-
Samson Agonistes (1671) → Poetic Drama।
-
Lycidas (1638) → Pastoral Elegy।
-
On His Blindness → বিখ্যাত Sonnet।
Famous Quotes
-
“Better to reign in Hell than serve in Heaven.” — Paradise Lost
-
“Childhood shows the man, as morning shows the day.” — Paradise Regained
-
“Death is the golden key that opens the place of eternity.” — Paradise Lost
0
Updated: 1 month ago