What is the correct meaning of the verb “Belabor”?
A
To briefly mention something
B
To solve a problem quickly
C
To ignore important points
D
To repeat an idea excessively
উত্তরের বিবরণ
Correct Answer: ঘ) To repeat an idea excessively.
• Belabor (verb)
English Meaning: Repeat an idea, argument, etc. many times to emphasize it,
especially when it has already been mentioned or understood.
Bangla Meaning: গুরুতর প্রহার করা।
Synonyms: Rehash (পুরোনো কিছুকে নতুন রূপ দেয়া),
Repeat (পুনরাবৃত্তি), Overwork (অতিরিক্ত করা), Attack (আক্রমণ করা), Castigate (নিন্দা করা)।
Antonyms: Lose (ছেড়ে দেওয়া), Disregard (অমান্য করা), Ignore (এড়িয়ে যাওয়া), Pass over, Overlook (উপেক্ষা করা)।
Other Options:
ক) "To briefly mention something" →
Opposite meaning.
খ) "To solve a problem quickly" →
Unrelated.
গ) "To ignore important points" →
Contradicts the concept of over-emphasis.
Example Sentence:
1. I don’t want to belabor the point, but it’s vital you understand how
important this is.
2. She was belabored by her fellow students.

0
Updated: 12 hours ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 1 month ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com

0
Updated: 1 month ago
If only it were that simple. Here, 'that' is -
Created: 2 weeks ago
A
Adverb
B
Conjunction
C
Interjection
D
Adjective
If only it were that simple. এখানে 'that' একটি Adverb।
That [adverb]:
-
English meaning: to such a degree; so.
-
Bangla meaning: অতটা; অতখানি এই অর্থে।
Example:
-
If they are that close, they will be here in minutes.
-
If only it were that simple.
Source: Oxford Dictionary.

0
Updated: 2 weeks ago
Guy de Maupassant is an author from -
Created: 1 week ago
A
France
B
Germany
C
America
D
Scotland
Guy de Maupassant ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, যিনি মূলত ছোটগল্প (short story) রচনার জন্য খ্যাত। তার সাহিত্যকর্ম ফরাসি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গণ্য।
-
জন্ম ও মৃত্যু: জন্ম 5 আগস্ট 1850; মৃত্যু 6 জুলাই 1893।
-
তিনি একজন French naturalist writer, যিনি ছোটগল্প ও উপন্যাস রচনার জন্য প্রসিদ্ধ এবং সাধারণভাবে সর্বশ্রেষ্ঠ ফরাসি ছোটগল্প লেখক হিসেবে বিবেচিত।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
A Woman’s Life
-
Bel-Ami
-
Boule de Suif
-
L’Inutile Beauté
-
La Maison Tellier
-
Le Rosier de Madame Husson
-
Mont-Oriol
-
Notre coeur
-
Pierre et Jean
-
The Horla
-
Toine
উৎস:

0
Updated: 1 week ago