Which of the following is an antonym of "labile"?
A
Fickle
B
Steady
C
Criticism
D
Adept
উত্তরের বিবরণ
Labile একটি বিশেষণ, যা এমন পরিস্থিতি বা বৈশিষ্ট্য নির্দেশ করে যা অপ্রত্যাশিত পরিবর্তন বা ওঠানামার অধীনে থাকে। বাংলায় এর অর্থ হলো অস্থির, পরিবর্তনশীল, স্থানান্তরপ্রবণ, চঞ্চল।
-
English Meaning: Liable to unpredictable variation or changes
-
Bangla Meaning: অস্থির; পরিবর্তনশীল; স্থানান্তরপ্রবণ; চঞ্চল
-
Synonyms:
-
Volatile (ভঙ্গুর, পরিবর্তনশীল)
-
Fickle (চঞ্চল)
-
Explosive
-
Unpredictable (অপ্রত্যাশিত, অনিশ্চিত)
-
Irregular (অনিয়মিত)
-
-
Antonyms:
-
Stable (স্থির)
-
Steady (দৃঢ়)
-
Constant (পরিবর্তনহীন, দৃঢ়)
-
Fixed (স্থির)
-
Regular (নিয়মিত)
-
-
Other Options:
-
Criticism – খুঁতসন্ধান
-
Adept – সুদক্ষ, কুশলী
-
-
Example Sentences:
-
His labile blood sugar levels require constant monitoring.
(তার অস্থির রক্তের সুগার লেভেল নিয়মিত পর্যবেক্ষণের প্রয়োজন।) -
Because her mood was labile, it was hard to predict how she would react.
(তার মেজাজ অস্থির হওয়ায়, কেমন প্রতিক্রিয়া দেখাবে তা অনুমান করা কঠিন ছিল।)
-
0
Updated: 1 month ago
“বানরের গলায় মুক্তোর মালা পড়ানো” is best represented by which English proverb?
Created: 1 month ago
A
Cast pearls before swine.
B
Charity begins at home.
C
Bright gem in a dark cave.
D
Cleanliness is next to godliness.
Cast pearls before swine একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হলো মূল্যবান কিছু এমন মানুষের কাছে দেওয়া যারা তা বোঝে বা মূল্যায়ন করতে পারে না।
-
বাংলা অর্থ: বানরের গলায় মুক্তোর মালা পড়ানো / উলু বনে মুক্তা ছড়ানো।
-
অর্থ: কাউকে এমন কিছু দেওয়া যা তার মূল্য বা গুরুত্ব বোঝার ক্ষমতার বাইরে।
-
অন্যান্য বিকল্প:
-
খ) Charity begins at home → পরিবারকে সাহায্যকে অগ্রাধিকার দেওয়ার উপদেশ।
-
গ) Bright gem in a dark cave → লুকানো প্রতিভা বোঝায়।
-
ঘ) Cleanliness is next to godliness → পরিচ্ছন্নতা নৈতিকতার সঙ্গে সম্পর্কিত।
-
0
Updated: 1 month ago
Eliza Doolittle is a character from -
Created: 2 months ago
A
Man and Superman
B
Major Barbara
C
Pygmalion
D
Arms and the Man
0
Updated: 2 months ago
'Cohesion' and 'Coherence' are essential in-
Created: 2 months ago
A
Narration
B
Letter
C
Paragraph
D
Applications
Paragraph: Cohesion and Coherence
-
Paragraph (অনুচ্ছেদ):
-
একটি লেখার অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে: Cohesion এবং Coherence
-
1. Cohesion (আসঞ্জন)
-
অর্থ: একত্রে লেগে থাকার অবস্থা; যে শক্তিবলে অংশগুলো পরস্পর যুক্ত থাকে
-
একটি paragraph-এ cohesion তখন থাকে যখন প্রতিটি sentence পরবর্তী sentence-এর সাথে স্পষ্টভাবে যুক্ত থাকে
-
এটি words, phrases, এবং sentences-এর মধ্যে smooth connection তৈরি করে
2. Coherence (সঙ্গতি/প্রাঞ্জলতা)
-
English Meaning: Systematic or logical connection; the situation when parts fit together naturally
-
Bangla Meaning: একত্র আসঞ্জনশীল বা সঙ্গতিপূর্ণ
-
লেখায় coherence নিশ্চিত করার জন্য সমস্ত ধারণা যৌক্তিকভাবে এবং ধারাবাহিকভাবে সাজানো প্রয়োজন
-
এর মাধ্যমে পাঠক সহজেই লেখার বিষয়বস্তু বুঝতে পারে; লেখাটি প্রাঞ্জল এবং সুসংগত মনে হয়
Source: BBS Program, Bangladesh Open University
0
Updated: 2 months ago