What is the correct meaning of the word “sodden”?
A
Slightly warm
B
Covered in dust
C
Extremely wet and soaked
D
Completely dry and clean
উত্তরের বিবরণ
Correct Answer: Extremely wet and soaked
Sodden (adjective, verb)
-
English Meaning: Extremely wet.
-
Bangla Meaning:
-
সিক্ত, ভেজা
-
(রুটি ইত্যাদি) ভালো সেকা না হওয়ার ফলে ভারী ও কাঁচা; চটচটে ভেজা
-
(প্রায়ই) অতিরিক্ত মদ্যপানের ফলে বুদ্ধিভ্রষ্ট বা বিহ্বল
-
Synonyms:
-
Soaked – ভেজা
-
Wet – ভেজা
-
Water-logged – জলাবদ্ধতা
-
Drenched – ভিজে যাওয়া
-
Saturate – সিক্ত করা
Antonyms:
-
Dry – শুকনো
-
Waterless – পানি/জলহীন
-
Droughty – শুকনো
-
Bone dry – হাড়শুষ্ক
-
Parched – শুকনো
Other Forms:
-
Soddenly (adverb)
-
Soddenness (noun)
Incorrect Options:
-
ক) Slightly warm → তাপমাত্রা সম্পর্কিত, ভেজার সাথে সম্পর্ক নেই
-
খ) Covered in dust → শুকনো/ধুলো-বালুর সাথে সম্পর্কিত
-
ঘ) Completely dry and clean → Sodden-এর সরাসরি বিপরীত
Example Sentences:
-
We arrived home completely sodden.
-
His clothes were sodden after standing in the rain for hours.
0
Updated: 1 month ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 2 months ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Sidney says poets create:
Created: 5 months ago
A
Exact copies of reality
B
Lies
C
Improved versions of the world
D
Religious truth
Sidney বলেন যে কবিরা বাস্তবতার সঠিক নকল তৈরি করেন না, বরং তারা বিশ্বের উন্নত ও সুন্দর সংস্করণ তৈরি করেন। কবিতায় তারা কল্পনা ও সৃষ্টিশীলতা ব্যবহার করে বাস্তবতাকে আরও উন্নত এবং আদর্শরূপে উপস্থাপন করেন। এটি মানুষকে ভালো ও সুন্দর কিছু দেখাতে সাহায্য করে। তাই কবিতা কেবল মিথ্যা নয়, বরং একটি উন্নত বাস্তবতা সৃষ্টি করে।
0
Updated: 5 months ago
The correct antonym of “Bombastic” is -
Created: 2 months ago
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary
0
Updated: 2 months ago