Which of the following is the correct spelling?
A
anthusistic
B
Enthuciatic
C
Entusiastik
D
Enthusiastic
উত্তরের বিবরণ
Correct Answer: ঘ) Enthusiastic
Meaning:
-
English: Having or showing intense and eager enjoyment, interest, or approval.
-
Bangla: অত্যুৎসাহী।
Synonyms:
-
Zealous – উদ্দীপনাময়; গভীর অনুভূতিবহ; আগ্রহোদ্দীপক।
-
Ardent – অতিশয় আকুল বা অত্যন্ত উৎসাহী।
-
Fervent – গনগনে; ঐকান্তিক; হৃদয়ের উত্তাপ আছে এমন।
Antonyms:
-
Apathetic – উদাসীন; সমবেদনা বা আগ্রহহীন।
-
Indifferent – নিঃস্পৃহ; অনীহ; উদাসীন।
-
Uninterested – আগ্রহশূন্য; উদাসীন।
0
Updated: 1 month ago
Sidney says poets create:
Created: 5 months ago
A
Exact copies of reality
B
Lies
C
Improved versions of the world
D
Religious truth
Sidney বলেন যে কবিরা বাস্তবতার সঠিক নকল তৈরি করেন না, বরং তারা বিশ্বের উন্নত ও সুন্দর সংস্করণ তৈরি করেন। কবিতায় তারা কল্পনা ও সৃষ্টিশীলতা ব্যবহার করে বাস্তবতাকে আরও উন্নত এবং আদর্শরূপে উপস্থাপন করেন। এটি মানুষকে ভালো ও সুন্দর কিছু দেখাতে সাহায্য করে। তাই কবিতা কেবল মিথ্যা নয়, বরং একটি উন্নত বাস্তবতা সৃষ্টি করে।
0
Updated: 5 months ago
Only a teacher can guide the students. (negative)
Created: 2 months ago
A
No one except but a teacher can guide the students.
B
None but a teacher can guide the students.
C
Only a teacher cannot guide the students.
D
Anyone but a teacher can guide the students.
Explanation:
-
When changing an affirmative sentence with only before the subject into a negative sentence, “none but” is used.
-
The rest of the sentence remains unchanged.
Example:
-
Affirmative: Only a teacher can guide the students.
-
Negative: None but a teacher can guide the students.
More Examples:
-
Only God can help us. → None but God can help us.
-
Only he can do it. → None but he can do it.
-
Only a poet can write a poem. → None but a poet can write a poem.
Other Options Explained:
-
ক) No one except but a teacher… → Incorrect use of “except” and “but” together.
-
গ) Only a teacher cannot guide… → Completely changes the meaning.
-
ঘ) Anyone but a teacher… → Opposite meaning; implies anyone except the teacher can guide.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain
0
Updated: 2 months ago
Who is the author of the satirical poem "The Dunciad"?
Created: 1 month ago
A
Jonathan Swift
B
John Milton
C
Alexander Pope
D
Samuel Johnson
"The Dunciad" একটি বিখ্যাত ব্যঙ্গাত্মক কবিতা, যা রচনা করেছিলেন Alexander Pope। এই রচনার মাধ্যমে তিনি তাঁর সমালোচকদের উপর তীক্ষ্ণ ব্যঙ্গ করেছেন এবং ইংরেজি সাহিত্যে ব্যঙ্গকবিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
-
The Dunciad প্রথম প্রকাশিত হয় ১৭২৮ সালে তিন খণ্ডে, বেনামে।
-
পরবর্তীতে ১৭৪৩ সালে এটি চার খণ্ডে চূড়ান্ত রূপে প্রকাশিত হয়।
-
কবিতাটি মূলত iambic pentameter ছন্দে রচিত।
-
Dunc শব্দের অর্থ নির্বোধ, আর Dunciad শব্দের অর্থ নির্বোধদের মহাকাব্য।
-
কবি এখানে তাঁর সমালোচকদের অত্যন্ত তীক্ষ্ণ ও তির্যক ভাষায় আক্রমণ করেছেন।
Alexander Pope
-
তিনি ছিলেন The Augustan Age–এর সবচেয়ে খ্যাতনামা কবি।
-
এই যুগকে অনেক সময় The Age of Pope বলা হয়, কারণ তাঁর সাহিত্যিক প্রভাব এই সময়কে প্রাধান্য দিয়েছিল।
-
তিনি একজন Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
His Famous Works
-
The Rape of the Lock (Mock-Heroic poem)
-
The Dunciad
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Duncan
-
Memoirs of Martinus Scriblerus
0
Updated: 1 month ago