Which idiom means 'keeping a sincere promise'?
A
To the purpose
B
Turn a deaf ear
C
True to your word
D
Turn over a new leaf
উত্তরের বিবরণ
Correct Answer: গ) True to your word.
• True to your word (idiom)
English Meaning: keeping a sincere promise.
Bangla Meaning: কথা রাখা।
Incorrect options:
ক) To the purpose = relevant or appropriate.
খ) Turn a deaf ear = ignore someone or refuse to
listen.
ঘ) Turn over a new leaf = start behaving in a
better or more responsible way.
Example Sentence:
- True to his word, he paid back the money he borrowed from us.
- সে তার কথা রেখেছে, আমাদের কাছ থেকে ধার করা টাকা সে ফেরত দিয়েছে।

0
Updated: 12 hours ago
'Child is the father of man' is taken from the poem of-
Created: 1 month ago
A
W. Wordsworth
B
S. T. Coleridge
C
P.B. Shelley
D
A.C. Swinburne
“My Heart Leaps Up” কবিতার কিছু তথ্য
-
উইলিয়াম ওয়ার্ডসওর্থ এর ১৮০২ সালের ছোট্ট এই কবিতাটির অন্য নাম “The Rainbow”।
-
কবিতাটিতে কবি একটি সহজ সাধারন রংধনুর ছবি দেখে যে আনন্দ অনুভব করেন তা বর্ণনা করেছেন।
-
কবিতার মূল ভাব হল, বাচ্চাদের মত উৎসাহ আর বিস্ময় বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জীবন জুড়ে সেই অনুভূতিই আমাদের শক্তি দেয়।
-
কবি এই ধারণাটি তার অনেক কবিতায় প্রকাশ করেছেন।
উইলিয়াম ওয়ার্ডসওর্থ সম্পর্কে:
-
তিনি ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
ইংরেজি রোমান্টিক আন্দোলনের শুরুতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তার কিছু পরিচিত উক্তি:
-
“Child is the father of the man” (বাচ্চাই মানুষের প্রেরণা)
-
“Our birth is but a sleep and a forgetting” (আমাদের জন্ম এক ধরনের নিদ্রা আর ভুলে যাওয়া)
-
“Nature never did betray the heart that loved her” (প্রকৃতি কখনো হৃদয়কে ঠকায় না যারা তাকে ভালোবাসে)
-
“Poetry is a spontaneous overflow of powerful feelings” (কবিতা হল অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রবাহ)
-
“Poet is the breath and final speed of knowledge” (কবি হল জ্ঞানের প্রাণশক্তি ও গতি)
-
“Come forth into the light of things, let nature be your teacher” (জীবনের আলোয় এসো, প্রকৃতিকে তোমার শিক্ষক করো)
তথ্যের উৎস: Sparksnotes.com এবং Britannica

0
Updated: 1 month ago
Which of the following is correctly spelled?
Created: 2 days ago
A
Jubeleant
B
Jubiliant
C
Jubelant
D
Jubilant
Jubilant শব্দের অর্থ হলো এমন অনুভূতি বা অবস্থা যখন কেউ বিশেষ করে কোনো সফলতার কারণে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত। বাংলায় এর অর্থ হতে পারে আনন্দে চিৎকাররত, বিজয়ানন্দে উৎফুল্ল।
উদাহরণ:
-
ভক্তরা তাদের দলের বিজয় উপলক্ষে উৎফুল্ল ছিলেন।
উৎস:

0
Updated: 2 days ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 2 weeks ago
A
Acquitance
B
Dispassionate
C
Collaborate
D
Brilliant
• The misspelled word is — ক) Acquitance
-
The correct spelling is Acquittance.
• Acquittance (Noun)
-
English meaning: A document evidencing a discharge from an obligation, especially a receipt in full
-
Bangla meaning: ফারখতি; ছাড়পত্র সম্বন্ধীয়; পূর্ণ প্রাপ্তি রশিদ
• Other options:
-
খ) Dispassionate (Adjective) — আবেগমুক্ত; নিরাবেগ; পক্ষপাতহীন; শান্ত
-
গ) Collaborate (Verb) — সহযোগীরূপে কাজ করা; (বিশেষত সাহিত্য বা শিল্পকর্মে)
-
ঘ) Brilliant (Adjective) — অতি উজ্জ্বল; দীপ্তিময়; চমৎকার; অতি উৎকৃষ্ট; সুদক্ষ; অতিশয় চতুর; মেধাবী; প্রতিভাবান
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago