Which idiom means 'keeping a sincere promise'?
A
To the purpose
B
Turn a deaf ear
C
True to your word
D
Turn over a new leaf
উত্তরের বিবরণ
Correct Answer: গ) True to your word
Idiomatic Meaning:
-
English: Keeping a sincere promise.
-
Bangla: কথা রাখা।
Incorrect Options:
-
ক) To the purpose = প্রাসঙ্গিক বা যথার্থ।
-
খ) Turn a deaf ear = কারো কথা উপেক্ষা করা বা শোনার অস্বীকৃতি জানানো।
-
ঘ) Turn over a new leaf = আরও ভালো বা দায়িত্বশীলভাবে আচরণ শুরু করা।
Example Sentence:
-
English: True to his word, he paid back the money he borrowed from us.
-
Bangla: সে তার কথা রেখেছে, আমাদের কাছ থেকে ধার করা টাকা সে ফেরত দিয়েছে।
0
Updated: 1 month ago
What does "Call to account" mean?
Created: 1 month ago
A
Ignore
B
Reward
C
Criticize
D
Appreciate
Call to account একটি idiom, যা বোঝায় কাউকে জনসম্মুখে সমালোচনা করা বা আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রকাশ করা। সাধারণত ভুল কাজ বা দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এ ধরনের সমালোচনা করা হয়।
-
Call to account (Idiom)
English Meaning: To criticize publicly / to express public or formal disapproval of
Bangla Meaning: জনসম্মুখে নিন্দা করা; সমালোচনা করা; অপমান করা -
Correct Answer: To criticize publicly
-
Other Options:
ক) Ignore (উপেক্ষা করা) → এটি বিপরীত অর্থ প্রকাশ করে
খ) Reward (পুরস্কৃত করা) → দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত নয়
ঘ) Appreciate (প্রশংসা করা) → ইতিবাচক কাজ, সমালোচনার বিপরীত -
Example Sentences:
-
The government is being called to account.
-
The government is being called to account for the economic disaster.
-
-
Source:
0
Updated: 1 month ago
"The Time Machine" is a -
Created: 1 month ago
A
Religious Novel
B
Non-Religious Novel
C
Historical Novel
D
Scientific Novel
“The Time Machine” হলো একটি Scientific Novel, রচিত H. G. Wells দ্বারা। এটি ১৮৯৫ সালে প্রকাশিত হয় এবং Wells-এর প্রথম উপন্যাস হিসেবে সাহিত্যজগতে গুরুত্বপূর্ণ স্থান দখল করে। Novelটি Earliest works of science fiction এবং “time travel” উপশ্রেণীর প্রবর্তক হিসেবে পরিচিত।
-
সারসংক্ষেপ:
-
গল্পের কেন্দ্রবিন্দু একজন Victorian Scientist, যিনি দাবি করেন তিনি একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে
-
Time Machine-এর মাধ্যমে তিনি ভবিষ্যতে ৮০২,৭০১ সালের লন্ডনে পৌঁছান
-
Novelটি একটি Scientific Romance, যা ১৯শ শতকের বিবর্তনের প্রতি ধারনা এবং প্রগতিশীল বিশ্বাসকে চ্যালেঞ্জ করে
-
-
H. G. Wells:
-
পূর্ণ নাম: Herbert George Wells
-
English Novelist, Journalist, Sociologist, এবং Historian
-
বিখ্যাত Science Fiction novels: The Time Machine, The War of the Worlds
-
-
অন্য উল্লেখযোগ্য Science Fiction কাজসমূহ:
-
The Invisible Man
-
The War of the Worlds
-
The Island of Doctor Moreau
-
The First Men in the Moon
-
0
Updated: 1 month ago
Seamus Heaney was -
Created: 2 months ago
A
American author
B
Russian author
C
Irish author
D
French author
0
Updated: 2 months ago