What is the primary meaning of "polemic" as a noun?
A
A peaceful agreement
B
A gentle and pleasant speech
C
A strong verbal or written attack
D
An aesthetic and artistic expression
উত্তরের বিবরণ
Correct Answer: A strong verbal or written attack
Meaning: Polemic (noun) – একটি বক্তৃতা বা লিখিত রচনা যা অত্যন্ত জোরালোভাবে কোনো বিষয় বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে যুক্তি প্রদর্শন করে; বিবাদ, বাদানুবাদ বা বিতর্কনৈপুণ্য।
Synonyms:
-
Contentious – শত্রুতাপূর্ণ
-
Factious – কোন্দল বা বিরোধমূলক
-
Combative – দ্বন্দ্ব বা শত্রুতামূলক
-
Litigious – বিতর্কিত এবং বিদ্বেষপূর্ণ
-
Belligerent – যুদ্ধবাজ
Antonyms:
-
Gentle – ভদ্র
-
Kind – দয়াদ্র
-
Dispassionate – নিরপেক্ষ, উত্তেজনাহীন
-
Aesthetic – নান্দনিক
-
Pleasant – আনন্দদায়ক
Other Forms:
-
Polemical (adjective) – বিবাদপ্রিয়; বাদানুবাদকুশল; বিবাদকুশল; বিবাদাত্মক; বিতর্কমূলক; বাদানুবাদাত্মক
-
Polemically (adverb) – বিসংবাদীরূপে, বিবাদাত্মকভাবে
Other Options:
-
ক) "Peaceful agreement" – বিপরীত অর্থ; Polemic হলো সংঘাতময়
-
খ) "Gentle speech" – Polemic জোরালো ও আক্রমণাত্মক
-
ঘ) "Artistic expression" – Polemic যুক্তিনির্ভর, শিল্পমুখী নয়
Example Sentences:
-
I think he wrote it in haste, he wrote it in anger, he wrote a brilliant polemic.
-
Preaching and exegetical literature might also have a polemic purpose.
0
Updated: 1 month ago
A part of a longer story or a larger sequence is called-
Created: 1 month ago
A
Canto
B
Couplet
C
Epitaph
D
Episode
Episode হলো একটি দীর্ঘ গল্প বা নাটকের অংশ, যা নিজেই সম্পূর্ণ হলেও পরবর্তী অংশের জন্য কিছু সূত্র রেখে যায় এবং গল্পের মোট কাঠামোতে অবদান রাখে।
-
Episode (উপাখ্যান)
-
একটি দীর্ঘ গল্প, নাটক বা সাহিত্যকর্মকে ছোট ছোট পর্বে বিভক্ত করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়।
-
প্রতিটি episode নিজেই পূর্ণ হলেও পরবর্তী episode-এর জন্য কিছু ইঙ্গিত রেখে যায়।
-
গল্পের সামগ্রিক নকশায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
উদাহরণ: Jane Austen-এর Pride and Prejudice-এ Lydia-এর elopement এবং তার প্রভাবের বর্ণনা একটি episode।
-
অন্যান্য সম্পর্কিত সাহিত্যিক পদসমূহ
-
Canto
-
দীর্ঘ কবিতা বা মহাকাব্যের প্রধান ভাগ।
-
Italian শব্দ, Latin থেকে উদ্ভূত, যার অর্থ “song” বা “singing”।
-
ইংরেজিতে এটি কবিতার একটি বিভাগ বোঝাতে ব্যবহৃত হয়।
-
-
Epitaph (সমাধিলিপি)
-
মৃত ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত বাণী, প্রায়শই তার সমাধিতে খোদাই করা থাকে।
-
Epitaph কবিতার আকারেও হতে পারে এবং কখনো কখনো কবি বা লেখক জীবদ্দশায় এটি লিখেছেন।
-
Greek শব্দ epitaphios থেকে উদ্ভূত, যার অর্থ “funeral oration”।
-
-
Couplet (দ্বিপদী)
-
সমান মাপের এবং অন্ত্যমিলযুক্ত দুটি লাইন বা চরণ।
-
কবিতায় একত্রে রাইম করা দুটি লাইনকে couplet বলা হয়।
-
0
Updated: 1 month ago
The famous novel 'For Whom the Bell Tolls' was written by -
Created: 2 months ago
A
Thomas Hardy
B
John Donne
C
Mark Twain
D
Ernest Hemingway
For Whom the Bell Tolls
-
লেখক: Ernest Hemingway
-
প্রকাশকাল: 1940
-
পটভূমি: Spanish Civil War, বিশেষত স্পেনের Segovia অঞ্চল
-
প্রধান চরিত্র: Robert Jordan, Maria, Pablo, Pilar
-
ধরণ: যুদ্ধভিত্তিক উপন্যাস, যেখানে প্রেম, আত্মত্যাগ, এবং স্বাধীনতার জন্য লড়াইয়ের গল্প ফুটে ওঠে
Ernest Hemingway
-
পরিচয়: আমেরিকান novelist ও short-story writer
-
নোবেল পুরস্কার: 1954 (The Old Man and the Sea এর জন্য)
-
লেখনশৈলী: সংক্ষিপ্ত, সরল বাক্য, এবং গভীর অর্থবহ বর্ণনা
-
বিখ্যাত রচনা:
-
For Whom the Bell Tolls
-
The Old Man and The Sea
-
A Farewell to Arms
-
The Sun Also Rises
-
Death in the Afternoon
-
অতিরিক্ত তথ্য:
-
"For Whom the Bell Tolls" শিরোনামটি এসেছে ইংরেজ কবি John Donne-এর একটি Meditation (Devotions upon Emergent Occasions) থেকে।
0
Updated: 2 months ago
The Rime of the Ancient Mariner is written by -
Created: 1 month ago
A
William Wordsworth
B
S.T. Coleridge
C
P.B. Shelley
D
John Milton
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge রচিত একটি বিখ্যাত কবিতা, যা মানুষের অপরাধবোধ, প্রায়শ্চিত্ত এবং আত্ম-উদ্ধারের গল্প বর্ণনা করে। কবিতায় একজন প্রাচীন নাবিক Albatross নামক পাখি হত্যার পাপের কারণে কঠিন ভোগান্তির মধ্য দিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত লাভ করেন। কবিতার কেন্দ্রীয় চরিত্র একটি বিবাহোত্সবে যাওয়া তিন যুবকের মধ্যে একজনকে ধরে রাখে এবং তাকে তার যুবকালীন সমুদ্রযাত্রার অভিজ্ঞতা—Albatross হত্যা, সহকর্মী নাবিকদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত মুক্তি—বর্ণনা করে।
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশকাল: ১৭৯৮, ‘Lyrical Ballads’-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: লিরিক্যাল কবিতা (৭ পার্টে বিভক্ত)
-
প্রসঙ্গ: অপরাধ, প্রায়শ্চিত্ত ও আত্ম-উদ্ধার
Samuel Taylor Coleridge সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English lyrical poet, critic এবং philosopher
-
পরিচয়: Poet of Supernaturalism
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য কাজ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
0
Updated: 1 month ago