Which proverb matches "অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট"?
A
Virtue is its own reward
B
United we stand, divided we fall
C
Two heads are better than one
D
Too many cooks spoil the broth
উত্তরের বিবরণ
Correct Answer: ঘ) Too many cooks spoil the broth।
Meaning: Too many cooks spoil the broth – অনেকের একসঙ্গে হস্তক্ষেপ করলে কাজে ক্ষতি হয়।
Other Options:
-
ক) "Virtue is its own reward" → পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না। (এটি ওভারক্রাউডিং বা অতিরিক্ত হস্তক্ষেপের সঙ্গে সম্পর্কিত নয়)
-
খ) "United we stand, divided we fall" → একতায় উত্থান, বিভেদে পতন। (এটি ঐক্যের গুরুত্ব বোঝায়, অতিরিক্ত হস্তক্ষেপের নয়)
-
গ) "Two heads are better than one" → দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। (এটি সহযোগিতার ভালো দিক বোঝায়, ক্ষতির নয়)
0
Updated: 1 month ago
Who is the author of "Paradise Lost"?
Created: 1 month ago
A
Alexander Pope
B
Edmund Spenser
C
William Blake
D
John Milton
Paradise Lost এর রচয়িতা হলো John Milton। এটি Neo-classical period-এর একজন প্রধান সাহিত্যিকের লেখা একটি epic poem, যা মূলত খ্রিষ্টীয় ধর্মীয় বিশ্বাসের আলোকে আদি মানব আদম ও ইভের স্বর্গ থেকে পতনের কাহিনী উপস্থাপন করে। Milton এর লক্ষ্য ছিল “to justify the ways of God to men”। কবিতাটি Blank verse-এ লেখা হয়েছে এবং ১৬৬৭ সালে প্রকাশিত হয়। বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
-
Characters:
-
Adam, Eve, Satan, Beelzebub, Raphael, Michael, Mamoon, Belial, Gabriel, ইত্যাদি
-
-
সারসংক্ষেপ:
-
শয়তান খোদার বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি স্বরূপ স্বর্গ থেকে বহিষ্কৃত হয়
-
সে মানবজাতিকে খোদাদ্রোহে প্ররোচনা দেয়
-
ইডেন গার্ডেনে ইভ এবং আদম নিষিদ্ধ ফল ভক্ষণ করে
-
ফল ভক্ষণের পর তারা অপরাধ বুঝতে পারে এবং স্বর্গ থেকে বহিষ্কৃত হয়
-
-
Notable Quotations:
-
“Of Man's First Disobedience, and the Fruit Of that Forbidden Tree, whose mortal taste Brought Death into the World, and all our woe.”
-
“Better to reign in Hell than serve in Heaven.”
-
“Death is the golden key that opens the place of eternity.”
-
“Solitude sometimes is the best society.”
-
“Awake, arise, or be forever fallen.”
-
-
John Milton (1608–1674):
-
জন্ম: London, England, 1608
-
একজন English poet, pamphleteer এবং historian
-
Shakespeare-এর পর অন্যতম গুরুত্বপূর্ণ English author
-
“Epic Poet” এবং Blank Verse-এর great master হিসেবে পরিচিত
-
রাজনৈতিক প্রবন্ধও লিখেছেন
-
-
Some Notable Works:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-
Comus (Masque)
-
On Shakespeare
-
Samson Agonistes
-
L'Allegro, Il Penseroso, Areopagitica
-
0
Updated: 1 month ago
The story of 'Moby Dick' centers on—
Created: 1 month ago
A
a mermaid
B
a whale
C
a crocodile
D
a shark
Herman Melville was a prominent American novelist, short-story writer, and poet, best known for his profound contributions to American literature.
His works often explore themes of obsession, human struggle, and the complexity of the human condition.
-
Moby Dick is a novel by Herman Melville, first published in London in October 1851 under the title The Whale, and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
-
The novel is dedicated to Nathaniel Hawthorne and is widely regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.
-
The story revolves around the hunt for a giant whale, depicting the relentless pursuit of Ahab and the symbolic struggle between man and nature.
-
Main characters include Ishmael (the narrator), Ahab (the ship’s captain), Queequeg, and Starbuck among others.
Some of Herman Melville’s other famous novels are:
-
White Jacket
-
Bartleby, the Scrivener
0
Updated: 1 month ago
What is an epic?
Created: 1 day ago
A
All of the answers
B
a short poem
C
a long poem
D
a satire
“What is an epic?” প্রশ্নের সঠিক উত্তর হলো a long poem, কারণ epic হলো এমন একটি দীর্ঘ বর্ণনামূলক কবিতা যা সাধারণত কোনো বীরের বীরত্বগাঁথা, ঐতিহাসিক ঘটনা বা জাতীয় গৌরবের কাহিনি তুলে ধরে।
-
Epic শব্দটি গ্রিক epos থেকে এসেছে, যার অর্থ “word” বা “story”।
-
এটি সাধারণত ছন্দে লেখা হয় এবং বীর চরিত্র, দেবতা, যুদ্ধ ও নৈতিক মূল্যবোধ নিয়ে রচিত হয়।
-
উদাহরণ: The Iliad ও The Odyssey (by Homer), Paradise Lost (by John Milton) হলো বিখ্যাত epic কবিতা।
-
A short poem ও a satire উভয়ই ভিন্ন ঘরানা; সংক্ষিপ্ত কবিতা বা বিদ্রূপধর্মী কবিতা কখনোই epic হিসেবে গণ্য হয় না।
তাই সঠিক উত্তর হলো a long poem।
0
Updated: 1 day ago