Which proverb matches "অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট"?
A
Virtue is its own reward
B
United we stand, divided we fall
C
Two heads are better than one
D
Too many cooks spoil the broth
উত্তরের বিবরণ
Correct Answer: ঘ) Too many cooks spoil the broth.
• Too many cooks spoil the broth.- অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
Other options:
ক) "Virtue is its own reward" → পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না। (doesn't match)
খ) "United we stand, divided we fall" →
একতায় উত্থান, বিভেদে পতন।
(about unity, not overcrowding)
গ) "Two heads are better than one" → দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
(about collaboration being good, not harmful)

0
Updated: 11 hours ago
Before Prospero's arrival, who imprisoned the spirit Ariel in a cloven pine?
Created: 2 weeks ago
A
Caliban
B
The goddess Diana
C
The witch Sycorax
D
Alonso, King of Naples
• Act 1, Scene 2-এ প্রসপেরো অ্যারিয়েলকে তার অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে দেন, যাতে সে তার আদেশ মানে। তিনি বর্ণনা করেন কীভাবে "দূষিত জাদুকরী সাইকোর্যাক্স," যিনি কালিবানের মা এবং দ্বীপের পূর্ববর্তী শাসক ছিলেন, অ্যারিয়েলকে একটি "দ্বিখণ্ডিত পাইন" গাছের মধ্যে বন্দী করেছিলেন। সাইকোর্যাক্স অ্যারিয়েলকে শাস্তি দিয়েছিলেন কারণ সে একটি আত্মা হিসেবে তার "মাটির ও ঘৃণ্য আদেশ" পালন করার জন্য "অত্যন্ত সূক্ষ্ম" ছিল। প্রসপেরোই শেষ পর্যন্ত অ্যারিয়েলকে খুঁজে বের করেন এবং গাছ থেকে মুক্তি দেন, যার কারণে অ্যারিয়েল এখন প্রসপেরোর আদেশ মানতে বাধ্য।

0
Updated: 2 weeks ago
Choose the correct spelling.
Created: 6 days ago
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:

0
Updated: 6 days ago
She is standing _____ the window.
Created: 3 days ago
A
to
B
over
C
by
D
with
Complete sentence: She is standing by the window.
-
Bangla meaning: সে জানালার পাশে দাঁড়িয়ে আছে।
By (Preposition):
-
English meaning: in proximity to; near
-
Bangla meaning: কাছে; পাশে; নিকটে; ধারে
-
কোনো ব্যক্তি বা বস্তুর কাছে, পাশে বা নিকটে বোঝাতে by ব্যবহার করা হয়।
Source:

0
Updated: 3 days ago