Which of the following is an antonym of “bard”?
A
Stingy
B
Essayist
C
Rhymester
D
Compliment
উত্তরের বিবরণ
Bard শব্দের অর্থ মূলত একজন কবি, বিশেষত যিনি কাব্য বা মহাকাব্য মুখে বলতেন এবং একটি নির্দিষ্ট মৌখিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত ছিলেন।
-
English Meaning: A poet, traditionally one reciting epics and associated with a particular oral tradition.
-
Bangla Meaning: (১) (বিশেষত সেলটিক) চারণ। (২) (সাহিত্যিক) কবি।
-
Synonyms: Poet (কবি), Minstrel (চারণকবি), Rhymester (কবি/ছড়াকার), Troubadour (গীতিকার)।
-
Antonyms: Essayist (প্রাবন্ধিক)।
-
Other Forms:
-
Bardic (adjective) চারণিক; চারণ।
-
Bardolatry [Uncountable noun] শেক্সপিয়রের প্রতি অতিভক্তি; কবিপূজা।
-
-
Other Options:
-
Stingy - কৃপণ স্বভাব; ব্যয়কুণ্ঠ।
-
Compliment - প্রশংসাসূচক; শ্রদ্ধাসূচক বা সৌজন্যসূচক কথা।
-
-
Example Sentences:
-
Taliesin was a renowned bard who is believed to have sung at the courts of at least three Brythonic kings.
-
Maybe he saw himself as the persecuted Bard, the subject of one of his large canvases.
-
0
Updated: 1 month ago
Who wrote The Taming of the Shrew?
Created: 2 months ago
A
Christopher Marlowe
B
Thomas Kyd
C
Ben Jonson
D
William Shakespeare
• The Taming of the Shrew
- এটি William Shakespeare রচিত 5 acts বিশিষ্ট একটি কমেডি।
- The Taming of the Shrew is one of William Shakespeare's most well-known comedies.
- এই comedy টি ১৫৯০-১৫৯৪ সালের মাঝে কোনো এক সময়ে লেখা এবং ১৬২৩ সালে 'First Folio' -তে প্রথম মুদ্রিত হয়েছিল।
- এই comedy টি Katharina এবং Petruchio -এর মধ্যকার volatile courtship -এর বর্ণনা দেয়, Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে কাথরিনার কিংবদন্তি রাগ নিয়ন্ত্রণ করবে এবং তার থেকে যৌতুক জিতবে।
• Summary
- কাথরিনা একজন দৃঢ়চেতা এবং তীক্ষ্ণ ভাষায় কথা বলা নারী, যিনি সমাজের নারীদের সম্পর্কে নির্ধারিত প্রত্যাশাগুলির সাথে মানিয়ে চলতে অস্বীকার করেন।
- চালাক Petruchio তাকে বিয়ে করে, এবং তাকে "বশীভূত" করার কাজটি শুরু করে এবং তাকে নিয়ন্ত্রণে আনতে অস্বাভাবিক এবং ধান্ধাবাজি পদ্ধতি ব্যবহার করে।
- একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে, নাটকটি সম্পর্কের জটিলতা এবং বিবাহে আধিপত্য প্রতিষ্ঠার সংগ্রাম তুলে ধরে।
0
Updated: 2 months ago
What imagery does the poet use to describe the loss of childhood vision?
Created: 1 month ago
A
A setting sun
B
A fading dream
C
A cloudy sky
D
A broken mirror
কবি শৈশবের আধ্যাত্মিক দৃষ্টি হারানোর অভিজ্ঞতাকে বর্ণনা করতে স্বপ্ন মিলিয়ে যাওয়ার চিত্রকল্প এবং আলো নিভে আসার প্রতীক ব্যবহার করেছেন। তিনি উল্লেখ করেন এক “celestial light”, যা একসময় পৃথিবীকে স্বর্গীয় আভায় ভরে দিত, কিন্তু এখন তা ম্লান হয়ে গিয়ে কেবল “light of common day” হয়ে আছে। এই অভিজ্ঞতা অনেকটা স্বপ্ন ভোর হওয়ার পর মিলিয়ে যাওয়ার মতো, যেখানে কেবল স্মৃতিই থেকে যায়, কিন্তু আগের জীবন্ত দীপ্তি আর থাকে না।
-
“Glory and the freshness of a dream”: এই চিত্রকল্প স্বপ্নের ক্ষণস্থায়ী প্রকৃতিকে বোঝায়। শৈশবে যে দৃষ্টি উজ্জ্বল ও মহিমান্বিত মনে হয়েছিল, তা এখন কেবল একটি স্মৃতি হয়ে আছে।
-
“Celestial light”: শৈশবে পৃথিবীকে যে স্বর্গীয় আলোয় ভরা দেখা যেত, তার প্রতিফলন। কিন্তু প্রাপ্তবয়স্ক জীবনে সেই আলো ম্লান হয়ে গেছে।
-
“Shades of the prison-house begin to close”: এখানে এক রূপক ব্যবহৃত হয়েছে, যা দেখায় কিভাবে বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব ও ভোগবাদী চিন্তা মানুষের চারপাশে কারাগারের মতো ঘিরে ধরে।
-
“Fades into the light of common day”: শৈশবের বিশেষ ও উজ্জ্বল উপলব্ধিকে প্রাপ্তবয়সের সাধারণ ও নিস্তেজ বাস্তবতার সাথে তুলনা করা হয়েছে।
-
আলোর ম্লান হয়ে যাওয়া অনেকটা অস্তগামী সূর্যের প্রতীকের মতো, যদিও কবিতায় সরাসরি সূর্যাস্তের উল্লেখ নেই।
-
ভাঙা আয়নার চিত্রকল্প এই কবিতায় মানানসই নয়, কারণ এখানে দৃষ্টির ক্ষতি ধীরে ধীরে আলো নিভে আসার মতো, কোনো হঠাৎ ভেঙে যাওয়ার মতো নয়।
0
Updated: 1 month ago
Which Shakespearean play explores the theme reflected in the quote: "Don't waste your love on somebody, who doesn't value it"?
Created: 3 months ago
A
Othello
B
Macbeth
C
Hamlet
D
Romeo and Juliet
• The quote "Don’t waste your love on somebody, who doesn’t value it" is often associated with William Shakespeare’s famous tragedy - "Romeo and Juliet".
- "Romeo and Juliet" ১৫৯৪–৯৬ সালে লেখা হয় এবং ১৫৯৭ সালে একটি অনুমোদনবিহীন কোয়ার্টোতে প্রথম প্রকাশিত হয়।
- ১৫৯৯ সালে একটি অনুমোদিত কোয়ার্টো প্রকাশিত হয়, যা উল্লেখযোগ্যভাবে দীর্ঘ এবং আরও নির্ভরযোগ্য।
- দ্বিতীয় কোয়ার্টোর উপর ভিত্তি করে একটি তৃতীয় কোয়ার্টো ছিল, যা ১৬২৩ সালের ফার্স্ট ফোলিও এর সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হয়।
• Characters:
- Romeo Montague,
- Juliet Capulet,
- Friar Laurence,
- Mercutio,
- Tybalt,
- The Nurse.
• সার-সংক্ষেপ:
- Romeo (Montague) ও Juliet (Capulet) দুই শত্রু পরিবারের সদস্য, কিন্তু তারা একে অপরকে ভালোবেসে ফেলে।
- তারা গোপনে বিয়ে করে Friar Laurence-এর সাহায্যে।
- কিন্তু Juliet এর কাজিন Tybalt এর সাথে মারামারিতে Romeo জড়িয়ে পড়ে এবং তাকে হত্যা করে নির্বাসিত হয়।
- Juliet এর পরিবার তার অন্যত্র বিয়ে ঠিক করে, এবং Juliet মরণঘুমের ওষুধ খায়।
- Romeo ভুলে ভাবে Juliet মারা গেছে এবং বিষ খেয়ে আত্মহত্যা করে।
- Juliet ও জেগে উঠে Romeo কে মৃত দেখে নিজেও ছুরি দিয়ে আত্মহত্যা করে।
• William Shakespeare
- Born: April 26, 1564, Stratford- upon Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.
• Notable works:
• Tragedy
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Tragi-comedy
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,
• Comedy
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
• Historical play
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III
Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.
0
Updated: 3 months ago