Which idiom fits this sentence?
"We must _____ the weather when planning the outdoor event."
A
take the chair
B
take the cake
C
take into account
D
take the bull by the horns
উত্তরের বিবরণ
Take into account একটি বাক্যাংশ যা বোঝায় কোনো বিষয় বা বিষয়সমূহকে বিবেচনায় রাখা বা বিবেচনা করা বিশেষত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে। এটি এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে বিভিন্ন ফ্যাক্টর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
-
Correct Answer: take into account
-
Full Sentence Example: "We must take into account the weather when planning the outdoor event."
-
Bangla Meaning: আমাদের বাইরের অনুষ্ঠান পরিকল্পনা করার সময় আবহাওয়াকে বিবেচনা করতে হবে।
-
-
English Meaning: Consider something along with other factors before reaching a decision
-
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া
-
Incorrect Options:
-
take the chair – চেয়ারপারসনের ভূমিকা পালন করা
-
take the cake – সবচেয়ে অবিস্মরণীয় বা উল্লেখযোগ্য হওয়া (ভালো বা খারাপ)
-
take the bull by the horns – সাহসিকতার সঙ্গে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করা
-
-
Example Sentence:
-
A good architect takes into account the building's surroundings.
-
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।
-
0
Updated: 1 month ago
Who reveals Wickham’s true character to Elizabeth?
Created: 2 months ago
A
Lady Catherine
B
Mr. Bennet
C
Mr. Darcy (through a letter)
D
Colonel Fitzwilliam
Wickham শুরুতে Elizabeth-কে Darcy সম্পর্কে ভুল তথ্য দেয়। Elizabeth বিশ্বাস করে Darcy নিষ্ঠুর। কিন্তু Darcy তার প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর Elizabeth-কে একটি চিঠি লেখে। সেই চিঠিতে Wickham-এর সত্য প্রকাশ করে—Wickham Darcy-এর বোন Georgiana-কে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল।
এই চিঠিই Elizabeth-এর জীবনের টার্নিং পয়েন্ট। সে বুঝতে পারে Darcy আসলে এতটা খারাপ নয় এবং তার নিজের বিচার-ক্ষমতাও প্রশ্নবিদ্ধ। এভাবেই prejudice ভাঙতে শুরু হয়।
0
Updated: 2 months ago
What is Blank verse in literature?
Created: 1 month ago
A
Unrhymed iambic pentameter verse
B
Verse without any blanks
C
Prose without any poetic elements
D
Verses with double couplet
Blank verse হলো Unrhymed iambic pentameter verse। এটি ইংরেজি সাহিত্যে বহুল ব্যবহৃত এক ধরণের ছন্দ, যেখানে অন্তমিল নেই, তবে নিয়মিত ছন্দবিন্যাস বজায় থাকে।
-
সাহিত্যে Blank Verse হলো এমন এক প্রকার ছন্দ, যেখানে কোনো শব্দের শেষে মিল পাওয়া যায় না, অর্থাৎ এটি unrhymed iambic pentameter।
-
বাংলায় একে অমিত্রাক্ষার ছন্দ বলা হয়।
-
এই ছন্দে কবিতার পঙক্তির শেষে কোনো মিল না থাকলেও তাতে iambic pentameter ব্যবহৃত হয়।
-
একটি iambic pentameter line-এ থাকে পাঁচটি iambic feet। প্রতিটি iamb হলো দুই অক্ষরের একটি ছন্দমাত্রা, যেখানে প্রথমটি অপ্রধান (unstressed) এবং দ্বিতীয়টি প্রধান (stressed)।
-
Blank verse-এর লাইনের শেষ শব্দ কোনো পরবর্তী লাইনের শেষ শব্দের সাথে মিলে যায় না।
-
এই ধরনের ছন্দ অনেক সময় normal speech বা স্বাভাবিক কথোপকথনের মতো শোনায়, তাই নাটক ও দীর্ঘ কবিতায় এটি বহুল ব্যবহৃত হয়েছে।
Example
-
John Milton-এর Paradise Lost একটি বিখ্যাত মহাকাব্য, যা blank verse-এ রচিত।
0
Updated: 1 month ago
"Every Man in His Humour" is written by:
Created: 4 weeks ago
A
Edmund Spenser
B
Francis Bacon
C
Ben Jonson
D
Thomas Kyd
Every Man in His Humour হলো Ben Jonson রচিত একটি বিখ্যাত comic drama। এটি Jacobean Period-এর অন্যতম গুরুত্বপূর্ণ নাটক এবং Jonson-এর সাহিত্যিক খ্যাতির সূচনা ঘটায়। নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ১৫৯৮ সালে, Lord Chamberlain’s Men নামের নাট্যদলের মাধ্যমে (যে দলে William Shakespeare-ও অভিনেতা ছিলেন)। পরবর্তীতে নাটকটি ১৬১৬ সালে সংশোধিত সংস্করণে প্রকাশিত হয়।
নাটকটির মূল কাঠামো গঠিত পাঁচ অঙ্কে (five acts)। এর চরিত্রগুলো গঠিত হয়েছে medieval physiology-এর four humours ধারণার ওপর ভিত্তি করে—যেমন, মানুষের শরীরের চার ধরনের তরল বা রস (blood, phlegm, yellow bile, black bile) ব্যক্তিত্ব ও মেজাজ নির্ধারণ করে বলে মধ্যযুগীয় বিশ্বাস ছিল। নাটকের প্রতিটি চরিত্র একেকটি নির্দিষ্ট “humour”-এর প্রভাবাধীন, যার ফলে তারা অপরিবর্তনীয় স্বভাবের অধিকারী এবং অন্যদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে অনীহা প্রকাশ করে।
Ben Jonson:
-
তিনি ছিলেন একজন বিশিষ্ট English Stuart dramatist, lyric poet, এবং literary critic।
-
সাহিত্য ইতিহাসে তিনি পরিচিত “Father of Comedy of Humours” নামে।
-
William Shakespeare-এর পর তিনিই ইংরেজি নাট্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে স্বীকৃত।
তার শ্রেষ্ঠ নাটকসমূহ:
-
Every Man in His Humour (1598)
-
Volpone (1605)
-
Epicoene; or, The Silent Woman (1609)
-
The Alchemist (1610)
-
Bartholomew Fair (1614)
0
Updated: 4 weeks ago