Which idiom fits this sentence?
"We must _____ the weather when planning the outdoor event."
A
take the chair
B
take the cake
C
take into account
D
take the bull by the horns
উত্তরের বিবরণ
Correct Answer: take
into account.
Full Sentence: "We must take into account the
weather when planning the outdoor event."
- Take into account = Consider something before making a decision.
-This matches perfectly with the idiom "take into account" (বিবেচনা করা).
Bangla Meaning: "আমাদের বাইরের অনুষ্ঠান পরিকল্পনা করার সময় আবহাওয়াকে বিবেচনা করতে হবে।"
• Take something into account (idiom)
English Meaning: Consider something along with other factors before reaching a
decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।
Incorrect options:
ক) take the chair = to act as a
chairperson.
খ) take the cake = to be the
most remarkable (good or bad).
ঘ) take the bull by the horns = to
face a difficult situation bravely.
Example Sentence: A good architect takes into account the building's
surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

0
Updated: 11 hours ago
Robert Browning is -
Created: 2 weeks ago
A
Romantic poet
B
Victorian poet
C
Modern poet
D
Neoclassical poet
Robert Browning
-
Victorian যুগের একজন British poet।
-
Dramatic monologue রচনায় দক্ষতার জন্য বিখ্যাত।
Notable Works
Poems: My Last Duchess, The Pied Piper of Hamelin, Fra Lippo Lippi, Andrea del Sarto।
Play: Strafford (1837) – মাত্র পাঁচবার মঞ্চস্থ হওয়ার পর বন্ধ হয়।

0
Updated: 2 weeks ago
Select the correctly spelled word:
Created: 2 weeks ago
A
Acquaintence
B
Acquaintance
C
Aqueintance
D
Acquintance
• Correct Answer: খ) Acquaintance.
• Acquaintance
- English Meaning : personal knowledge : familiarity.
- Bangla Meaning : পরিচিত ব্যক্তি / চেনাশোনা, অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা তথ্য; পরিচয়।
- Example: He is just an acquaintance, not a close friend.

0
Updated: 2 weeks ago
Who is Ophelia’s father in Hamlet?
Created: 1 week ago
A
Laertes
B
Polonius
C
Claudius
D
Horatio
Polonius হলো Ophelia-এর পিতা, যিনি William Shakespeare-এর Hamlet নাটকে গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Hamlet হলো Shakespeare-এর অন্যতম বিখ্যাত tragedy, যা ইংরেজি সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ।
-
এটি অন্যান্য tragedy-এর মতো ৫ acts বিশিষ্ট।
-
লেখা হয় ১৫৯৯-১৬০১ সালের মধ্যে এবং প্রথম প্রকাশিত হয় 1603 সালে।
-
কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet, 'prince of Denmark', জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং নিজের পিতাকে হত্যা করেছে।
-
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এবং নাটকটি Hamlet-এর মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হয়।
Important Characters of Hamlet
-
Ophelia
-
Hamlet
-
Claudius
-
Gertrude
-
Horatio (Hamlet-এর বিশ্বস্ত ও শ্রেষ্ঠ বন্ধু)
-
Polonius (Ophelia-এর পিতা)
-
Laertes (Ophelia-এর ভাই)
William Shakespeare (1564–1616)
-
ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
তাকে English National Poet বলা হয়।
-
জন্মস্থান Stratford-upon-Avon, তাই তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
বিশ্ব সাহিত্যে অনন্য অবস্থান অধিকার করে আছেন।
-
প্রধানত Drama এবং Sonnet-এর জন্য পরিচিত।
-
তিনি মোট ৩৭টি play এবং ১৫৪টি sonnet লিখেছেন।
-
এছাড়াও তিনি long narrative poem-ও রচনা করেছেন।

0
Updated: 1 week ago