Identify the correct antonym of “Glib”.
A
Shallow
B
Genuine
C
Worsen
D
Improve
উত্তরের বিবরণ
Correct Answer:
Genuine.
• Glib (adjective)
English Meaning: (of speakers and speech) using words that are clever, but are
not sincere, and do not show much thought
Bangla Meaning: (ব্যক্তি, তার কথা বা তার বলার ধরন) অতি তৎপর; অতি মসৃণ কিন্তু আন্তরিক নয়: glib excuse; have a glib tongue.
Synonyms: Artful (চতুর, ছলনাময়, শৈল্পিক),
Talkative (বাচাল), Shallow (অগভীর কথা),
Superficial (অগভীর), Hollow (ফাঁপা)।
Antonyms: Silent, Thoughtful (চিন্তা ভাবনা করে কথা বলা),
Serious(গম্ভীর), Genuine (অকৃত্রিম), Sincere (আন্তরিক, খাঁটি, একনিষ্ঠ)।
Other Forms:
- Glibly (adverb);
- Glibness (noun).
Other options:
- Worsen - খারাপ হওয়া; দুর্বল হওয়া।
- Improve - উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা;
Example Sentence:
1. He had assumed that his glib explanations would convince us.
2. It was a glib response to a complex question.

0
Updated: 11 hours ago
Waiting for Godot is written by -
Created: 2 weeks ago
A
American author
B
Irish author
C
French author
D
Russian author
Waiting for Godot
-
রচয়িতা: Irish writer Samuel Beckett
-
ধরণ: Absurd play, two-act tragic-comedy
-
মূল ফরাসি নাটক En attendant Godot → Beckett নিজেই ইংরেজিতে অনুবাদ করেন
-
প্রকাশ: 1952
-
Theatre of the Absurd এর প্রথম সফল নাটক
-
1969 সালে এই নাটকের জন্য Beckett সাহিত্যে নোবেল পুরস্কার পান
কাহিনী:
-
দুটি চরিত্র Vladimir ও Estragon একটি গাছের নিচে অপেক্ষা করে Godot নামের কারও জন্য
-
তারা বিশ্বাস করে Godot এলে জীবনে অর্থ আসবে, কিন্তু তিনি আসেন না
-
নাটকে একঘেয়েমি, হতাশা ও সমাজের অস্থিরতা ফুটে ওঠে
-
প্রতীকীভাবে এটি মানবজীবনের অনিশ্চয়তা ও অস্তিত্বের মানে খোঁজার কাহিনী
Samuel Beckett
-
Irish novelist, critic, playwright
-
Nobel Prize in Literature: 1969
Best Works (plays):
-
Waiting for Godot
-
Endgame
-
Happy Days

0
Updated: 2 weeks ago
Why does Elizabeth’s rejection of Collins shock her family?
Created: 3 weeks ago
A
Collins is poor
B
Collins is heir to Longbourn
C
Collins is ugly
D
Collins is already married
Longbourn কেবল পুরুষ উত্তরাধিকারীর হাতে যাবে। তাই Collins যদি Elizabeth-কে বিয়ে করত, Bennet পরিবারের মেয়েদের ভবিষ্যৎ কিছুটা সুরক্ষিত হতো। Elizabeth তার স্বাধীনতা ও ভালোবাসার বিশ্বাসে Collins-কে প্রত্যাখ্যান করে। এতে Mrs. Bennet ক্ষিপ্ত হয়, কারণ সে শুধু অর্থনৈতিক নিরাপত্তা দেখে। Austen এখানে নারীর ব্যক্তিগত স্বাধীনতা বনাম সামাজিক চাপ দ্বন্দ্বকে তুলে ধরেন।

0
Updated: 3 weeks ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago