নিম্নোক্ত কোন স্থানে 'জাতিসংঘ সনদ' স্বাক্ষরিত হয়েছে?
A
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
B
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
C
প্যারিস, ফ্রান্স
D
সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে। এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
-
গঠনকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
সনদ স্বাক্ষর: ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়।
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
-
দাপ্তরিক ভাষা: মোট ৬টি, যথা ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ এবং আরবি।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ (ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি দেশ, যথা ভ্যাটিকান এবং ফিলিস্তিন।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান, যা ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩তম দেশ হিসেবে যোগদান করে।
0
Updated: 1 month ago
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে HFCs এর উৎপাদন এবং ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়?
Created: 2 months ago
A
লন্ডন সংশোধনী
B
কোপেনহেগেন সংশোধনী
C
কিগালি সংশোধনী
D
বেইজিং সংশোধনী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মনট্রিল প্রটোকল
সাম্রাজ্যের পতন
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol)
-
পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer
-
সংজ্ঞা: মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের (ODS – Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার বন্ধ করা।
-
প্রধান আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯
-
চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা
-
চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি
-
চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি
সংশোধনীসমূহ (Amendments)
-
London Amendment – 1990
-
Copenhagen Amendment – 1992
-
Vienna Amendment – 1995
-
Montreal Amendment – 1997
-
Beijing Amendment – 1999
-
Kigali Amendment – 2016
কিগালি সংশোধনী (Kigali Amendment)
-
গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯
-
স্থান: কিগালি, রুয়ান্ডা
-
লক্ষ্য:
-
হাইড্রোফ্লুরোকার্বন (HFCs) এর ব্যবহার ধাপে ধাপে হ্রাস করা
-
বৈশ্বিক উষ্ণায়ন কমানো
-
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া
-
-
ফলাফল: আগামী ৩০ বছরের মধ্যে দেশগুলো HFCs-এর উৎপাদন ও ব্যবহার প্রায় ৮০%–৮৫% পর্যন্ত কমিয়ে আনবে।
উৎস:
i) UNEP (United Nations Environment Programme)
ii) Ozone Secretariat
0
Updated: 2 months ago
বিশ্ব প্রাণী দিবস পালিত হয় কবে?
Created: 2 months ago
A
১৪ ফেব্রুয়ারি
B
২২ এপ্রিল
C
৪ অক্টোবর
D
৫ জুন
বিশ্ব প্রাণী দিবস
-
প্রতিষ্ঠা: ১৯৩১ সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে ৪ অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয়।
-
উদ্দেশ্য: প্রাণীদের কল্যাণ এবং তাদের অধিকার রক্ষা করা।
-
পর্যবেক্ষক সংস্থা: সারাবিশ্বে দিবসটি যুক্তরাজ্যভিত্তিক ন্যাচার ওয়াচ ফাউন্ডেশন পালন করে।
পরিবেশ ভিত্তিক অন্যান্য গুরুত্বপূর্ণ দিবস:
-
আন্তর্জাতিক পরিবেশ দিবস: ৫ জুন
-
বিশ্ব নারী দিবস: ৮ মার্চ
-
বিশ্ব স্বাস্থ্য দিবস: ৭ এপ্রিল
-
বিশ্ব প্রাণী দিবস: ৪ অক্টোবর
-
আন্তর্জাতিক ধরিত্রী দিবস: ২২ এপ্রিল
-
আন্তর্জাতিক তামাক মুক্ত দিবস: ৩১ মে
-
আন্তর্জাতিক ওজোন দিবস: ১৬ সেপ্টেম্বর
উৎস: Naturewatch Foundation ওয়েবসাইট
0
Updated: 2 months ago
নিম্নলিখিত কোন দেশটি ব্রিটিশ উপনিবেশ ছিল না কিন্তু কমনওয়েলথের সদস্য? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
মোজাম্বিক
C
কানাডা
D
অস্ট্রেলিয়া
কমনওয়েলথ হলো একটি আন্তর্জাতিক সমিতি, যা মূলত ব্রিটিশ রাজ্যের প্রাক্তন উপনিবেশগুলোর মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য গঠিত।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ৫৬টি [আগস্ট, ২০২৫]
-
৫৫তম দেশ: গ্যাবন
-
৫৬তম দেশ: টোগো
-
-
বাংলাদেশ: ১৯৭২ সালে সদস্যপদ লাভ করে, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
ব্রিটিশ উপনিবেশ না হলেও সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো
-
বিশেষ তথ্য:
-
পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে, ১৯৮৯ সালে পুনরায় যোগ দেয়
-
দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে, ১৯৯৪ সালে পুনরায় যোগ দেয়
-
২০২২ সালে গ্যাবন ও টোগো রুয়ান্ডা সম্মেলনে নতুন সদস্য হিসেবে যুক্ত হয়
-
উৎস:
0
Updated: 1 month ago