নিম্নোক্ত কোন স্থানে 'জাতিসংঘ সনদ' স্বাক্ষরিত হয়েছে?
A
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
B
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
C
প্যারিস, ফ্রান্স
D
সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
জাতিসংঘ হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্ব শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে গঠিত হয়েছে। এটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়, সহযোগিতা এবং সংলাপের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
-
গঠনকাল: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
-
সনদ স্বাক্ষর: ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে জাতিসংঘ সনদে স্বাক্ষর হয়।
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
-
দাপ্তরিক ভাষা: মোট ৬টি, যথা ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ এবং আরবি।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি দেশ।
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৩টি দেশ (ফেব্রুয়ারি, ২০২৫ অনুযায়ী)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি দেশ, যথা ভ্যাটিকান এবং ফিলিস্তিন।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান, যা ২০১১ সালের ১৪ জুলাই ১৯৩তম দেশ হিসেবে যোগদান করে।

0
Updated: 12 hours ago
ক্যাঙ্গারুর দেশ বলা হয়-
Created: 1 month ago
A
নিউজিল্যান্ড
B
অস্ট্রেলিয়া
C
জাপান
D
তাইওয়ান
ভৌগলিক উপনাম | দেশ |
---|---|
হাজার হ্রদের দেশ | ফিনল্যান্ড |
নীল নদের দেশ | মিশর |
ক্যাঙ্গারুর দেশ | অস্ট্রেলিয়া |
মার্বেলের দেশ | ইতালি |
পঞ্চম ড্রাগনের দেশ | তাইওয়ান |
পিরামিডের দেশ | মিশর |

0
Updated: 1 month ago
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
Created: 1 week ago
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

0
Updated: 1 week ago
কোন দেশে সর্ব প্রথম ‘ওরেশনিক ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করা হয়?
Created: 1 week ago
A
ফিলিস্তিন
B
রাশিয়া
C
ইউক্রেন
D
উপরের কোনটি নয়
ক্ষেপণাস্ত্র:
- ওরেশনিক, রাশিয়ায় যার অর্থ ‘হ্যাজেল ট্রি’ (বিশেষ ধরনের একটি বৃক্ষ) এক নতুন মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
- ‘আরএস–২৬ রুবেজ’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয় ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ গতিতে যেতে পারে।
- এ ক্ষেপণাস্ত্রের তিন থেকে ছয়টি ওয়ারহেড (ক্ষেপণাস্ত্রের মুখ বা যে অংশ বিস্ফোরক থাকে) রয়েছে।
- ইউক্রেনের নিপ্রোতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করে রাশিয়া।

0
Updated: 1 week ago