বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় কবে থেকে?
A
আঠারো
B
সপ্তদশ
C
ষোল
D
পঞ্চদশ
উত্তরের বিবরণ
বাংলা গদ্যের উৎপত্তি আধুনিক যুগের আগ পর্যন্ত সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার প্রমাণ পাওয়া যায় না। প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় ১৫৫৫ সালে কোচবিহারের রাজার লেখা আসামরাজকে একটি পত্র। ষোল শতক থেকে গদ্যরীতি শুরু হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত তা মূলত নিতান্ত প্রয়োজনীয় কাজে সীমাবদ্ধ থাকে, ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস:

0
Updated: 12 hours ago
'আগুন পাখি'- উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 weeks ago
A
রাহাত খান
B
হাসান আজিজুল হক
C
সেলিনা হোসেন
D
ইমদাদুল হক মিলন
‘আগুনপাখি’ উপন্যাস ও হাসান আজিজুল হক
রচয়িতা: হাসান আজিজুল হক
হাসান আজিজুল হক :
-
জন্ম: ১৯৩৯, বর্ধমান, পশ্চিমবঙ্গ।
-
প্রধান পরিচয়: কথাসাহিত্যিক।
-
সম্মাননা:
-
১৯৬৭ – আদমজী সাহিত্য পুরস্কার
-
১৯৭০ – বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার
-
১৯৯৯ – একুশে পদক
-
২০১৯ – স্বাধীনতা পদক
-
-
মৃত্যু: ১৫ নভেম্বর ২০২১
-
তাঁর একমাত্র কিশোর উপন্যাস: লাল ঘোড়া
-
উল্লেখযোগ্য উপন্যাস: বৃত্তায়ন, শিউলি, আগুনপাখি, সাবিত্রী উপাখ্যান
-
গল্পগ্রন্থ: নামহীন গোত্রহীন, সমুদ্রের স্বপ্ন, আত্মজা ও একটি করবী গাছ, শীতের অরণ্য, জীবন ঘষে আগুন, রোদে যাবো, আমরা অপেক্ষা করছি, পাতালে হাসপাতালে
‘আগুনপাখি’ উপন্যাস :
-
উপন্যাসটি বর্ধমানের একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষদের সংগ্রামী জীবন, রাজনৈতিক বিভেদ ও সাম্প্রদায়িকতার বাস্তব চিত্র তুলে ধরে।
-
মেঝ বউ চরিত্রটি উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু, যা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে সংহতির প্রতীক হিসেবে প্রদর্শিত হয়েছে।
উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, একাদশ-দ্বাদশ শ্রেণি, বাংলা ভাষা ও সাহিত্য

0
Updated: 2 weeks ago
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
শঙ্খনীল কারাগার
B
কাঁটাতারে প্রজাপতি
C
জাহান্নম হইতে বিদায়
D
আর্তনাদ
জাহান্নম হইতে বিদায়
- শওকত ওসমানের 'জাহান্নম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত উপন্যাস।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
- এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠেন।
- প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোন ব্যক্তি নয়, নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
- যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা, সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা।
- এই উপন্যাসে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র:
- গাজী রহমান,
- এডভোকেট রেজা আলী,
- বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ কয়েকটি চরিত্র আছে এই উপন্যাসে।
অন্যদিকে,
• ‘আর্তনাদ’ শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস। এটি প্রথম ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
• বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস - শঙ্খনীল কারাগার। গ্রন্থটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
• সেলিনা হোসেনের ‘কাঁটাতারে প্রজাপতি’ নাচোলের তেভাগা আন্দোলন ও তাঁর কিংবদন্তিতুল্য সংগঠক ও নেত্রী ইলা মিত্রকে নিয়ে লেখা ইতিহাস-নির্ভর জীবনী উপন্যাস।
-----------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ছিলেন।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- জননী,
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- সমাগম,
- চৌরসন্ধি,
- রাজা উপাখ্যান,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাংগী,
- পুরাতন খঞ্জর।
• তাঁর রচিত প্রবন্ধ:
- সংস্কৃতির চড়াই উৎরাই,
- মুসলিম মানসের রূপান্তর।
• তাঁর রচিত শিশুতোষ গ্রন্থ:
- ওটেন সাহেবের বাংলো,
- তারা দুই জন,
- ক্ষুদে সোশালিস্ট।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় শ্রীচৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থ কোনটি
Created: 11 hours ago
A
শ্রীচৈতন্য-লীলা
B
চৈতন্য-চরিত্রামৃত
C
চৈতন্য-ভাগবত
D
চৈতন্য-মঙ্গল
শ্রীচৈতন্যদেব জন্মগ্রহণ করেন ১৪৮৬ সালের ১৮ ফেব্রুয়ারি শনিবার, নবদ্বীপে। তাঁর প্রকৃত নাম বিশ্বম্ভর মিশ্র, তবে তিনি কৃষ্ণ চৈতন্য নামেও পরিচিত এবং ডাক নাম রাখা হয় নিমাই।
শ্রীচৈতন্যদেবের জীবনী রচনার মাধ্যমে বাংলায় জীবনীসাহিত্য শুরু হয়। গুরুত্বপূর্ণ জীবনীগ্রন্থসমূহ—
-
‘চৈতন্য-ভাগবত’: রচয়িতা বৃদ্ধাবন দাস, বাংলা ভাষায় প্রথম শ্রীচৈতন্যদেবের জীবনী।
-
‘চৈতন্য-মঙ্গল’: রচয়িতা লোচন দাস, দ্বিতীয় জীবনীগ্রন্থ।
-
‘চৈতন্য-চরিত্রামৃত’: রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ, সর্বাপেক্ষা তথ্যবহুল চৈতন্যজীবনী।
উৎস:

0
Updated: 11 hours ago