‘বেঙ্গল থিয়েটার’ - স্থাপন করেন কে?
A
রামমোহন রায়
B
হেরাসিম লেবেডফ
C
প্রসন্নকুমার ঠাকুর
D
সেলিম আল দীন
উত্তরের বিবরণ
বাংলা নাটকের উৎস ও বিকাশ মূলত আঠারো শতকের শেষদিকে শুরু হলেও তা ধীরে ধীরে সুসংহত রূপ লাভ করে। আঠারো শতকের শেষদিকে নেপালে কিছু বাংলা নাটক রচিত ও অভিনীত হলেও বাংলা নাট্যসাহিত্যের ধারায় সেগুলো তেমন প্রভাব বিস্তার করতে পারেনি, বরং কেবল ঐতিহাসিক কৌতূহলের অংশ হিসেবে বিবেচিত হয়। বাংলা নাটকের প্রথম অভিনয় অনুষ্ঠিত হয় ১৭৯৫ সালে।
প্রধান ঘটনাগুলো হলো—
-
রুশদেশীয় আগন্তুক হেরাসিম লেবেডফ কলকাতায় প্রথম ‘বেঙ্গল থিয়েটার’ নামে একটি রঙ্গালয় প্রতিষ্ঠা করেন।
-
তিনি ‘The Disguise’ ও ‘Love is the Best Doctor’ নাটক বাংলায় অনুবাদ করে দেশীয় অভিনেতাদের দ্বারা অভিনয় করান। এ অভিনয়ে ভারতচন্দ্র রায়ের গান সংযোজিত হয়েছিল।
-
১৮৩১ সালে প্রসন্নকুমার ঠাকুর কলকাতায় ‘হিন্দু থিয়েটার’ প্রতিষ্ঠা করেন, যা বাংলা নাট্যাভিনয়ের উপযোগী প্রথম রঙ্গমঞ্চ। সেখানে ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর অংশের নাট্যরূপ অভিনীত হয়।
-
বাংলা মৌলিক নাটক রচনার সূচনা হয় ১৮৫২ সালে।
উৎস:
0
Updated: 1 month ago
'প্রেম-পারিজাত' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
ফররুখ আহমেদ
B
কায়কোবাদ
C
মীর মশাররফ হোসেন
D
বেগম রোকেয়া
কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি হিসেবে পরিচিত। তিনি ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল। প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম ‘কায়কোবাদ’। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়।
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
কুসুম-কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ, ১৭৬১, অবলম্বনে রচিত)
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ
-
-
কবির মৃত্যুর পর প্রকাশিত কাব্য:
-
প্রেমের ফুল
-
প্রেমের বাণী
-
প্রেম-পারিজাত
-
মন্দাকিনী-ধারা
-
গওছ পাকের প্রেমের কুঞ্জ
-
0
Updated: 1 month ago
যদি X একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে নিচের কোনটি সত্য?
Created: 1 month ago
A
Y এবং Z ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
B
Y ঘড়ির কাঁটার দিকে ঘুরবে এবং Z ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে
C
Y ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে এবং Z ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
D
Y এবং Z বিপরীত ঘড়ির কাঁটার দিকে ঘুরবে
প্রশ্ন: যদি X একটি নির্দিষ্ট দিকে চলে, তাহলে-
সমাধান:
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুটি চাকা সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।
প্রদত্ত চিত্রে X চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে এবং চাকাগুলো সমান্তরাল বেল্ট দ্বারা যুক্ত আছে, তাই Y ও Z চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
0
Updated: 1 month ago
'বেদান্তগ্রন্থ' - গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
B
উইলিয়াম কেরি
C
রামমোহন রায়
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
‘বেদান্তগ্রন্থ’ ১৮১৫ সালে রাজা রামমোহন রায় কর্তৃক ব্রহ্মসূত্রের অনুবাদ ও টীকা হিসেবে রচিত হয়। বাংলাগদ্যের ইতিহাসে এর গুরুত্ব অসাধারণ। এই গ্রন্থে তিনি প্রমাণ করার চেষ্টা করেন যে হিন্দুধর্মের মূল ভিত্তি পৌত্তলিকতা নয়, বরং ব্রহ্মই একমাত্র তত্ত্ব ও উপাস্য। এর ফলে ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে প্রবল বিতর্ক সৃষ্টি হয়।
রামমোহন রায় সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ হলো—
-
তিনি বাংলার নবজাগরণের আদি পুরুষ। জন্মগ্রহণ করেন ১৭৭২ সালের ২২ মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে।
-
১৮৩০ সালে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাঁকে ‘রাজা’ উপাধি প্রদান করেন এবং ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে পক্ষে ওকালতির জন্য ইংল্যান্ডে পাঠান।
-
২০ আগস্ট ১৮২৮ সালে তিনি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় কলকাতায় ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন।
-
তিনি শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
-
তাঁর রচিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০টি।
উৎস:
0
Updated: 1 month ago