'সাবিত্রী ও কিরণময়ী' - কোন উপন্যাসের চরিত্র?
A
বড়দিদি
B
চরিত্রহীন
C
দেবদাস
D
শ্রীকান্ত
উত্তরের বিবরণ
‘চরিত্রহীন’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে। এটি মূলত প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষের জটিল সম্পর্ককে কেন্দ্র করে রচিত। সেই কারণেই উপন্যাসটির নামকরণ হয়েছে ‘চরিত্রহীন।’ গল্পটিতে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে দুটি প্রধান চরিত্র হলো সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ—
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
প্রথম প্রকৃত বাংলা উপন্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
দুর্গেশনন্দিনী
B
বিষবৃক্ষ
C
কপাল কুণ্ডলা
D
রাজ সিংহ
0
Updated: 2 weeks ago
'আনোয়ারা' উপন্যাসের রচয়িতার নাম-
Created: 1 month ago
A
সৈয়দ মুজতবা আলী
B
কাজী আবদুল ওদুদ
C
নজিবর রহমান
D
রোকেয়া সাখাওয়াৎ হোসেন
'আনোয়ারা' হলো মোহাম্মদ নজিবর রহমানের রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস যা বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। এটি তার প্রথম ও সবচেয়ে সার্থক উপন্যাস হিসেবে পরিচিত এবং উপন্যাসে ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয় এবং আনোয়ারার স্বামীনিষ্ঠার বিষয় প্রধানভাবে ফুটে উঠেছে।
-
প্রকাশের সাল ও স্থান: ১৯১৪ সালের ১৫ জুলাই (১৩২১ বঙ্গাব্দে) কলকাতা থেকে প্রথম প্রকাশিত।
-
প্রতিপাদ্য: ধর্ম ও সত্যের জয়, অধর্মের পরাজয়, আনোয়ারার স্বামীনিষ্ঠা।
-
মূল চরিত্র: আনোয়ারা, নুরুল এসলাম, খাদেম, আজিমুল্লাহ, গোলাপজান।
-
লেখকের অন্যান্য রচনা:
-
চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি (১৯১৭)
-
পরিণাম (১৯১৮)
-
গরীবের মেয়ে (১৯২৩)
-
দুনিয়া আর চাই না (১৯২৪)
-
0
Updated: 1 month ago
‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমানের রচিত কোন ধরনের রচনা?
Created: 1 month ago
A
উপন্যাস
B
গল্প
C
প্রবন্ধ
D
কবিতা
নেকড়ে অরণ্য ও শওকত ওসমান
-
নেকড়ে অরণ্য হলো শওকত ওসমানের রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
শওকত ওসমান
-
জন্ম: ২ জানুয়ারি ১৯১৭, পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে।
-
প্রকৃত নাম: শেখ আজিজুর রহমান।
-
তিনি একজন কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
-
উপন্যাস ও গল্প রচনায় সুপরিচিত, এছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
-
মৃত্যু: ১৮ মে ১৯৯৮।
-
-
উল্লেখযোগ্য উপন্যাস
-
জননী
-
ক্রীতদাসের হাসি
-
সমাগম
-
চৌরসন্ধি
-
রাজা উপাখ্যান
-
জাহান্নাম হইতে বিদায়
-
দুই সৈনিক
-
নেকড়ে অরণ্য
-
পতঙ্গ
-
পিঞ্জর
-
-
প্রাপ্ত পুরস্কারসমূহ
-
বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২)
-
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬)
-
একুশে পদক (১৯৮৩)
-
ফিলিপস পুরস্কার (১৯৯১)
-
স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭)
-
0
Updated: 1 month ago