'সাবিত্রী ও কিরণময়ী' - কোন উপন্যাসের চরিত্র?
A
বড়দিদি
B
চরিত্রহীন
C
দেবদাস
D
শ্রীকান্ত
উত্তরের বিবরণ
‘চরিত্রহীন’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯১৭ সালে। এটি মূলত প্রথা বহির্ভূত প্রেম ও নারী-পুরুষের জটিল সম্পর্ককে কেন্দ্র করে রচিত। সেই কারণেই উপন্যাসটির নামকরণ হয়েছে ‘চরিত্রহীন।’ গল্পটিতে মোট চারটি নারী চরিত্র রয়েছে, যার মধ্যে দুটি প্রধান চরিত্র হলো সাবিত্রী ও কিরণময়ী।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উল্লেখযোগ্য উপন্যাসসমূহ—
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয় ইত্যাদি
উৎস:

0
Updated: 12 hours ago
‘জয়গুণ’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Created: 1 month ago
A
পদ্মার পলিদ্বীপ
B
সূর্য-দীঘল বাড়ী
C
পদ্মা নদীর মাঝি
D
হাজার বছর ধরে
‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাস
-
‘সূর্য দীঘল বাড়ী’ আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
-
উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়। এটি বাংলাদেশের গ্রামীণ জীবনের বিশ্বস্ত চিত্র।
-
বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা ও দেশবিভাগ—এই চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে উপন্যাসটি রচিত।
-
কেন্দ্রীয় চরিত্র হলো জয়গুণ।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: হাসু, মায়মুন, শাফি, ডা. রমেশ চক্রবর্তী, মোরল গদু ইত্যাদি।
আবু ইসহাক রচিত অন্যান্য উপন্যাস
-
সূর্য-দীঘল বাড়ী
-
পদ্মার পলিদ্বীপ
-
জাল
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
হারেম
-
মহাপতঙ্গ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
'সারেং বৌ' উপন্যাসের রচয়িতা কে?
Created: 4 weeks ago
A
সৈয়দ শামসুল হক
B
শহীদুল্লা কায়সার
C
হাসান আজিজুল হক
D
আবু ইসহাক
• ‘সারেং বৌ’ (উপন্যাস):
-
‘সারেং বৌ’ বিখ্যাত উপন্যাসটি রচিত হয় ১৯৬২ সালে।
-
এতে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনসংগ্রাম চিত্রিত হয়েছে।
শহীদুল্লাহ কায়সার:
-
১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
-
তাঁর পূর্ণ নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
-
তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানের সহোদর।
-
তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ হলো ‘পেশোয়ার থেকে তাসখন্দ’।
-
তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ হলো ‘রাজবন্দীর রোজনামচা’।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
-
সারেং বৌ
-
সংশপ্তক
-
কৃষ্ণচূড়া মেঘ
-
তিমির বলয়
-
দিগন্তে ফুলের আগুন
-
সমুদ্র ও তৃষ্ণা
-
চন্দ্রভানের কন্যা
-
কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত)
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

0
Updated: 4 weeks ago
জ্ঞানদাস রচিত বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ -
Created: 12 hours ago
A
প্রেমসাগর ও গোপাললীলা
B
মাথুর ও মুরলীশিক্ষা
C
বৃন্দাবনলীলা ও রাধামাধব
D
পদাবলী ও গীতগোবিন্দ
জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বৈষ্ণব সাধকদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
জ্ঞানদাসের সাহিত্যকর্মের গুরুত্বপূর্ণ দিকগুলো—
-
প্রথম ব্যক্তি যিনি ‘ষোড়শ-গোপাল’ রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
-
বাংলা ও ব্রজভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় ২০০ (মতান্তরে ৪০০) পদ রচনা করেছেন।
-
তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
-
পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো সরল সুরে পদ রচনা করেছেন, যা পাঠককে সহজে আকৃষ্ট করে।
-
প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মূল বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।
উৎস:

0
Updated: 12 hours ago