'No Fly Zone' কোন দেশে অবস্থিত?
A
ইরাক
B
কুয়েত
C
আফগানিস্তান
D
ইসরাইল
উত্তরের বিবরণ
'No Fly Zone' ইরাকে অবস্থিত।
No Fly Zone:
- আকাশসীমার কোনো অঞ্চলকে 'নো-ফ্লাই জোন' ঘোষণার অর্থ হলো সেখানে কোনো উড়োজাহাজ উড়তে পারবে না।
- সংবেদনশীল এলাকা যেমন রাজপ্রাসাদ রক্ষা করতে কিংবা কোনো খেলার আয়োজনে অথবা বড় সমাবেশের ক্ষেত্রেও স্থায়ী বা অস্থায়ীভাবে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়ে থাকে।
উল্লেখ্য,
- ১৯৯১ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইরাকে এমন একটি No Fly Zone স্থাপন করেছিল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
এছাড়াও,
⇒ পৃথিবীর বিখ্যাত কয়েকটি ‘নো ফ্লাই জোন’:
- উত্তর কোরিয়া,
- কিউবা,
- মক্কা, সৌদি আরব,
- প্যারিস, ফ্রান্স,
- ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র,
- পার্থেনন, গ্রীস,
- ডিজনি পার্ক, মার্কিন যুক্তরাষ্ট্র,
- বাকিংহাম প্যালেস এবং উইন্ডসর ক্যাসেল, যুক্তরাজ্য।
উৎস: i) De Gruyter ওয়েবসাইট।
ii) Worldatlas.
0
Updated: 3 months ago
ইরাকের রাজধানী শহর-
Created: 1 month ago
A
কারবালা
B
আল-কাদিসিয়াহ
C
বাগদাদ
D
সুলিমানিয়া
ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়ার একটি আরব দেশ, যা আরব বিশ্বের পূর্বতম অংশে অবস্থিত। এটি অক্ষাংশের দিক থেকে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলনীয় অবস্থানে রয়েছে। দেশটি ভূ-রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং পারস্য উপসাগরের উত্তর প্রান্তে একটি ছোট উপকূলরেখা রয়েছে। রাজধানী বাগদাদ প্রাচীন মেসোপটেমিয়ার কেন্দ্রস্থলে, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত।
-
অবস্থান: দক্ষিণ-পশ্চিম এশিয়া, আরব বিশ্বের পূর্বতম অংশ
-
সীমান্তবর্তী দেশসমূহ:
-
উত্তরে: তুরস্ক
-
পূর্বে: ইরান
-
পশ্চিমে: সিরিয়া ও জর্ডান
-
দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
-
-
উপকূলরেখা: পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ৩৬ মাইল (৫৮ কিমি) দীর্ঘ
-
রাজধানী: বাগদাদ, টাইগ্রিস নদীর তীরে
0
Updated: 1 month ago