‘কীর্তিবিলাস’ - কোন ধরনের নাটক রচনার প্রথম প্রচেষ্টা?
A
বিয়োগান্তক
B
হাস্যরসাত্মক
C
ঐতিহাসিক
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
‘কীর্তিবিলাস’ বাংলা সাহিত্যে বিয়োগান্তক নাটক রচনার প্রথম প্রচেষ্টা হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত, এবং এটি ১৮৫২ সালে প্রকাশিত হয়। নাটকটি রচিত হয়েছে সপত্নীপুত্রের প্রতি বিমাতার অত্যাচারের কাহিনির ভিত্তিতে।
নাটকটির প্রধান বৈশিষ্ট্যসমূহ হলো—
-
বিভিন্ন চরিত্রের মৃত্যুর মাধ্যমে ট্র্যাজেডির রূপায়ণ করা হয়েছে।
-
পাশ্চাত্য আদর্শে এতে পাঁচ অঙ্ক রয়েছে, তবে সংস্কৃত নাট্যরীতির প্রভাবে এতে ‘নান্দী’ ও ‘সূত্রধার’ যোগ হয়েছে।
-
নাটকের ভাষা সংস্কৃতের প্রভাবে কিছুটা আড়ষ্ট ও কৃত্রিম।
উৎস:

0
Updated: 12 hours ago
'অধ্যাপক সুদীপ্ত শাহীন’ - কোন উপন্যাসের চরিত্র?
Created: 3 weeks ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রাইফেল রোটি আওরাত’ রচনা করেন আনোয়ার পাশা।
-
এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
আনোয়ার পাশা
-
তিনি ছিলেন একাধারে বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
-
জন্ম: ১৫ এপ্রিল, ১৯২৮ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
'কুমুদিনী' - কোন উপন্যাসের নায়িকা?
Created: 11 hours ago
A
শেষের কবিতা
B
নৌকাডুবি
C
গোরা
D
যোগাযোগ
‘যোগাযোগ’ উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, যা প্রথম ‘তিন পুরুষ’ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে নামকরণ করা হয় ‘যোগাযোগ’। উপন্যাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ। শেষ পর্যন্ত কুমুদিনী স্বামীর কাছে দ্বিধান্বিতভাবে সমর্পিত হলেও, তার মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়ে ওঠে।
রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস—
-
ঘরে-বাইরে
-
চোখের বালি
-
শেষের কবিতা
-
নৌকাডুবি
-
গোরা
-
রাজর্ষি
-
চার অধ্যায় ইত্যাদি
উৎস:

0
Updated: 11 hours ago
'বায়ু' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
Created: 3 days ago
A
অনিল
B
পবন
C
অগ্নিসখ
D
কৃশানু
‘বায়ু’ শব্দের প্রতিশব্দ হলো—
-
বাতাস
-
অনিল
-
পবন
-
হাওয়া
-
সমীর
-
সমীরণ
-
বায়
-
বাত
-
মলয়
-
মরুৎ
-
প্রভঞ্জন
-
মারুত
-
অগ্নিসখ
-
বহ্নিসখ
-
জগতায়ু
-
জগৎপ্রাণ
-
জগদ্বল
-
গন্ধবহ
-
গন্ধবাহ
-
শব্দবহ
-
সদাগতি
-
প্রবমান
-
নভঃশ্বাস
-
বাভাস ইত্যাদি
উল্লেখ্য, ‘কৃশানু’ বায়ু শব্দের প্রতিশব্দ নয়।
‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ হলো—
-
অনল
-
বহ্নি
-
পাবক
-
হুতাশন
-
বৈশ্বানর
-
জ্বলন
-
কৃশানু
-
শিখাবৎ
-
শিখিন
-
বায়ুসখা
-
হুতভুক
-
শুচি
-
পিঙল
-
বিশ্বপা
-
হিমারাতি
-
বায়ুসখ
-
অনিলসখ
-
জগন্নু
-
সর্বভুক ইত্যাদি
সূত্র:

0
Updated: 3 days ago