নিম্নের কোনটি 'Sustainable Development Goals' এর মূলনীতি হিসেবে পরিচিত?
A
Only for developed countries
B
Leaving no one behind
C
Growth without equality
D
Environment over human needs
উত্তরের বিবরণ
SDG বা Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্য) হলো ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে গৃহীত একটি বৈশ্বিক কর্মসূচি, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো কেউ যেন পিছিয়ে না থাকে এবং ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত কার্যকরভাবে ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি নির্দিষ্ট টার্গেট অর্জন করা।
-
SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals
-
গ্রহণের তারিখ ও স্থান: ২৫-২৭ সেপ্টেম্বর ২০১৫, নিউইয়র্ক, জাতিসংঘ
-
মূলনীতি: Leaving no one behind
-
মোট লক্ষ্যমাত্রা: ১৭টি
-
নির্দিষ্ট টার্গেট: ১৬৯টি
-
মেয়াদকাল: ২০১৬-২০৩০
এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা:
-
দারিদ্র্য বিলোপ
-
ক্ষুধা মুক্তি
-
সুস্বাস্থ্য ও কল্যাণ
-
মানসম্মত শিক্ষা
-
লিঙ্গ সমতা
-
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
-
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
-
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
-
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
-
অসমতার হ্রাস
-
টেকসই নগর ও জনপদ
-
পরিমিত ভোগ ও উৎপাদন
-
জলবায়ু কার্যক্রম
-
জলজ জীবন
-
স্থলজ জীবন
-
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
-
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজ করে?
Created: 1 month ago
A
UNFCC
B
UNEP
C
UNDB
D
UNDP
UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে স্বীকৃতি দেয়।
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
-
সদস্য রাষ্ট্র: ১৯৩টি
-
মূল কার্যক্রম: পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগকে পুরস্কৃত করা
0
Updated: 1 month ago
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
Created: 4 weeks ago
A
১৯৭৮ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৯৮ সালে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission):
১৯৪৮ সালে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম শুরু হয়, যার উদ্দেশ্য ছিল সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং মানবিক সহায়তা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
প্রথম শান্তিরক্ষা মিশন:
১৯৪৮ সালের প্রথম আরব–ইসরাইল যুদ্ধ-এর প্রেক্ষিতে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন গঠিত হয়, যার নাম ছিল “United Nations Truce Supervision Organization (UNTSO)”। এই মিশন মধ্যপ্রাচ্যে অস্ত্রবিরতি তদারকি ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
নোবেল পুরস্কার:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনকে তাদের অসাধারণ আন্তর্জাতিক অবদান ও শান্তি প্রতিষ্ঠায় ভূমিকার জন্য ১৯৮৮ সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান লক্ষ্য:
-
সংঘাতপূর্ণ এলাকায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করা।
-
সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
-
মানবাধিকার রক্ষা ও সংঘাতপ্রবণ জনগোষ্ঠীর মানবিক সহায়তা নিশ্চিত করা।
-
রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনা ও নির্বাচনী সহায়তা প্রদান।
-
যুদ্ধবিধ্বস্ত এলাকায় অবকাঠামো পুনর্গঠন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক সহায়তা প্রদান।
বর্তমানে চলমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহ (১১টি):
১. MINURSO – পশ্চিম সাহারা
২. MINUSCA – মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
৩. MONUSCO – গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
৪. UNDOF – গোলান হাইটস
৫. UNFICYP – সাইপ্রাস
৬. UNIFIL – লেবানন
৭. UNISFA – আবিয়েই (সুদান-দক্ষিণ সুদান সীমান্ত এলাকা)
৮. UNMIK – কসোভো
৯. UNMISS – দক্ষিণ সুদান
১০. UNMOGIP – ভারত ও পাকিস্তান (কাশ্মীর অঞ্চল)
১১. UNTSO – মধ্যপ্রাচ্য
মূল তাৎপর্য:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা আজও বহু দেশে স্থিতিশীলতা ও পুনর্গঠনের কাজ পরিচালনা করছে।
0
Updated: 4 weeks ago
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 1 month ago
A
ECE
B
ECLAC
C
ESCWA
D
ESCAP
ESCWA বা পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা, যা পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্ণরূপ হলো United Nations Economic and Social Commission for Western Asia (ECWA)।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৭৩
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করা, সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা
-
সদর দপ্তর: বৈরুত, লেবানন
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago