নিম্নের কোনটি 'Sustainable Development Goals' এর মূলনীতি হিসেবে পরিচিত?
A
Only for developed countries
B
Leaving no one behind
C
Growth without equality
D
Environment over human needs
উত্তরের বিবরণ
SDG বা Sustainable Development Goals (টেকসই উন্নয়ন লক্ষ্য) হলো ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে গৃহীত একটি বৈশ্বিক কর্মসূচি, যা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার ধারাবাহিকতায় তৈরি করা হয়েছে। এর মূল লক্ষ্য হলো কেউ যেন পিছিয়ে না থাকে এবং ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত কার্যকরভাবে ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি নির্দিষ্ট টার্গেট অর্জন করা।
-
SDGs-এর পূর্ণরূপ: Sustainable Development Goals
-
গ্রহণের তারিখ ও স্থান: ২৫-২৭ সেপ্টেম্বর ২০১৫, নিউইয়র্ক, জাতিসংঘ
-
মূলনীতি: Leaving no one behind
-
মোট লক্ষ্যমাত্রা: ১৭টি
-
নির্দিষ্ট টার্গেট: ১৬৯টি
-
মেয়াদকাল: ২০১৬-২০৩০
এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা:
-
দারিদ্র্য বিলোপ
-
ক্ষুধা মুক্তি
-
সুস্বাস্থ্য ও কল্যাণ
-
মানসম্মত শিক্ষা
-
লিঙ্গ সমতা
-
নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
-
সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
-
শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
-
শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
-
অসমতার হ্রাস
-
টেকসই নগর ও জনপদ
-
পরিমিত ভোগ ও উৎপাদন
-
জলবায়ু কার্যক্রম
-
জলজ জীবন
-
স্থলজ জীবন
-
শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
-
অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব

0
Updated: 12 hours ago
প্লাস্টিক দূষণ প্রতিরোধে জাতিসংঘের আয়োজনে বৈশ্বিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
জেনেভা, সুইজারল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
ব্রাসেলস, বেলজিয়াম
D
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
প্লাস্টিক দূষণ প্রতিরোধে জাতিসংঘের বৈঠক ২০২৫ সালের ৫ আগস্ট সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় শুরু হয়। এ বৈঠকের আয়োজন করে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)। বিশ্বের অধিকাংশ দেশ এতে অংশ নিয়ে প্লাস্টিক দূষণ রোধে করণীয় এবং একটি বৈশ্বিক চুক্তির বিষয়ে আলোচনা করছে।
-
আয়োজক সংস্থা: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)
-
আয়োজনের স্থান: জেনেভা, সুইজারল্যান্ড
-
তারিখ: ৫ আগস্ট, ২০২৫
-
অংশগ্রহণকারী: প্রায় ১৮০টি দেশের প্রতিনিধি
-
সভাপতি: ইকুয়েডরের কূটনীতিক লুইস ভায়াস ভালদিভিয়েসো
-
প্রধান উদ্দেশ্য: প্লাস্টিক উৎপাদন ও ব্যবহার হ্রাসে একটি বৈশ্বিক, বাধ্যতামূলক এবং উচ্চাভিলাষী চুক্তি গ্রহণ করা
উল্লেখযোগ্য তথ্যসমূহ:
-
বর্তমানে বিশ্বে প্রতিবছর প্রায় ৪৬ কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারযোগ্য।
-
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (OECD) সতর্ক করেছে, যদি কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তবে ২০৬০ সালের মধ্যে প্লাস্টিক ব্যবহারের পরিমাণ তিনগুণ হতে পারে।
-
UNEP-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে মাটি ও পানিতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

0
Updated: 1 week ago
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কোনটি?
Created: 1 week ago
A
ECE
B
ECLAC
C
ESCWA
D
ESCAP
ESCWA বা পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন হলো জাতিসংঘের একটি আঞ্চলিক সংস্থা, যা পশ্চিম এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর পূর্ণরূপ হলো United Nations Economic and Social Commission for Western Asia (ECWA)।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৭৩
-
মূল উদ্দেশ্য: সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক কার্যক্রমকে উৎসাহিত করা, সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন ত্বরান্বিত করা
-
সদর দপ্তর: বৈরুত, লেবানন
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
নিম্নের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজ করে?
Created: 13 hours ago
A
UNFCC
B
UNEP
C
UNDB
D
UNDP
UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে স্বীকৃতি দেয়।
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
-
সদস্য রাষ্ট্র: ১৯৩টি
-
মূল কার্যক্রম: পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগকে পুরস্কৃত করা

0
Updated: 13 hours ago