নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
A
কাতার কনভেনশন
B
রটারড্যাম কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
স্টকহোম কনভেনশন
উত্তরের বিবরণ
রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention)
-
পূর্ণনাম: Rotterdam Convention
-
উদ্দেশ্য:
-
কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ
-
উন্নয়নশীল দেশগুলোকে এগুলো আমদানি করার আগে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি প্রদানের সুযোগ (Prior Informed Consent - PIC) নিশ্চিত করা
-
-
গৃহীত: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডস
-
কার্যকর: ২৪ ফেব্রুয়ারি ২০০৪
-
সচিবালয় পরিচালনা: FAO ও UNEP যৌথভাবে
অন্য চুক্তি তুলনায়:
-
বাসেল কনভেনশন: বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রণ
-
স্টকহোম কনভেনশন (২০০১): পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা
0
Updated: 1 month ago
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক-২০২৫ অনুসারে, সন্ত্রাসবাদের তালিকায় শীর্ষে রয়েছে কোন দেশ?
Created: 1 month ago
A
বুরকিনা ফাসো
B
পাকিস্তান
C
সিরিয়া
D
মালি
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক–২০২৫ অনুযায়ী তথ্যসমূহ:
-
অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি ২০২৫ সালে Global Terrorism Index (GTI) 2025: Measuring the Impact of Terrorism শিরোনামে রিপোর্ট প্রকাশ করে।
-
IEP এর GTI প্রতিবেদন বিশ্বের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত।
-
সন্ত্রাসবাদের তালিকায় শীর্ষে রয়েছে বুরকিনা ফাসো।
-
বাংলাদেশের অবস্থান: ৩৫তম স্থান, স্কোর: ৩.০৩
সন্ত্রাসবাদের শীর্ষ ১০ দেশ:
-
বুরকিনা ফাসো
-
পাকিস্তান
-
সিরিয়া
-
মালি
-
নাইজার
-
নাইজেরিয়া
-
সোমালিয়া
-
ইসরায়েল
-
আফগানিস্তান
-
ক্যামেরুন
-
এই সূচক দেশগুলোর সন্ত্রাসবাদের প্রভাব, হতাহতের সংখ্যা, হামলার সংখ্যা ও সন্ত্রাসবাদের বিস্তারের মাত্রা বিশ্লেষণ করে নির্ধারিত হয়।
-
GTI প্রতিবেদন সন্ত্রাসবাদের প্রবণতা, ঝুঁকি ও নীতি নির্ধারণে আন্তর্জাতিক সম্প্রদায় ও সরকারের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে।
0
Updated: 1 month ago
IUCN এর ক্ষেত্রে 'Red List' হচ্ছে -
Created: 1 month ago
A
বিপন্ন ভাষার তালিকা
B
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
C
বিরল খনিজের তালিকা
D
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়।
-
IUCN-এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেনব্লিউতে
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
গ্লোবাল অংশগ্রহণ: বিশ্বের ১৬০টির অধিক দেশ এতে কাজ করছে
-
ঐতিহাসিক অধিবেশন: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়
-
উদ্দেশ্য: প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ঝুঁকি মূল্যায়ন এবং সংরক্ষণ উদ্যোগে সহায়তা প্রদান
0
Updated: 1 month ago
SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।
0
Updated: 1 month ago