উৎস: The Business Standard
নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
A
কাতার কনভেনশন
B
রটারড্যাম কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
স্টকহোম কনভেনশন
উত্তরের বিবরণ
রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention)
-
পূর্ণনাম: Rotterdam Convention
-
উদ্দেশ্য:
-
কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ
-
উন্নয়নশীল দেশগুলোকে এগুলো আমদানি করার আগে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি প্রদানের সুযোগ (Prior Informed Consent - PIC) নিশ্চিত করা
-
-
গৃহীত: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডস
-
কার্যকর: ২৪ ফেব্রুয়ারি ২০০৪
-
সচিবালয় পরিচালনা: FAO ও UNEP যৌথভাবে
অন্য চুক্তি তুলনায়:
-
বাসেল কনভেনশন: বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রণ
-
স্টকহোম কনভেনশন (২০০১): পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা

0
Updated: 12 hours ago
Related MCQ
জাতিসংঘ কোন সালকে 'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
Created: 1 week ago
A
২০২৫ সাল
B
২০২৬ সাল
C
২০২৭ সাল
D
২০২৮ সাল
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ -
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).
• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

0
Updated: 1 week ago
কোন অঞ্চলে প্রায়শই মেঘ বিস্ফোরণ ঘটে?
Created: 1 week ago
A
পার্বত্য অঞ্চল
B
উপকূলীয় অঞ্চল
C
মরুভূমি অঞ্চল
D
সমতল ভূমি
মেঘ বিস্ফোরণ বা ইংরেজিতে Cloud Burst হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি হয় এবং তা প্রায়শই বিপজ্জনক বন্যার সৃষ্টি করে।
-
সংজ্ঞা: হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর ফলে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে
-
প্রধান স্থান: পার্বত্য অঞ্চলগুলোতে বেশি দেখা যায়
-
কারণ: বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে, যা মেঘে জলীয় বাষ্প জমা করে
-
প্রভাব: পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে
সম্প্রতি ঘটেছে:
-
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা হয়েছে
-
এর ফলে প্রচণ্ড প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে

0
Updated: 1 week ago
সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 12 hours ago
A
কাবুল প্রদেশ
B
নানগারহার প্রদেশ
C
হেলমান্দ প্রদেশ
D
উরুজগান প্রদেশ
ChatGPT said:

0
Updated: 12 hours ago