রামসার কনভেনশনের উদ্দেশ্য কী?
A
বন্যপ্রাণী সংরক্ষণ
B
মরুভূমি সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
মহাসাগর রক্ষা করা
উত্তরের বিবরণ
রামসার কনভেনশন (১৯৭১)
-
পূর্ণনাম: Ramsar Convention on Wetlands
-
প্রতিষ্ঠা ও কার্যকর: গৃহীত ১৯৭১ সালে, ইরানের রামসার শহরে; কার্যকর ১৯৭৫ সালে
-
সদস্য রাষ্ট্র: বিশ্বের প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃত; বর্তমান সদস্য দেশ সংখ্যা ১৭৩টি (২০২৪ সাল পর্যন্ত)
-
উদ্দেশ্য:
-
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
-
সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত
-
-
সাম্প্রতিক কার্যক্রম:
-
২রা এপ্রিল ২০২৫: সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে যোগদানের দলিল জমা দেয়
-
২রা আগস্ট ২০২৫: কনভেনশন দেশের জন্য কার্যকর হবে, যা সৌদি আরবকে ১৭৩তম চুক্তিকারী পক্ষ হিসেবে স্বীকৃতি দেবে
-
0
Updated: 1 month ago
নিচের কোন দেশ প্রথম কার্বন কর চালু করে?
Created: 1 month ago
A
সুইডেন
B
ফিনল্যান্ড
C
আয়ারল্যান্ড
D
নিউজিল্যান্ড
বিশ্বের প্রথম কার্বন কর চালু করে ফিনল্যান্ড ১৯৯০ সালে, যা পরিবেশ দূষণ কমাতে জ্বালানি ব্যবহারে কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার একটি উদ্যোগ ছিল।
-
প্রথম প্রয়োগ: ১৯৯০, ফিনল্যান্ড
-
উদ্দেশ্য: কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস এবং দূষণ কমানো
-
পদ্ধতি: কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের উপর নির্ধারিত হারে ট্যাক্স আরোপ
-
পরবর্তী দেশসমূহ: সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরও অনেক দেশ এই কর চালু করে
0
Updated: 1 month ago
Global Peace Index-2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
Created: 1 month ago
A
আইসল্যান্ড
B
ফিনল্যান্ড
C
নরওয়ে
D
ডেনমার্ক
Global Peace Index (GPI) 2025 – সংক্ষিপ্ত তথ্য:
-
প্রকাশক: Institute for Economics & Peace, সিডনি, অস্ট্রেলিয়া
-
প্রকাশের সময়কাল: জুন ২০২৫
-
মূল তিনটি সূচক:
-
সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
-
চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাত
-
সামরিকীকরণ
-
বিশ্বের শান্তিপূর্ণ দেশসমূহ (শীর্ষ ৫):
-
আইসল্যান্ড
-
আয়ারল্যান্ড
-
নিউজিল্যান্ড
-
অস্ট্রিয়া
-
সুইজারল্যান্ড
সবচেয়ে কম শান্তিপূর্ণ দেশ (নিম্ন ৫):
163. রাশিয়া
162. ইউক্রেন
161. সুদান
160. কঙ্গো প্রজাতন্ত্র
159. ইয়েমেন
বাংলাদেশের অবস্থান: ১২৩তম
GPI বিশ্বের দেশগুলোর মধ্যে শান্তি, নিরাপত্তা ও সংঘাতের মাত্রা নির্ধারণে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।
0
Updated: 1 month ago