’নাগোয়া প্রটোকল’ কত সালে গৃহীত হয়?
A
২০১২ সালে
B
২০১৭ সালে
C
২০০৭ সালে
D
২০১০ সালে
উত্তরের বিবরণ
নাগোয়া প্রটোকল:
-
পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing
-
নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
-
ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকল গৃহীত: ২৯ অক্টোবর ২০১০, নাগোয়া, জাপান
-
কার্যকর: ১২ অক্টোবর ২০১৪
-
উদ্দেশ্য: জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যা জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখে।
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 month ago
A
ইসরায়েল ও ইরান
B
ইসরায়েল ও মিশর
C
সৌদি আরব ও ইরান
D
ইরাক ও ইরান
১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিডে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
ক্যাম্প ডেভিড চুক্তি:
-
এই চুক্তির মাধ্যমে মিশর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তি প্রতিষ্ঠা করে।
-
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন চুক্তিতে স্বাক্ষর করেন।
-
চুক্তি অনুযায়ী, ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
-
এর ফলশ্রুতিতে ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তির কারণে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং অনেক আরব দেশ এটি বিরোধিতা করে।
0
Updated: 1 month ago
'ওরাকল বোন' (Oracle Bones) কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত?
Created: 1 month ago
A
হিট্টাইট সভ্যতা
B
মায়া সভ্যতা
C
চীনা সভ্যতা
D
গ্রিক সভ্যতা
প্রাচীন চীনের সভ্যতা এবং লিখন পদ্ধতি সম্পর্কে জানা যায় যে প্রাচীন চীনে ভাগ্য নির্ধারণ ও গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করার জন্য হাড়ের উপর লেখা হতো, যা ওরাকল বোন নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর মাধ্যমে প্রাচীন চীনা লিখন পদ্ধতির সঙ্গে পরিচয় সম্ভব হয়েছে।
চৈনিক সভ্যতা:
-
চৈনিক সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং ধারাবাহিকভাবে বিকশিত সংস্কৃতিগুলোর মধ্যে একটি।
-
প্রায় ৪০০০ বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে, চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে।
-
নদীগুলোর উর্বর তীরভূমি এবং পানির সহজলভ্যতা কৃষিভিত্তিক জীবনধারার বিকাশে সহায়ক হয়, যা সমাজ ও শাসনব্যবস্থার দৃঢ় ভিত্তি স্থাপন করে।
-
চীনের তিনটি অঞ্চলে—হোয়াংহো নদীর তীর, ইয়াংসিকিয়াং নদীর তীর, এবং দক্ষিণ চীনের ভূখণ্ডে—চৈনিক সভ্যতার বিস্তৃত প্রভাব লক্ষ্য করা যায়।
উল্লেখযোগ্য দিক:
-
চৈনিক সভ্যতা কখনো পুরোপুরি ধ্বংস হয়নি; বরং আজও এর সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় আছে।
-
শাং (Shang) এবং জোও (Zhou) রাজবংশের শাসনামলে সমাজ, প্রশাসন এবং ধর্মীয় রীতিনীতির গুরুত্বপূর্ণ বিকাশ ঘটেছে।
0
Updated: 1 month ago
ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কুয়েত
D
সৌদি আরব
বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, যা প্রতিদিন বিশাল পরিমাণ তেল উৎপাদন করে বিশ্বজুড়ে জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
শীর্ষ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র
-
প্রতিদিন তেল উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল
-
বিশ্বের মোট তেলের অংশ: প্রায় ২২%
-
জ্বালানি তেলের প্রধান ভোক্তা দেশ: যুক্তরাষ্ট্র, দৈনিক প্রয়োজন প্রায় দুই কোটি ব্যারেল, যা বিশ্বজুড়ে দৈনিক চাহিদার প্রায় ২০%
অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
২য় স্থান: সৌদি আরব, দৈনিক উত্তোলন প্রায় ১ কোটি ১১ লাখ ব্যারেল
-
৩য় স্থান: রাশিয়া, দৈনিক উত্তোলন প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল
0
Updated: 1 month ago