সম্প্রতি আদালতের রায়ে থাইল্যান্ডের কোন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়? (সেপ্টেম্বর-২০২৫)
A
থাকসিন শিনাওয়াত্রা
B
পায়টংটার্ন শিনাওয়াত্রা
C
প্রায়ুত চ্যান-ও-চা
D
পেতংতার্ন সিনাওয়াত্রা
উত্তরের বিবরণ
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী:
-
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল।
-
নির্বাচনের তারিখ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর
-
ভোটাভুটি: পার্লামেন্টে অনুষ্ঠিত
-
পার্টি: ভুমজয়থাই পার্টি
-
ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ জন আইনপ্রণেতার মধ্যে ৩১১ ভোট পান অনুতিন চার্নভিরাকুল
-
বিরোধী দল: রক্ষণশীল, পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল
পূর্ববর্তী দায়িত্ব:
-
উপপ্রধানমন্ত্রী
-
স্বরাষ্ট্রমন্ত্রী
-
স্বাস্থ্যমন্ত্রী
-
পরিচিতি: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে
প্রেক্ষাপট:
-
২০২৩ সালের নির্বাচনের পর থেকে সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি দেশটির শীর্ষ পদ দখল করেছিল।
-
সম্প্রতি আদালতের রায়ে পরিবারের উত্তরসূরি প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন।

0
Updated: 12 hours ago
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
Created: 1 week ago
A
চীন
B
ইন্দোনেশিয়া
C
মালয়েশিয়া
D
ইংল্যান্ড
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত।
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।
অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

0
Updated: 1 week ago
কোন অঞ্চলে প্রায়শই মেঘ বিস্ফোরণ ঘটে?
Created: 1 week ago
A
পার্বত্য অঞ্চল
B
উপকূলীয় অঞ্চল
C
মরুভূমি অঞ্চল
D
সমতল ভূমি
মেঘ বিস্ফোরণ বা ইংরেজিতে Cloud Burst হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে খুব অল্প সময়ের মধ্যে অতিবৃষ্টি হয় এবং তা প্রায়শই বিপজ্জনক বন্যার সৃষ্টি করে।
-
সংজ্ঞা: হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর ফলে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটে
-
প্রধান স্থান: পার্বত্য অঞ্চলগুলোতে বেশি দেখা যায়
-
কারণ: বজ্রঝড়ের উষ্ণ বায়ুপ্রবাহ পাহাড়ি ঢাল বেয়ে উপরে ওঠে, যা মেঘে জলীয় বাষ্প জমা করে
-
প্রভাব: পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিপাতের ফলে পানি গিরিখাত ও উপত্যকায় জমা হয়ে আকস্মিক ও ভয়াবহ বন্যা সৃষ্টি করে
সম্প্রতি ঘটেছে:
-
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় এবং ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে মেঘ বিস্ফোরণে সৃষ্ট আকস্মিক বন্যা হয়েছে
-
এর ফলে প্রচণ্ড প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে

0
Updated: 1 week ago
IUCN এর ক্ষেত্রে 'Red List' হচ্ছে -
Created: 3 days ago
A
বিপন্ন ভাষার তালিকা
B
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
C
বিরল খনিজের তালিকা
D
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়।
-
IUCN-এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেনব্লিউতে
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
গ্লোবাল অংশগ্রহণ: বিশ্বের ১৬০টির অধিক দেশ এতে কাজ করছে
-
ঐতিহাসিক অধিবেশন: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়
-
উদ্দেশ্য: প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ঝুঁকি মূল্যায়ন এবং সংরক্ষণ উদ্যোগে সহায়তা প্রদান

0
Updated: 3 days ago