ইসরাইল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল?
A
১৯৪৮ সালে
B
১৯৬০ সালে
C
১৯৬৭ সালে
D
১৯৭৩ সালে
উত্তরের বিবরণ
ইসরাইল ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল।
আরব-ইসরাইল যুদ্ধ:
- মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
⇒ ১ম আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৪৮ সালে।
- ইসরায়েল এবং আরব রাষ্ট্রসমূহ ও ফিলিস্তিনি আরব বাহিনীর গুলোর সম্মিলিত সামরিক বাহিনী মধ্যে সংঘটিত হয়।
- এটি আরবিতে নাকবা (বিপর্যয়) ও হিব্রুতে মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ) বলে পরিচিত।
⇒ ২য় আরব-ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৫৬ সালে।
⇒ ৩য় আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৬৭ সালে।
- ১৯৬৭ সালে ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
- এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
⇒ ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ:
- সংঘটিত হয় ১৯৭৩ সালে।
- Yom Kippur War নামে পরিচিত ৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ।
- ইহুদিদের পবিত্র দিন ইয়োম কিপুরের সময় ইসরায়েল-অধিকৃত অঞ্চলে আরব জোটের অতর্কিত হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়।
- মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
- যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ে তাদের নিজ নিজ মিত্রদের এসময়ে সহায়তা করে।
- ফলে দুইটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি হয়।
উৎস: World Atlas.
0
Updated: 3 months ago
৪র্থ আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় কবে?
Created: 2 months ago
A
১৯৭০ সালে
B
১৯৭১ সালে
C
১৯৭২ সালে
D
১৯৭৩ সালে
আরব-ইসরাইল যুদ্ধ:
মোট ৪টি আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়েছে।
১ম আরব-ইসরাইল যুদ্ধ (১৯৪৮):
-
সংঘটিত হয় ১৯৪৮ সালে।
-
ইসরায়েল বনাম আরব রাষ্ট্রসমূহ এবং ফিলিস্তিনি আরব বাহিনীর সম্মিলিত সামরিক বাহিনীর মধ্যে সংঘটিত হয়।
-
আরবিতে পরিচিত ‘নাকবা’ (বিপর্যয়) এবং হিব্রুতে ‘মিলখেমেত হাতজমাউত’ (স্বাধীনতা যুদ্ধ) নামে।
২য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৫৬):
-
সংঘটিত হয় ১৯৫৬ সালে।
৩য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৬৭):
-
সংঘটিত হয় ১৯৬৭ সালে।
-
ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করেছিল।
-
এই যুদ্ধের স্থায়িত্ব ছিল মাত্র ৬ দিন।
৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ (১৯৭৩):
-
সংঘটিত হয় ১৯৭৩ সালে।
-
পরিচিত Yom Kippur War নামে।
-
ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় আরব জোটের অতর্কিত হামলা শুরু হয়।
-
মিশরীয় ও সিরিয়ান সেনারা যুদ্ধবিরতি রেখা ভেদ করে যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে।
-
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন উভয়ই নিজেদের মিত্রদের সহায়তা প্রদান করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বিবাদ সৃষ্টি করে।
তথ্যসূত্র: Worldatlas.com
0
Updated: 2 months ago
নিম্নের কোন দেশের সাথে ইসরাইলের কুটনেতিক সম্পর্ক রয়েছে?
Created: 1 week ago
A
জর্ডান
B
ইরাক
C
ভারত
D
ইরান
ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক রয়েছে জর্ডান ও ভারতের সঙ্গে। তবে প্রশ্নে একটিমাত্র সঠিক উত্তর বাছাই করতে বলা হয়েছে।
0
Updated: 1 week ago
‘বারাক এমএক্স’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের তৈরি?
Created: 4 weeks ago
A
ভারত
B
রাশিয়া
C
ইসরায়েল
D
ইরান
বারাক এমএক্স হলো একটি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) তৈরি করেছে এবং এটি আকাশ ও স্থলভিত্তিক হুমকি মোকাবেলায় সক্ষম।
-
ক্ষেপণাস্ত্র ক্ষমতা: বারাক এমএক্সের ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
-
রাডার সিস্টেম: এর রাডার ১০০ কিলোমিটার পর্যন্ত কামান, মর্টার ও রকেট হামলা শনাক্ত করতে পারে।
-
নজরদারি ও গোয়েন্দা তথ্য: বারাক এমএক্সে রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা, যা প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা বাড়ায়।
-
থ্রিডি রাডার: এর থ্রিডি রাডার সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর।
-
সম্প্রতি ব্যবহার: সম্প্রতি, তুরস্কের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সাইপ্রাসকে বারাক এমএক্স প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে ইসরায়েল।
0
Updated: 4 weeks ago