উৎস: The Business Standard
সম্প্রতি আফগানিস্তানে কোন শহরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? (সেপ্টেম্বর-২০২৫)
A
কাবুল প্রদেশ
B
নানগারহার প্রদেশ
C
হেলমান্দ প্রদেশ
D
উরুজগান প্রদেশ
উত্তরের বিবরণ
ChatGPT said:

0
Updated: 12 hours ago
Related MCQ
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 week ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 week ago
সম্প্রতি আদালতের রায়ে থাইল্যান্ডের কোন প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 12 hours ago
A
থাকসিন শিনাওয়াত্রা
B
পায়টংটার্ন শিনাওয়াত্রা
C
প্রায়ুত চ্যান-ও-চা
D
পেতংতার্ন সিনাওয়াত্রা
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী:
-
থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন অনুতিন চার্নভিরাকুল।
-
নির্বাচনের তারিখ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর
-
ভোটাভুটি: পার্লামেন্টে অনুষ্ঠিত
-
পার্টি: ভুমজয়থাই পার্টি
-
ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৯২ জন আইনপ্রণেতার মধ্যে ৩১১ ভোট পান অনুতিন চার্নভিরাকুল
-
বিরোধী দল: রক্ষণশীল, পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল
পূর্ববর্তী দায়িত্ব:
-
উপপ্রধানমন্ত্রী
-
স্বরাষ্ট্রমন্ত্রী
-
স্বাস্থ্যমন্ত্রী
-
পরিচিতি: ২০২২ সালে গাঁজা আইন প্রণয়নের প্রতিশ্রুতি পূরণে
প্রেক্ষাপট:
-
২০২৩ সালের নির্বাচনের পর থেকে সিনাওয়াত্রা পরিবারের ফিউ থাই পার্টি দেশটির শীর্ষ পদ দখল করেছিল।
-
সম্প্রতি আদালতের রায়ে পরিবারের উত্তরসূরি প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা পদচ্যুত হন।

0
Updated: 12 hours ago
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
Created: 1 week ago
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।

0
Updated: 1 week ago