বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কানাডা
D
সুইডেন
উত্তরের বিবরণ
বিশ্বের প্রথম এইডস টিকা
-
রাশিয়া ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে টিকা তৈরি করছে।
-
যদি প্রকল্পটি সফল হয়, তবে এটি বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা হবে।
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
-
সবকিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান।
-
করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল এই সংস্থা।
-
স্পুটনিক-৫ নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ৯৭% এর বেশি।
-
৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।
0
Updated: 1 month ago
মানব উন্নয়ন সূচক ২০২৫-এ শীর্ষ দেশ কোনটি?
Created: 1 month ago
A
নরওয়ে
B
সুইজারল্যান্ড
C
ডেনমার্ক
D
আইসল্যান্ড
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (HDI)–২০২৫ সংক্রান্ত তথ্য:
-
সর্বশেষ প্রতিবেদন: মে ২০২৫-এ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) 'Human Development Report 2025' প্রকাশ করে।
-
প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড
-
সবচেয়ে নিম্ন স্থান: সিয়েরা লিওন
-
বাংলাদেশের অবস্থান: ১৩০তম
মানব উন্নয়ন সূচকে শীর্ষ ৫ দেশ:
-
আইসল্যান্ড
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-
ডেনমার্ক
-
জার্মানি
-
HDI সূচক আয়ু, শিক্ষা, আয় ও জীবনযাত্রার মান ভিত্তিক দেশের মানব উন্নয়ন পর্যায় নির্ধারণ করে।
-
এই সূচক জাতীয় নীতি, সামাজিক এবং অর্থনৈতিক পরিকল্পনার দিকনির্দেশনা হিসেবে গুরুত্বপূর্ণ।
0
Updated: 1 month ago
’Green Climate Fund’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০০৯ সালে
D
২০১৭ সালে
Green Climate Fund (GCF)
-
বর্ণনা: ঐতিহাসিক প্যারিস চুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, GCF হলো বিশ্বের বৃহত্তম জলবায়ু তহবিল।
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে
-
সদর দপ্তর: ইনচিয়ন শহরের সোংডো, দক্ষিণ কোরিয়া
-
গঠন: COP16 সম্মেলনে (২০১০, ক্যানকুন, মেক্সিকো)
উদ্দেশ্য:
-
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন (adaptation) এবং নির্গমন হ্রাস (mitigation) সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান
0
Updated: 1 month ago
কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের 'ভ্যাকসিন কূটনীতি' (Vaccine Diplomacy) কোন ধরনের ক্ষমতার প্রয়োগ?
Created: 1 month ago
A
হার্ড পাওয়ার
B
সফট পাওয়ার
C
শার্প পাওয়ার
D
স্ট্রাকচারাল পাওয়ার
ভ্যাকসিন কূটনীতি এমন একটি কৌশল, যার মাধ্যমে ভারত ও চীন প্রভৃতি দেশ অন্য দেশকে ভ্যাকসিন সহায়তা প্রদান করে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং ভূ-রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চেয়েছে। এটি সফট পাওয়ারের আধুনিক উদাহরণ।
সফট পাওয়ার (Soft Power):
-
কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের ভ্যাকসিন কূটনীতি সফট পাওয়ার এর একটি স্পষ্ট উদাহরণ।
-
সফট পাওয়ার হলো অন্যকে জবরদস্তি বা চাপ প্রয়োগ না করে, আকর্ষণ ও বিশ্বাসের মাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা।
-
ভ্যাকসিন সরবরাহ বা স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানের মাধ্যমে দেশগুলো নিজেদের রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধের প্রতি আস্থা তৈরি করে।
-
এটি সরাসরি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার না করে আকর্ষণ ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে। উদাহরণস্বরূপ, চীন ও ভারত মহাদেশের বিভিন্ন দেশে ভ্যাকসিন পাঠিয়েছে, যা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উন্নত করেছে।
-
সফট পাওয়ার দীর্ঘমেয়াদে স্থায়ী প্রভাব সৃষ্টি করে।
হার্ড পাওয়ার (Hard Power):
-
হার্ড পাওয়ার হলো জবরদস্তি, সামরিক হুমকি বা অর্থনৈতিক চাপের মাধ্যমে অন্যকে বাধ্য করা।
0
Updated: 1 month ago