বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কানাডা
D
সুইডেন
উত্তরের বিবরণ
বিশ্বের প্রথম এইডস টিকা
-
রাশিয়া ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে টিকা তৈরি করছে।
-
যদি প্রকল্পটি সফল হয়, তবে এটি বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা হবে।
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
-
সবকিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান।
-
করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল এই সংস্থা।
-
স্পুটনিক-৫ নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ৯৭% এর বেশি।
-
৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।

0
Updated: 12 hours ago
মন্ট্রিল প্রটোকল মূলত কোন গ্যাস নিষিদ্ধ করার জন্য কাজ করে?
Created: 12 hours ago
A
কার্বন ডাই অক্সাইড
B
ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
C
নাইট্রোজেন
D
সালফার ডাই অক্সাইড
মন্ট্রিল প্রটোকল
-
গৃহীত: ১৯৮৭ সালে
-
উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা
-
চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯
-
মূল লক্ষ্য: ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করা
-
অর্জন: চুক্তি বাস্তবায়নের ফলে বর্তমানে CFC গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে

0
Updated: 12 hours ago
নিচের কোন দেশটি লোহিত সাগরের তীরবর্তী দেশ নয়?
Created: 1 week ago
A
সুদান
B
ইরিত্রিয়া
C
জিবুতি
D
মরক্কো
মরক্কো:
-
মরক্কো লোহিত সাগরের তীরবর্তী দেশ নয়।
লোহিত সাগর (Red Sea):
-
লোহিত সাগর ভারত মহাসাগরের একটি গুরুত্বপূর্ণ জলপথ।
-
এটি আফ্রিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত।
-
সুয়েজ প্রণালী ও বাব এল-মানদেব প্রণালীর মাধ্যমে ভূমধ্যসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত।
অবস্থান ও সীমান্তবর্তী দেশসমূহ:
-
লোহিত সাগরের তীরবর্তী ৬টি দেশ:
-
পূর্ব তীর: সৌদি আরব, ইয়েমেন
-
পশ্চিম তীর: মিশর, সুদান, ইরিত্রিয়া, জিবুতি
-

0
Updated: 1 week ago
The Climate Vulnerable Forum (CVF)- কোথায় গঠিত হয়?
Created: 12 hours ago
A
কাতার
B
শ্রীলঙ্কা
C
ভারত
D
মালদ্বীপ
The Climate Vulnerable Forum (CVF)
-
পূর্ণরূপ: জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম
-
সংজ্ঞা: উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব
-
উদ্দেশ্য: জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালের নভেম্বরে, মালদ্বীপের রাজধানী মালেতে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে
-
প্রেক্ষাপট: কোপেনহেগেন শীর্ষ সম্মেলন (COP15) এর কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে CVF ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি প্রকাশ করেছে

0
Updated: 12 hours ago