UNCCD এর পূর্ণরূপ কী?
A
United Nations Convention on Climate Development
B
United Nations Conference on Desert Control
C
The United Nations Convention to Combat Desertification
D
United Nations Council for Desert Conservation
উত্তরের বিবরণ
জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD)
-
পূর্ণরূপ: The United Nations Convention to Combat Desertification
-
প্রতিষ্ঠা: ১৯৯৪ সালে গৃহীত
-
কার্যকর: ১৯৯৬ সালে
-
উদ্দেশ্য: মরুকরণ, খরা ও ভূমি অবক্ষয় মোকাবিলা; টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো
-
পক্ষ: ১৯৭টি (১৯৬টি দেশ + ইউরোপীয় ইউনিয়ন)

0
Updated: 13 hours ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 week ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।

0
Updated: 1 week ago
রামসার কনভেনশনের উদ্দেশ্য কী?
Created: 13 hours ago
A
বন্যপ্রাণী সংরক্ষণ
B
মরুভূমি সংরক্ষণ
C
জলাভূমি সংরক্ষণ
D
মহাসাগর রক্ষা করা
রামসার কনভেনশন (১৯৭১)
-
পূর্ণনাম: Ramsar Convention on Wetlands
-
প্রতিষ্ঠা ও কার্যকর: গৃহীত ১৯৭১ সালে, ইরানের রামসার শহরে; কার্যকর ১৯৭৫ সালে
-
সদস্য রাষ্ট্র: বিশ্বের প্রায় ৯০% জাতিসংঘের সদস্য রাষ্ট্র "চুক্তিকারী পক্ষ" হিসেবে স্বীকৃত; বর্তমান সদস্য দেশ সংখ্যা ১৭৩টি (২০২৪ সাল পর্যন্ত)
-
উদ্দেশ্য:
-
আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ
-
সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত
-
-
সাম্প্রতিক কার্যক্রম:
-
২রা এপ্রিল ২০২৫: সৌদি আরব ইউনেস্কোর মহাপরিচালকের কাছে কনভেনশনে যোগদানের দলিল জমা দেয়
-
২রা আগস্ট ২০২৫: কনভেনশন দেশের জন্য কার্যকর হবে, যা সৌদি আরবকে ১৭৩তম চুক্তিকারী পক্ষ হিসেবে স্বীকৃতি দেবে
-

0
Updated: 13 hours ago
নির্দিষ্ট বিপজ্জনক রাসায়নিক ও কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্যকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে কোন কনভেনশন স্বাক্ষরিত হয়?
Created: 13 hours ago
A
কাতার কনভেনশন
B
রটারড্যাম কনভেনশন
C
বাসেল কনভেনশন
D
স্টকহোম কনভেনশন
রটারড্যাম কনভেনশন (Rotterdam Convention)
-
পূর্ণনাম: Rotterdam Convention
-
উদ্দেশ্য:
-
কিছু বিপজ্জনক রাসায়নিক এবং কীটনাশকের আন্তর্জাতিক বাণিজ্য নিয়ন্ত্রণ
-
উন্নয়নশীল দেশগুলোকে এগুলো আমদানি করার আগে প্রয়োজনীয় তথ্য ও সম্মতি প্রদানের সুযোগ (Prior Informed Consent - PIC) নিশ্চিত করা
-
-
গৃহীত: ১০ সেপ্টেম্বর ১৯৯৮, রটারড্যাম, নেদারল্যান্ডস
-
কার্যকর: ২৪ ফেব্রুয়ারি ২০০৪
-
সচিবালয় পরিচালনা: FAO ও UNEP যৌথভাবে
অন্য চুক্তি তুলনায়:
-
বাসেল কনভেনশন: বিপজ্জনক বর্জ্যের পরিবহন নিয়ন্ত্রণ
-
স্টকহোম কনভেনশন (২০০১): পরিবেশকে স্থায়ী জৈব দূষণকারী পদার্থ থেকে রক্ষা

0
Updated: 13 hours ago