’Green Climate Fund’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০০৯ সালে
D
২০১৭ সালে
উত্তরের বিবরণ
Green Climate Fund (GCF)
-
বর্ণনা: ঐতিহাসিক প্যারিস চুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, GCF হলো বিশ্বের বৃহত্তম জলবায়ু তহবিল।
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে
-
সদর দপ্তর: ইনচিয়ন শহরের সোংডো, দক্ষিণ কোরিয়া
-
গঠন: COP16 সম্মেলনে (২০১০, ক্যানকুন, মেক্সিকো)
উদ্দেশ্য:
-
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন (adaptation) এবং নির্গমন হ্রাস (mitigation) সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান
0
Updated: 1 month ago
PESCO এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Permanent Structured Cooperation
B
Permanent Strucal Cooperation
C
Parmanent Structured Coperation
D
Permanent Economic Structured Cooperation
PESCO
-
পূর্ণরূপ: Permanent Structured Cooperation
-
প্রকার: প্রতিরক্ষা বিষয়ক জোট
-
উদ্দেশ্য:
-
প্রতিরক্ষা সক্ষমতা বিনিয়োগ
-
পরিকল্পনা, বিকাশ ও পরিচালনা
-
-
অংশগ্রহণকারী দেশসমূহ (২৬টি):
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন
0
Updated: 1 month ago
ক্যাম্প ডেভিড চুক্তি কোন দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
Created: 1 month ago
A
ইসরায়েল ও ইরান
B
ইসরায়েল ও মিশর
C
সৌদি আরব ও ইরান
D
ইরাক ও ইরান
১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ক্যাম্প ডেভিডে ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
ক্যাম্প ডেভিড চুক্তি:
-
এই চুক্তির মাধ্যমে মিশর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে প্রথম শান্তি প্রতিষ্ঠা করে।
-
১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন চুক্তিতে স্বাক্ষর করেন।
-
চুক্তি অনুযায়ী, ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং মিশর আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়।
-
এর ফলশ্রুতিতে ১৯৭৯ সালে দুই দেশের মধ্যে স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
-
চুক্তির কারণে মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয় এবং অনেক আরব দেশ এটি বিরোধিতা করে।
0
Updated: 1 month ago
SALT-I চুক্তিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র ও চীন
B
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
C
রাশিয়া ও যুক্তরাজ্য
D
ফ্রান্স ও জার্মানি
১৯৭২ সালে স্বাক্ষরিত Strategic Arms Limitation Talks-1 (SALT I) চুক্তির মূল লক্ষ্য ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্রের সংখ্যা সীমিত করা।
SALT I চুক্তি:
-
যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
-
আলোচনা শুরু হয় ১৯৬৯ সালে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি-তে।
-
চুক্তি ১৯৭২ সালের ২৬ মে স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মাধ্যমে কৌশলগত ব্যালিস্টিক মিসাইল লঞ্চারের সংখ্যা সীমিত করার লক্ষ্যে একমত হয়।
-
পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্রের সংখ্যা “ফ্রিজ” করা হয়, অর্থাৎ কোন পক্ষ আর তার সংখ্যা বাড়াতে পারবে না।
-
এছাড়াও, আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা নির্ধারণ করা হয়।
-
SALT I চুক্তির মাধ্যমে অস্ত্র প্রতিযোগিতা কিছুটা সীমিত করা সম্ভব হয়।
0
Updated: 1 month ago