’Green Climate Fund’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০০৯ সালে
D
২০১৭ সালে
উত্তরের বিবরণ
Green Climate Fund (GCF)
-
বর্ণনা: ঐতিহাসিক প্যারিস চুক্তির একটি গুরুত্বপূর্ণ উপাদান, GCF হলো বিশ্বের বৃহত্তম জলবায়ু তহবিল।
-
প্রতিষ্ঠা: ২০১০ সালে
-
সদর দপ্তর: ইনচিয়ন শহরের সোংডো, দক্ষিণ কোরিয়া
-
গঠন: COP16 সম্মেলনে (২০১০, ক্যানকুন, মেক্সিকো)
উদ্দেশ্য:
-
উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন (adaptation) এবং নির্গমন হ্রাস (mitigation) সংক্রান্ত আর্থিক সহায়তা প্রদান

0
Updated: 13 hours ago
বর্তমানে বিশ্বের প্রথম এইডস টিকা তৈরির প্রকল্পে কাজ করছে- [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 13 hours ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
কানাডা
D
সুইডেন
বিশ্বের প্রথম এইডস টিকা
-
রাশিয়া ভাইরাসজনিত প্রাণঘাতী রোগ এইডস প্রতিরোধে টিকা তৈরি করছে।
-
যদি প্রকল্পটি সফল হয়, তবে এটি বিশ্বের প্রথম কার্যকর এইডস টিকা হবে।
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার ইতোমধ্যে এই টিকা তৈরির কাজ শুরু করেছে।
-
সবকিছু ঠিকঠাক চললে আগামী দুই বছরের মধ্যে এটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
উল্লেখযোগ্য তথ্য:
-
গামালিয়া ন্যাশনাল সেন্টার বিশ্বের শীর্ষস্থানীয় জীবাণু গবেষণা প্রতিষ্ঠান।
-
করোনার প্রথম টিকা আবিষ্কার করেছিল এই সংস্থা।
-
স্পুটনিক-৫ নামের সেই টিকার করোনা প্রতিরোধী সক্ষমতা ৯৭% এর বেশি।
-
৭০টিরও বেশি দেশে করোনা মহামারি মোকাবিলায় ব্যবহার করা হয়েছে।

0
Updated: 13 hours ago
গ্রিন ক্রস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা কে?
Created: 1 week ago
A
রবার্ট এ সাইট্রন
B
লেস্টার ব্রাউন
C
বব হান্টার
D
মিখাইল গর্বাচেভ
Green Cross International:
- গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল একটি পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৩ সালে।
- আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে: ১৮ এপ্রিল, ১৯৯৩।
- প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমানে ৩০টি দেশে সদস্য সংস্থা রয়েছে।
⇒ এটি ব্রাজিলের রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের আর্থ সামিটের মাধ্যমে শুরু করা কাজের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল।
- ৬ জুন, ১৯৯২ তারিখে, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
- একই সময়ে সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'ওয়ার্ল্ড গ্রিন ক্রস' প্রতিষ্ঠা করেন।
- পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে ১৯৯৩ সালে গ্রিন ক্রস ইন্টারন্যাশনাল নামে প্রতিষ্ঠিত হয়।
- এটি আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে জাপানের কিয়োটোতে চালু হয়।

0
Updated: 1 week ago
‘Piecing together the poverty puzzle’ শীর্ষক প্রতিবেদনটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 1 week ago
A
UN
B
World Bank
C
World Energy Foundation
D
UNSD
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক ।
অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA.

0
Updated: 1 week ago