কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
A
২০০০ সাল
B
২০০৫ সাল
C
২০০৩ সাল
D
২০০৭ সাল
উত্তরের বিবরণ
কিয়োটো প্রটোকল
-
পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change (UNFCCC)
-
গৃহীত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭
-
কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
-
বর্তমান পক্ষ: ১৯২টি দেশ
-
স্থান: কিয়োটো, জাপান
-
উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো
-
বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত
0
Updated: 1 month ago
বিশ্বের দীর্ঘতম একক রেলপথ কোনটি?
Created: 1 month ago
A
ট্রান্স-ইউরোপিয়ান
B
ইউরোস্টার এক্সপ্রেস
C
ট্রান্স সাইবেরিয়ান
D
কুম্ব্রেস অ্যান্ড টলটেক সিনিক রেলরোড
ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ হলো বিশ্বের দীর্ঘতম একক রেল ব্যবস্থা, যা রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভোস্টক পর্যন্ত বিস্তৃত।
-
মূল দৈর্ঘ্য: ৫,৭৭১ মাইল (৯,২৮৮ কিমি)
-
নাখোদকার বন্দর স্টেশনের সংযোগসহ মোট দৈর্ঘ্য: ৫,৮৬৭ মাইল (৯,৪৪১ কিমি)
-
প্রভাব: সাইবেরিয়া অঞ্চলের উপর গভীর প্রভাব ফেলে
-
গুরুত্ব: রাশিয়ান সাম্রাজ্য এবং সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক ও সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে
0
Updated: 1 month ago
আইসল্যান্ড হলো -
Created: 2 weeks ago
A
মুক্তার দ্বীপ
B
পান্নার দ্বীপ
C
লবঙ্গ দ্বীপ
D
আগুনের দ্বীপ
0
Updated: 2 weeks ago
কোন জলপ্রপাত ‘মোজি-ওয়া-তুনিয়া’ নামে পরিচিত?
Created: 1 month ago
A
নায়াগ্রা জলপ্রপাত
B
ভিক্টোরিয়া জলপ্রপাত
C
অ্যাঞ্জেল জলপ্রপাত
D
ক্যাইয়েট্যুর জলপ্রপাত
জলপ্রপাত:
- ভিক্টোরিয়া জলপ্রপাত আফ্রিকা মহাদেশের দুটি দেশ জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম জলপ্রপাত।
- দুই দেশের সীমান্তবর্তী নদী ‘জাম্বেজি’ থেকেই এর উৎপত্তি।
- পানি পড়ার সময় প্রচণ্ড আওয়াজ হয় বলে এর স্থানীয় নাম ‘মোজি-ওয়া-তুনিয়া’।
- উচ্চতা প্রায় ১০৮ মিটার এবং চওড়ায় প্রায় ১,৭০০ মিটার।
- প্রতি সেকেন্ডে প্রায় ৯৩৫ ঘনমিটার পানি নিচে গড়িয়ে পড়ে।
- ১৮৫৫ সালে ব্রিটিশ অভিযাত্রী ডেভিড লিভিংস্টোন জলপ্রপাতটি দেখে এর নামকরণ করেন রাণী ভিক্টোরিয়ার নামে।
- সে সময় থেকেই ভিক্টোরিয়া ফলস নামে পরিচিতি পায়।
- ২০১৩ সালে জিম্বাবুয়ে সরকার পুনরায় এর নামকরণ করে ‘মোজি-ওয়া-তুনিয়া ফলস’।
- জলপ্রপাতের অন্যতম আকর্ষণীয় দৃশ্য এখানকার জলীয়বাষ্পে আলো পড়ে রংধনুর সৃষ্টি হওয়া।
- ১৯৮৯ সালে ইউনেসকো ‘ভিক্টোরিয়া জলপ্রপাত’ এবং ‘মোজি-ওয়া-তুনিয়া জলপ্রপাত’ উভয় নামেই বিশ্ব ঐতিহ্যর অন্তভুক্ত করে।
0
Updated: 1 month ago