মন্ট্রিল প্রটোকল মূলত কোন গ্যাস নিষিদ্ধ করার জন্য কাজ করে?
A
কার্বন ডাই অক্সাইড
B
ক্লোরোফ্লুরোকার্বন (CFC)
C
নাইট্রোজেন
D
সালফার ডাই অক্সাইড
উত্তরের বিবরণ
মন্ট্রিল প্রটোকল
-
গৃহীত: ১৯৮৭ সালে
-
উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা
-
চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা
-
কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯
-
মূল লক্ষ্য: ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করা
-
অর্জন: চুক্তি বাস্তবায়নের ফলে বর্তমানে CFC গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে
0
Updated: 1 month ago
ফরাসি বিপ্লবের সময় 'থার্ড এস্টেট' বলতে কাদের বোঝানো হতো?
Created: 1 month ago
A
অভিজাত শ্রেণি
B
রাজা ও তার পরিবার
C
সাধারণ মানুষ
D
ভিক্ষুক শ্রেণি
ফরাসি সমাজে থার্ড এস্টেট হলো সুবিধাবঞ্চিত সংখ্যাগরিষ্ঠ সাধারণ মানুষ, যাদের উপর করের বোঝা চাপানো হতো কিন্তু কোনো রাজনৈতিক অধিকার ছিল না।
ফ্রান্সে ফরাসি বিপ্লব:
-
সময়কাল: ১৭৮৯-১৭৯৯ সাল পর্যন্ত।
-
স্লোগান: স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব।
-
বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
-
ফরাসি বিপ্লবের “শিশু” হিসেবে পরিচিত নেপোলিয়ন।
-
বাস্টিল দূর্গের আক্রমণ ফরাসি বিপ্লবের সূচনা করে।
-
দার্শনিক রুশো ও ভলতেয়ারের লেখনী বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিল।
-
ফরাসি বিপ্লবের আনুষ্ঠানিক শুরু ঘটে ১৪ জুলাই, ১৭৮৯ সালে বাস্তিল দূর্গের পতনের মাধ্যমে।
0
Updated: 1 month ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর 'সুইজারল্যান্ডের জেনেভায়' অবস্থিত?
Created: 1 month ago
A
UNDP
B
UNFPA
C
UNEP
D
UNAIDS
• UNAIDS:
- এটি ১৯৯৬ সালে কার্যক্রম শুরু করে।
- UNAIDS এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্বের ৭০ টি দেশে এর কার্যালয় রয়েছে।
- UNAIDS টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে এইডসকে জনস্বাস্থ্যের হুমকি হিসেবে শেষ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছে।
• অপরদিকে:
- UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- UNEP এর সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- UNFPA এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
0
Updated: 1 month ago
কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের 'ভ্যাকসিন কূটনীতি' (Vaccine Diplomacy) কোন ধরনের ক্ষমতার প্রয়োগ?
Created: 1 month ago
A
হার্ড পাওয়ার
B
সফট পাওয়ার
C
শার্প পাওয়ার
D
স্ট্রাকচারাল পাওয়ার
ভ্যাকসিন কূটনীতি এমন একটি কৌশল, যার মাধ্যমে ভারত ও চীন প্রভৃতি দেশ অন্য দেশকে ভ্যাকসিন সহায়তা প্রদান করে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং ভূ-রাজনৈতিক প্রভাব বৃদ্ধি করতে চেয়েছে। এটি সফট পাওয়ারের আধুনিক উদাহরণ।
সফট পাওয়ার (Soft Power):
-
কোভিড-১৯ মহামারীর সময় বিভিন্ন দেশের ভ্যাকসিন কূটনীতি সফট পাওয়ার এর একটি স্পষ্ট উদাহরণ।
-
সফট পাওয়ার হলো অন্যকে জবরদস্তি বা চাপ প্রয়োগ না করে, আকর্ষণ ও বিশ্বাসের মাধ্যমে প্রভাব বিস্তারের ক্ষমতা।
-
ভ্যাকসিন সরবরাহ বা স্বাস্থ্যসেবায় সহায়তা প্রদানের মাধ্যমে দেশগুলো নিজেদের রাজনৈতিক ও নৈতিক মূল্যবোধের প্রতি আস্থা তৈরি করে।
-
এটি সরাসরি সামরিক বা অর্থনৈতিক শক্তি ব্যবহার না করে আকর্ষণ ও বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে। উদাহরণস্বরূপ, চীন ও ভারত মহাদেশের বিভিন্ন দেশে ভ্যাকসিন পাঠিয়েছে, যা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে উন্নত করেছে।
-
সফট পাওয়ার দীর্ঘমেয়াদে স্থায়ী প্রভাব সৃষ্টি করে।
হার্ড পাওয়ার (Hard Power):
-
হার্ড পাওয়ার হলো জবরদস্তি, সামরিক হুমকি বা অর্থনৈতিক চাপের মাধ্যমে অন্যকে বাধ্য করা।
0
Updated: 1 month ago