The Climate Vulnerable Forum (CVF)- কোথায় গঠিত হয়?
A
কাতার
B
শ্রীলঙ্কা
C
ভারত
D
মালদ্বীপ
উত্তরের বিবরণ
The Climate Vulnerable Forum (CVF)
-
পূর্ণরূপ: জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরাম
-
সংজ্ঞা: উষ্ণায়নের ঝুঁকিতে থাকা ৭৪টি দেশের একটি আন্তর্জাতিক অংশীদারিত্ব
-
উদ্দেশ্য: জলবায়ু জরুরি অবস্থা মোকাবেলায় অংশগ্রহণকারী সরকারগুলিকে একসাথে কাজ করার জন্য দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করা
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালের নভেম্বরে, মালদ্বীপের রাজধানী মালেতে, মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদের উদ্যোগে
-
প্রেক্ষাপট: কোপেনহেগেন শীর্ষ সম্মেলন (COP15) এর কয়েক সপ্তাহ আগে প্রতিষ্ঠাকালীন ঘোষণাপত্রে CVF ঝুঁকিপূর্ণ দেশগুলির নেতৃত্বের প্রতিশ্রুতি প্রকাশ করেছে
0
Updated: 1 month ago
'ক্রুসেড' কীসের জন্য পরিচালিত হয়েছিল?
Created: 1 month ago
A
ভ্যাটিকান পুনরুদ্ধার করার জন্য
B
বাইজেন্টাইন সাম্রাজ্যকে পুনরুদ্ধার করার জন্য
C
জেরুজালেম পুনরুদ্ধার করার জন্য
D
ইউরোপে খৃষ্ট ধর্ম পুনরুদ্ধার করার জন্য
১১শ শতাব্দীর শেষের দিকে, ক্যাথলিক চার্চ জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সামরিক অভিযান বা ক্রুসেড অনুমোদন দিতে শুরু করে। ক্রুসেডাররা বিশ্বাস করত যে এই সেবার মাধ্যমে তারা পাপমোচন পাবে এবং স্বর্গে স্থান নিশ্চিত করবে।
ক্রুসেড (Crusade):
-
বাংলায় ক্রুসেডের অর্থ ধর্মযুদ্ধ।
-
প্রথম ক্রুসেড শুরু হয় ১০৯৬ সালে।
-
মুসলমানদের হাত থেকে জেরুজালেম মুক্ত করার জন্য খ্রিস্টানরা ১০৯৬ থেকে ১২৭১ সাল পর্যন্ত বারংবার অভিযান চালায়, যা ইতিহাসে ক্রুসেড নামে পরিচিত।
-
মোট আটবার ক্রুসেড অভিযান পরিচালিত হয়, যার মধ্যে প্রথম অভিযান পরিচালনা করেন গডফ্রে।
-
প্রধানত, ক্রুসেড অভিযানসমূহ ইউরোপ থেকে প্রেরণ করা হয়।
0
Updated: 1 month ago
জাতিসংঘ কোন সালকে 'আন্তর্জাতিক সমবায় বর্ষ' হিসেবে ঘোষণা করেন?
Created: 1 month ago
A
২০২৫ সাল
B
২০২৬ সাল
C
২০২৭ সাল
D
২০২৮ সাল
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ -
• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).
• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).
• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.
0
Updated: 1 month ago
IUCN এর ক্ষেত্রে 'Red List' হচ্ছে -
Created: 1 month ago
A
বিপন্ন ভাষার তালিকা
B
বিপন্ন প্রাণী ও উদ্ভিদের তালিকা
C
বিরল খনিজের তালিকা
D
পরিবেশ দূষণকারী দেশের তালিকা
IUCN Red List হলো একটি বৈজ্ঞানিকভাবে প্রস্তুতকৃত আন্তর্জাতিক তালিকা, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়।
-
IUCN-এর পূর্ণরূপ: International Union for the Conservation of Nature
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফন্টেনব্লিউতে
-
সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড
-
গ্লোবাল অংশগ্রহণ: বিশ্বের ১৬০টির অধিক দেশ এতে কাজ করছে
-
ঐতিহাসিক অধিবেশন: ১৯৭৮ সালে রাশিয়ার আশখাবাদে IUCN-এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়
-
উদ্দেশ্য: প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি ঝুঁকি মূল্যায়ন এবং সংরক্ষণ উদ্যোগে সহায়তা প্রদান
0
Updated: 1 month ago