COP 30 কোথায় অনুষ্ঠিত হবে? (সেপ্টেম্বর-২০২৫)
A
কাতার
B
ব্রাজিল
C
দক্ষিণ কোরিয়া
D
ফ্রান্সফ্রান্স
উত্তরের বিবরণ
কপ (COP) সম্মেলন
-
পূর্ণরূপ: Conference of the Parties
-
উদ্দেশ্য: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতি ও পদক্ষেপ নির্ধারণ
-
জলবায়ু পরিবর্তন রোধ
-
কার্বন নির্গমন হ্রাস
-
অভিযোজন কৌশল নির্ধারণ
-
-
প্রথম COP সম্মেলন: ১৯৫৫ সালে, বার্লিন, জার্মানি
COP-৩০ সম্মেলন:
-
স্থান: বেলেম, ব্রাজিল
-
সময়: ১০-২১ নভেম্বর, ২০২৫
উল্লেখযোগ্য তথ্য:
-
COP-২৯ অনুষ্ঠিত হয় আজারবাইজানে
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে অনুষ্ঠিত হচ্ছে

0
Updated: 12 hours ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
বেইজিং, চীন
B
সাংহাই, চীন
C
তিয়ানজিন, চীন
D
উহান, চীন
SCO শীর্ষ সম্মেলন ২০২৫ চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম সম্মেলন, যা ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলে।
-
স্থান: তিয়ানজিন, চীন
-
সময়কাল: ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর, ২০২৫
-
উপস্থিত নেতা: বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্ভুক্ত
-
সম্মেলনের ফলাফল: সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন
-
প্রধান বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ
-
SCO-এর উৎপত্তি: মূলত ‘সাংহাই ফাইভ’ থেকে উদ্ভূত, যার সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান; পরে উজবেকিস্তান ষষ্ঠ সদস্য হিসেবে যোগ দেয়
-
বর্তমান কাঠামো: ১০টি সদস্য রাষ্ট্র, ২টি পর্যবেক্ষক দেশ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৪টি সংলাপ অংশীদার
অতিরিক্তভাবে বলা যায়, SCO বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য এশিয়া ও ইউরোপীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চ হিসেবে বিবেচিত।

0
Updated: 1 week ago
D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 week ago
A
আবুজা
B
তেহরান
C
ইস্তাম্বুল
D
ঢাকা
D-8 বা Developing Eight একটি আন্তর্জাতিক সংস্থা যা মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে গঠিত হয়েছে। এ সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে এবং আজও বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
-
পূর্ণরূপ: Developing Eight
-
গঠনের উদ্দেশ্য: মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি
-
প্রতিষ্ঠা: ১৫ জুন, ১৯৯৭ (Istanbul Declaration এর মাধ্যমে)
-
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
-
সদস্য সংখ্যা: ৮টি দেশ
-
সদস্য দেশ: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
-
বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম
-
শীর্ষ সম্মেলন: প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়
-
দশম শীর্ষ সম্মেলন: ৫ থেকে ৮ এপ্রিল ২০২১ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়
উল্লেখযোগ্যভাবে, D-8-এর সদস্য রাষ্ট্রগুলো এশিয়া ও আফ্রিকার গুরুত্বপূর্ণ অঞ্চলকে প্রতিনিধিত্ব করে।

0
Updated: 1 week ago
রিও সম্মেলন-১৯৯২ এর মাধ্যমে শুরু হয়-
Created: 12 hours ago
A
অ্যাজেন্ডা ৩০
B
অ্যাজেন্ডা ৩১
C
অ্যাজেন্ডা ৪০
D
অ্যাজেন্ডা ২১
রিও সম্মেলন (১৯৯২)
-
পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED)
-
প্রচলিত নাম: Earth Summit
-
স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল
-
তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২
-
উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি
-
গুরুত্বপূর্ণ অর্জন:
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD)
-
অ্যাজেন্ডা ২১ (Agenda 21)
-

0
Updated: 12 hours ago