জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
A
১৯৬২ সালে
B
১৯৮২ সালে
C
১৯৯২ সালে
D
১৯৭২ সালে
উত্তরের বিবরণ
পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন (স্টকহোম-১৯৭২)
-
স্থান ও সাল: ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত
-
উদ্দেশ্য: পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন
-
গৃহীত নীতি ও প্রস্তাব:
-
স্টকহোম ঘোষণাপত্র: ২৬টি নীতি অন্তর্ভুক্ত, যা আন্তর্জাতিক উদ্বেগের শীর্ষে পরিবেশগত বিষয়গুলিকে স্থান দেয়
-
মানব পরিবেশের জন্য কর্মপরিকল্পনা
-
শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংলাপের সূচনা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বায়ু, জল ও মহাসাগরের দূষণ ও মানুষের কল্যাণের মধ্যে সম্পর্ক স্থাপন
-
-
কর্মপরিকল্পনার তিনটি প্রধান বিভাগ:
ক) বিশ্বব্যাপী পরিবেশগত মূল্যায়ন কর্মসূচি (পর্যবেক্ষণ পরিকল্পনা)
খ) পরিবেশগত ব্যবস্থাপনা কার্যক্রম
গ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা -
প্রধান ফলাফল: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) তৈরি

0
Updated: 12 hours ago
কোন ঘটনার পরিপ্রেক্ষিতে NAM গঠিত হয়?
Created: 4 months ago
A
আলজিয়ার্স সম্মেলন
B
বান্দুং সম্মেলন
C
কায়রো সম্মেলন
D
জাকার্তা সম্মেলন
NAM (Non-Aligned Movement)
পূর্ণরূপ: Non-Aligned Movement (NAM)
বাংলা অর্থ: জোট-নিরপেক্ষ আন্দোলন
পরিচিতি:
NAM হল একটি আন্তর্জাতিক আন্দোলন, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়কালে গঠিত হয়। তখন বিশ্বের দুই প্রধান জোট—পুঁজিবাদী পশ্চিমা দেশগুলোর ন্যাটো (NATO) এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ (Warsaw Pact)—এই দুটি শক্তির বাইরে থেকে নিরপেক্ষ অবস্থান গ্রহণকারী দেশগুলোর সমন্বয়ে এই আন্দোলনের সূচনা ঘটে।
গঠনের প্রেক্ষাপট:
১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে অনুষ্ঠিত ‘বান্দুং সম্মেলন’-এর মাধ্যমে এই আন্দোলনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
প্রতিষ্ঠা:
১ সেপ্টেম্বর, ১৯৬১
বর্তমান সদস্য সংখ্যা:
১২১টি দেশ (এপ্রিল, ২০২৫ অনুযায়ী)
বাংলাদেশের অংশগ্রহণ:
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্যপদ লাভ করে।
উৎস: NAM-এর অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 4 months ago
রিওডি জেনিরিওতে অনুষ্ঠিত 'ধরিত্রী সম্মেলন'-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল?
Created: 3 months ago
A
১৫০
B
১৫৬
C
১৭৮
D
১৭৯
ধরিত্রী সম্মেলন (Earth Summit)
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘ আয়োজিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন ‘রিও সামিট’, ‘রিও কনফারেন্স’ কিংবা ‘ধরিত্রী সম্মেলন’ নামেও পরিচিত।
এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তি গৃহীত হয়, যা পরবর্তীতে ‘কিয়োটো প্রোটোকল’ নামে বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। এই চুক্তির অন্যতম মূলনীতি ছিল ‘Polluter Pays Principle’ বা ‘দূষণকারীই খরচ বহন করবে’ নীতি।
সম্মেলনের উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে রয়েছে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং এজেন্ডা ২১, যা টেকসই উন্নয়নের রূপরেখা হিসেবে বিবেচিত।
বিশ্বের ১৭৯টি দেশের রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, বিজ্ঞানী, গণমাধ্যমের প্রতিনিধি এবং বিভিন্ন বেসরকারি সংস্থার (এনজিও) সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন।
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 4 months ago
A
ফ্রান্স
B
যুক্তরাজ্য
C
কানাডা
D
জাপান
২০২৫ সালের G-7 সামিট
-
সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫
-
স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস
-
আয়োজক: কানাডা সভাপতিত্ব করবে
-
বিশেষত্ব: এটি G-7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে
G-7 সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
পূর্ণরূপ: Group of Seven
-
প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর, ১৯৭৫
-
প্রস্তাবক দেশ: ফ্রান্স
-
উদ্দেশ্য: বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট
-
বর্তমান সদস্য দেশসমূহ:
-
যুক্তরাষ্ট্র
-
যুক্তরাজ্য
-
ফ্রান্স
-
জার্মানি
-
ইতালি
-
জাপান (একমাত্র এশীয় দেশ)
-
কানাডা
-
-
অতিরিক্ত তথ্য: এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়ন ও G-7-এর প্রতিনিধিত্ব করে
উৎস: কানাডার অফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা

0
Updated: 4 months ago