জাতিসংঘের মানব পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
A
১৯৬২ সালে
B
১৯৮২ সালে
C
১৯৯২ সালে
D
১৯৭২ সালে
উত্তরের বিবরণ
পরিবেশ বিষয়ক প্রথম বিশ্ব সম্মেলন (স্টকহোম-১৯৭২)
-
স্থান ও সাল: ১৯৭২ সালে স্টকহোমে অনুষ্ঠিত
-
উদ্দেশ্য: পরিবেশের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন
-
গৃহীত নীতি ও প্রস্তাব:
-
স্টকহোম ঘোষণাপত্র: ২৬টি নীতি অন্তর্ভুক্ত, যা আন্তর্জাতিক উদ্বেগের শীর্ষে পরিবেশগত বিষয়গুলিকে স্থান দেয়
-
মানব পরিবেশের জন্য কর্মপরিকল্পনা
-
শিল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংলাপের সূচনা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বায়ু, জল ও মহাসাগরের দূষণ ও মানুষের কল্যাণের মধ্যে সম্পর্ক স্থাপন
-
-
কর্মপরিকল্পনার তিনটি প্রধান বিভাগ:
ক) বিশ্বব্যাপী পরিবেশগত মূল্যায়ন কর্মসূচি (পর্যবেক্ষণ পরিকল্পনা)
খ) পরিবেশগত ব্যবস্থাপনা কার্যক্রম
গ) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচালিত মূল্যায়ন ও ব্যবস্থাপনা কার্যক্রমকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক ব্যবস্থা -
প্রধান ফলাফল: জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) তৈরি
0
Updated: 1 month ago
সর্বশেষ জি৭ (G7) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
আলবার্টা
B
প্যারিস
C
জুরিখ
D
মন্ট্রিল
G7 (Group of Seven)
-
পূর্ণ নাম: Group of Seven
-
প্রতিষ্ঠা: ১৯৭৫।
-
উদ্দেশ্য: বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি সমন্বয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
জি৭-এর সদস্য দেশগুলো বিশ্বের বৃহত্তম উন্নত অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
-
জোটটি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থার আওতায় নয়।
-
সর্বশেষ সম্মেলন: ২০২৪, ইতালি।
-
২০২৫ সালে কানাডা সভাপতিত্ব করবে এবং জুনে আলবার্টার কানানাস্কিসে ৫১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সদস্য দেশসমূহ
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. কানাডা
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. ইতালি
৭. জাপান
0
Updated: 1 month ago
ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত সমাধানের জন্য সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
জেনেভা
B
প্যারিস
C
নিউইয়র্ক
D
লন্ডন
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্মেলন জাতিসংঘের উদ্যোগে আয়োজন করা হচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার জন্য। এই সম্মেলনটি মূলত স্থগিত থাকার পর নতুন তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছে।
-
তারিখ: সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই অনুষ্ঠিত হবে।
-
পূর্বনির্ধারিত তারিখ: মূলত ১৭-২০ মে আয়োজিত হওয়ার কথা থাকলেও ইরান-ইসরায়েল সংঘাতের কারণে স্থগিত করা হয়।
-
স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।
-
আয়োজক: জাতিসংঘের সাধারণ পরিষদের আহ্বানে আয়োজন করা হয়েছে।
-
উদ্দেশ্য: জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের দিকে এগিয়ে নেবে।
-
ফিলিস্তিনের অবস্থান: জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
-
জাতিসংঘে মর্যাদা: ফিলিস্তিনের বর্তমানে পর্যবেক্ষক মর্যাদা রয়েছে, তবে পূর্ণ সদস্যপদ এখনো নেই।
0
Updated: 1 month ago
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
৩ টি
B
৫ টি
C
৭ টি
D
৯ টি
ডিসেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই সম্মেলনটি দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছিল।
তথ্যগুলো সংক্ষেপে:
-
সম্মেলনের ধরন: দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন
-
তারিখ: ডিসেম্বর ২০২০
-
স্বাক্ষরিত MoU সংখ্যা: ৭টি
-
উদ্দেশ্য: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ।
তথ্যটি বর্তমান নয়; সর্বশেষ তথ্য জানতে Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল বা অথেনটিক সংবাদপত্র দেখা উত্তম।
0
Updated: 1 month ago