রিও সম্মেলন-১৯৯২ এর মাধ্যমে শুরু হয়-
A
অ্যাজেন্ডা ৩০
B
অ্যাজেন্ডা ৩১
C
অ্যাজেন্ডা ৪০
D
অ্যাজেন্ডা ২১
উত্তরের বিবরণ
রিও সম্মেলন (১৯৯২)
-
পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED)
-
প্রচলিত নাম: Earth Summit
-
স্থান: রিও ডি জেনেইরো, ব্রাজিল
-
তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২
-
উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি
-
গুরুত্বপূর্ণ অর্জন:
-
UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
-
জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD)
-
অ্যাজেন্ডা ২১ (Agenda 21)
-

0
Updated: 12 hours ago
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) গঠন করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
Created: 1 week ago
A
COP-16
B
COP-15
C
COP-13
D
COP-17
গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund)
• গঠিত: ২০১০ সালে মেক্সিকোর ক্যানকুনে অনুষ্ঠিত COP-16 সম্মেলনে
• গঠনকারী সংস্থা: জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC)
• সদর দপ্তর: দক্ষিণ কোরিয়ার ইয়েনচিয়ন
• উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করা
• লক্ষ্য: প্রতি বছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা
COP (Conference of the Parties)
• সংক্ষিপ্ত রূপ: COP
• প্রতি বছর অনুষ্ঠিত: ১৯৯৫ সাল থেকে
• পরবর্তী সম্মেলন: COP-30, ২০২৫ সালে ব্রাজিলে
সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ও UNFCCC ওয়েবসাইট

0
Updated: 1 week ago
প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
Created: 2 days ago
A
ডেনমার্ক
B
কেনিয়া
C
মেক্সিকো
D
জেনেভা
নারী সম্মেলন হলো জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত বিশ্বব্যাপী নারী সম্পর্কিত সম্মেলনসমূহ।
-
প্রথম বিশ্ব নারী সম্মেলন:
-
স্থান: মেক্সিকো সিটি
-
তারিখ: ১৯ জুন – ২ জুলাই, ১৯৭৫
-
-
জাতিসংঘের চারটি বিশ্ব নারী সম্মেলন:
১. প্রথম সম্মেলন: ১৯৭৫, মেক্সিকো সিটি
২. দ্বিতীয় সম্মেলন: ১৯৮০, কোপেনহেগেন, ডেনমার্ক
৩. তৃতীয় সম্মেলন: ১৯৮৫, নাইরোবি, কেনিয়া
৪. চতুর্থ সম্মেলন: ১৯৯৫, বেইজিং, চীন

0
Updated: 2 days ago
সর্বশেষ জি৭ (G7) শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
আলবার্টা
B
প্যারিস
C
জুরিখ
D
মন্ট্রিল
G7 (Group of Seven)
-
পূর্ণ নাম: Group of Seven
-
প্রতিষ্ঠা: ১৯৭৫।
-
উদ্দেশ্য: বিশ্বের উন্নত অর্থনীতির দেশগুলোর মধ্যে অর্থনৈতিক নীতি সমন্বয়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা।
-
জি৭-এর সদস্য দেশগুলো বিশ্বের বৃহত্তম উন্নত অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
-
জোটটি কোনো আনুষ্ঠানিক চুক্তি বা সংস্থার আওতায় নয়।
-
সর্বশেষ সম্মেলন: ২০২৪, ইতালি।
-
২০২৫ সালে কানাডা সভাপতিত্ব করবে এবং জুনে আলবার্টার কানানাস্কিসে ৫১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সদস্য দেশসমূহ
১. যুক্তরাষ্ট্র
২. যুক্তরাজ্য
৩. কানাডা
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. ইতালি
৭. জাপান

0
Updated: 1 week ago