গ্রিন ক্লাইমেট ফান্ড কোন সংস্থার অধীনে গঠিত?
A
UNESCO
B
UNFCCC
C
UNEP
D
UNDP
উত্তরের বিবরণ
Green Climate Fund (GCF)
প্রতিষ্ঠা: ২০১০, কপ-১৬ সম্মেলনে (মেক্সিকো, কানকুন)
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর সহায়তা করা
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
উল্লেখযোগ্য বিষয়:
কপ-১৫ সম্মেলনে GCF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়
লক্ষ্য: প্রতি বছরে ১০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল সংগ্রহ করা
0
Updated: 1 month ago
কোন দেশ প্রথম ওপেক (OPEC) সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছিল?
Created: 5 months ago
A
কুয়েত
B
নাইজেরিয়া
C
সৌদি আরব
D
ভেনিজুয়েলা
OPEC এর পূর্ণরূপ হলো Organization of the Petroleum Exporting Countries — এটি একটি আন্তঃরাষ্ট্রীয় সংস্থা, যা পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সমন্বয়ে গঠিত।
মূল উদ্দেশ্য:
OPEC-এর প্রধান লক্ষ্য হচ্ছে সদস্য দেশগুলোর পেট্রোলিয়াম সংক্রান্ত নীতিমালা নির্ধারণ ও সমন্বয় সাধন এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা।
গঠনের ইতিহাস:
-
প্রস্তাবক দেশ: ভেনিজুয়েলা
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬০ সাল
-
প্রতিষ্ঠানস্থল: বাগদাদ, ইরাক
-
প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা: ৫টি দেশ
-
ইরাক
-
ইরান
-
কুয়েত
-
সৌদি আরব
-
ভেনিজুয়েলা
-
সদরদপ্তর:
-
বর্তমান সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া
-
১৯৬৫ সালের পূর্বে: জেনেভা, সুইজারল্যান্ড
বর্তমান সদস্য দেশসমূহ (১২টি):
-
আলজেরিয়া
-
কঙ্গো
-
নিরক্ষীয় গিনি
-
গ্যাবন
-
ইরান
-
ইরাক
-
কুয়েত
-
লিবিয়া
-
নাইজেরিয়া
-
সৌদি আরব
-
সংযুক্ত আরব আমিরাত
-
ভেনিজুয়েলা
গুরুত্বপূর্ণ তথ্য:
-
আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলা, উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে মতবিরোধের কারণে ১ জানুয়ারি ২০২৪-এ OPEC থেকে বেরিয়ে গেছে।
উৎস: OPEC ওয়েবসাইট
0
Updated: 5 months ago
স্মাইল ট্রেন (Smile Train) কোন বিষয়ে কাজ করে?
Created: 2 months ago
A
মানবাধিকার
B
পরিবেশ সংরক্ষণ
C
শিশুদের শিক্ষা
D
তালুকাটা ও ঠোঁটকাটা শিশুদের চিকিৎসা
স্মাইল ট্রেন (Smile Train):-
-
একটি যুক্তরাষ্ট্রভিত্তিক স্বেচ্ছাসেবী অলাভজনক দাতব্য সংস্থা।
-
লক্ষ্য: জন্মগত ঠোঁটকাটা (cleft lip) এবং তালুকাটা (cleft palate) শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং তাদের মুখে সুন্দর হাসি ফিরিয়ে আনা।
-
প্রতিষ্ঠা: ১৯৯৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: চার্লস ওয়াং এবং ব্রায়ান মুলান।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
কর্মক্ষেত্র: ৯৫টিরও বেশি উন্নয়নশীল দেশ।
-
অধিভুক্ত হাসপাতাল: ১,০০০+।
-
১৯৯৯ সাল থেকে Smile Train-এর সমর্থনে ২০ লক্ষেরও বেশি ক্লেফট সার্জারি সম্পন্ন হয়েছে।
উৎস: Smile Train ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
'ইন্টারফ্যাক্স' কোন দেশের সংবাদ সংস্থা?
Created: 1 month ago
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
কানাডা
D
রাশিয়া
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা আন্তর্জাতিক ও দেশীয় সংবাদ সংগ্রহ ও সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি
-
যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN
-
যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি
-
পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি
-
চীন: সিনহুয়া
-
ফ্রান্স: এএফপি
-
অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি)
-
কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)
-
সিরিয়া: সানা
-
লিবিয়া: জানা
-
মালয়েশিয়া: বারনামা
-
মিশর: মেনা (Middle East News Agency)
-
পর্তুগাল: লুসা
-
বেলজিয়াম: বেলজা
-
ভারত: PTI, ইউএনআই
-
রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স
-
ইন্দোনেশিয়া: আনতারা
-
ইরান: ইরনা, আইএনএ
-
ইরাক: নিউজ এজেন্সি (ইনা)
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago