সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ভারত
B
রাশিয়া
C
চীন
D
ইরান
উত্তরের বিবরণ
CO শীর্ষ সম্মেলন-২০২৫
-
স্থান ও সময়: চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত, ৩১ আগস্ট - ১ সেপ্টেম্বর, ২০২৫।
-
সংখ্যা ও অংশগ্রহণ: বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
-
প্রধান নেতৃবৃন্দ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
সিদ্ধান্ত ও ঘোষণা: সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন।
-
ঘোষণার বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ ইত্যাদি।

0
Updated: 12 hours ago
Orbis International-এর প্রধান উদ্দেশ্য কী?
Created: 3 weeks ago
A
প্রযুক্তি উন্নয়ন
B
প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ প্রদান
C
চক্ষু চিকিৎসা ও অন্ধত্ব প্রতিরোধ
D
খাদ্য সরবরাহ
অরবিস ইন্টারন্যাশনাল (Orbis International):-
-
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা।
-
এটি একটি উড়ন্ত চক্ষু হাসপাতাল (Flying Eye Hospital) হিসেবে পরিচিত।
-
মূল কাজ: বিশ্বব্যাপী অন্ধত্ব প্রতিরোধ ও চক্ষু সেবা উন্নয়ন।
-
প্রতিষ্ঠা: ১৯৮২ সালে।
-
সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান প্রেসিডেন্ট: ডেরেক হডকি (Derek Hodkey)।
-
মূল উদ্দেশ্য: দৃষ্টিহীনতা প্রতিরোধ, চোখের চিকিৎসা ও প্রশিক্ষণ সেবা প্রদান।
🔹 বাংলাদেশে কার্যক্রম:
অরবিস ইন্টারন্যাশনাল প্রথমবার ১৯৮৫ সালে বাংলাদেশে এসে চিকিৎসা ও সেবা কার্যক্রম পরিচালনা করে।
উৎস: Orbis International ওয়েবসাইট।

0
Updated: 3 weeks ago
কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
Created: 4 days ago
A
১৯৪৮, ফ্রান্স
B
১৯৪৯, সুইজারল্যান্ড
C
১৯৬১, রােম
D
১৯৫২, লন্ডন
International Union for Conservation of Nature (IUCN) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফনটেনব্লু শহরে।
-
সদর দপ্তর: সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
-
সদস্য ও বিশেষজ্ঞ: বর্তমানে প্রায় ১,৪০০ সদস্য এবং প্রায় ১৭,০০০ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত।

0
Updated: 4 days ago
কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
Created: 1 week ago
A
বাইজেন্টাইন
B
মায়া
C
সুমেরীয়
D
হিব্রু
বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল একটি প্রাচীন এবং শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল এবং ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণের আগে বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা হিসেবে পরিচিত ছিল।
-
সাধারণত এটি পূর্ব রোমান সাম্রাজ্য নামে পরিচিত
-
৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসেবে পরিচালিত হয়
-
রাজধানী: কনস্টান্টিনোপল
-
সাম্রাজ্যের ভূখণ্ড প্রায় ভূমধ্যসাগরের আশেপাশের দেশগুলো জুড়ে ছিল, যার মধ্যে বর্তমান ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা অন্তর্ভুক্ত
-
সর্বশ্রেষ্ঠ সম্রাট: জাস্টিনিয়ান
-
১৪ শতকে অটোমান তুর্কিরা ধীরে ধীরে দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে সম্পূর্ণ অটোমান নিয়ন্ত্রণে চলে যায়
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago