সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
A
ভারত
B
রাশিয়া
C
চীন
D
ইরান
উত্তরের বিবরণ
CO শীর্ষ সম্মেলন-২০২৫
-
স্থান ও সময়: চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত, ৩১ আগস্ট - ১ সেপ্টেম্বর, ২০২৫।
-
সংখ্যা ও অংশগ্রহণ: বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
-
প্রধান নেতৃবৃন্দ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
সিদ্ধান্ত ও ঘোষণা: সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন।
-
ঘোষণার বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ ইত্যাদি।
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
Created: 1 month ago
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
IFAD: IFAD-এর পূর্ণরূপ হলো International Fund for Agricultural Development, যা জাতিসংঘের আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল হিসেবে কাজ করে।
এটি প্রতিষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর, ১৯৭৭ সালে, এবং এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৭৮টি, যার মধ্যে সর্বশেষ সদস্য হলো সার্বিয়া।
ILO: ILO-এর পূর্ণরূপ হলো International Labour Organization, যা জাতিসংঘের শ্রম সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে ভার্সাই চুক্তির ফলশ্রুতিতে। ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে ILO জাতিসংঘের প্রথম বিশেষায়িত সংস্থা হিসেবে স্বীকৃতি পায়।
সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৮৭টি, এবং মহাপরিচালক হলো গিলবার্ট হোংবো। ILO ১৯৬৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে।
FAO : FAO-এর পূর্ণরূপ হলো Food and Agriculture Organization, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৬ অক্টোবর, ১৯৪৫ সালে কুইবেক, কানাডায়। FAO ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
এর সদর দপ্তর রোম, ইতালিতে অবস্থিত। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫টি (১৯৪টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন), এবং মহাপরিচালক হলো ড. কু ডংগিউ (চীনের নাগরিক)।
ASEAN Regional Forum (ARF) : ASEAN Regional Forum প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে, যা আসিয়ান আঞ্চলিক ফোরাম হিসেবে পরিচিত। এটি জাতিসংঘের সংস্থা নয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ২৭টি,
যা হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
0
Updated: 1 month ago
বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য দেশের সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
১৮৫টি
B
১৮৬টি
C
১৮৭টি
D
১৮৮টি
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) হলো জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা বৈশ্বিক পর্যায়ে আবহাওয়া, জলবায়ু, জলসম্পদ ও সংশ্লিষ্ট বিজ্ঞানসমূহের গবেষণা এবং সহযোগিতা বৃদ্ধি করে।
-
পূর্ণরূপ: World Meteorological Organization
-
প্রতিষ্ঠা: ১৯৫০ সালে
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য সংখ্যা: ১৯৩টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী) – এর মধ্যে ১৮৭টি দেশ ও ৬টি অঞ্চল
-
বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)
অতিরিক্তভাবে বলা যায়, WMO বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, প্রাকৃতিক দুর্যোগ সতর্কীকরণ এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
Save the children-এর প্রতিষ্ঠাতা কে?
Created: 2 months ago
A
এগল্যান্টাইন জেব
B
ডেভিড পেটন
C
ব্রায়ান মুলানি
D
চার্লস উয়াং
সেভ দ্য চিলড্রেন (Save the Children):-
-
এটি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (NGO)।
-
যুক্তরাজ্যভিত্তিক শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
-
বিশ্বের শীর্ষ শিশুবিষয়ক স্বাধীন সংস্থাগুলোর মধ্যে অন্যতম।
-
প্রতিষ্ঠা: ১৯১৯ সালে।
-
প্রতিষ্ঠাতা: ব্রিটিশ সমাজকর্মী এগল্যান্টাইন জেব (Eglantyne Jebb)।
-
সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
-
প্রাথমিক উদ্দেশ্য: যুদ্ধবিধ্বস্ত ইউরোপে ক্ষুধার্ত শিশুদের সহায়তা প্রদান।
-
বর্তমান অবস্থা: বিশ্বের বৃহত্তম স্বাধীন শিশু অধিকার সংস্থা হিসেবে ১১০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
🔹 মূল উদ্দেশ্য ও কার্যক্রম:
-
শিশুদের একটি সুস্থ, নিরাপদ, পারিবারিক ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠার নিশ্চয়তা প্রদান।
-
দুর্যোগ ও সংকট থেকে শিশুদের সুরক্ষা।
-
শিশুদের সার্বিক উন্নয়নে বিনিয়োগ ও অধিকার নিশ্চিতকরণ।
উৎস: Save the Children ওয়েবসাইট।
0
Updated: 2 months ago