নিম্নোক্ত কোন দার্শনিক বয়োজ্যেষ্ঠ হিসেবে পরিচিত?
A
সক্রেটিস
B
এরিস্টটল
C
আলেকজান্ডার
D
প্লেটো
উত্তরের বিবরণ
গ্রিক দার্শনিকদের মধ্যে সক্রেটিস সবচেয়ে প্রখ্যাত একজন। তিনি দর্শনের ক্ষেত্রে মৌলিক চিন্তার ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার শিক্ষার ধারাবাহিকতা তার শিষ্যদের মাধ্যমে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়।
-
সক্রেটিস একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।
-
তার শিষ্য ছিলেন প্লেটো, যিনি দর্শন ও আদর্শবাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
-
প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় চিন্তার ব্যাপক প্রসার ঘটিয়েছিলেন।
-
এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার, যিনি শিক্ষা ও রাজনীতিতে প্রভাবশালী ছিলেন।
-
এই ধারাবাহিকতা দেখায় যে প্রত্যেকে গ্রিক দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন।
0
Updated: 1 month ago
নিম্নের কোন সংগঠনটি FAO এর সদস্য হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
EU
B
SAARC
C
AU
D
NATO
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) একটি আন্তর্জাতিক সংস্থা যা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা ও কৃষির টেকসই উন্নয়নে কাজ করে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি কৃষি, খাদ্য উৎপাদন এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
-
প্রতিষ্ঠা সাল: ১৯৪৫
-
সদরদপ্তর: ইতালির রাজধানী রোম
-
বর্তমান মহাপরিচালক: চীনের কু ডংগিউ
-
সদস্য সংখ্যা: বর্তমানে ১৯৪টি দেশ
-
বিশেষ সদস্য: সংগঠন হিসেবে ইউরোপীয়ান ইউনিয়ন
-
বিশ্ব খাদ্য দিবস: সংস্থার প্রতিষ্ঠা দিবস ১৬ অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস হিসেবে পালিত হয়
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ ১৯৭৩ সালে FAO এর সদস্যপদ লাভ করে
0
Updated: 1 month ago
বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ- [আগস্ট ২০২৫]
Created: 2 months ago
A
জাপান
B
জার্মানি
C
চীন
D
যুক্তরাজ্য
বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ (আগস্ট ২০২৫)
| দেশ | নিট বৈদেশিক সম্পদ (Trillion YEN) | মন্তব্য |
|---|---|---|
| জার্মানি | ৫৬৯.৬৫ | বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ |
| জাপান | ৫৩৩.০৫ | ৩৪ বছর ধরে শীর্ষ ঋণদাতা ছিল, এখন ২য় স্থানে নামেছে |
| চীন | ৫১৬.২৮ | তৃতীয় স্থানে অবস্থান করছে |
0
Updated: 2 months ago
’প্যাক্ট অব প্যারিস’ চুক্তির উদ্দেশ্য কী ছিল?
Created: 1 month ago
A
আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধি করা
B
জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা
C
অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করা
D
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করণ
Pact of Paris বা Kellogg–Briand Pact হলো একটি আন্তর্জাতিক শান্তিচুক্তি, যা রাষ্ট্রগুলোকে যুদ্ধকে রাষ্ট্রীয় নীতি হিসেবে পরিত্যাগ করতে উদ্বুদ্ধ করে এবং শান্তিপূর্ণ সমাধানের পথে পরিচালিত করে।
-
চুক্তির মূল লক্ষ্য:
-
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করা
-
সমস্যা সমাধান শান্তিপূর্ণ উপায়ে নিশ্চিত করা
-
বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ ও শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা
-
-
চুক্তির নাম: Pact of Paris / Kellogg–Briand Pact
-
স্বাক্ষরের তারিখ: ২৭ আগস্ট, ১৯২৮
-
কার্যকর হয়েছে: ২৪ জুলাই, ১৯২৯
-
মূল উদ্যোক্তা: Frank B. Kellogg (যুক্তরাষ্ট্র) ও Aristide Briand (ফ্রান্স)
-
স্বাক্ষরকারী রাষ্ট্রের সংখ্যা: শুরুতে ১৫টি, পরে বেড়ে ৬২টি
উৎস:
0
Updated: 1 month ago