নিম্নোক্ত কোন দার্শনিক বয়োজ্যেষ্ঠ হিসেবে পরিচিত?
A
সক্রেটিস
B
এরিস্টটল
C
আলেকজান্ডার
D
প্লেটো
উত্তরের বিবরণ
গ্রিক দার্শনিকদের মধ্যে সক্রেটিস সবচেয়ে প্রখ্যাত একজন। তিনি দর্শনের ক্ষেত্রে মৌলিক চিন্তার ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার শিক্ষার ধারাবাহিকতা তার শিষ্যদের মাধ্যমে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়।
-
সক্রেটিস একজন বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।
-
তার শিষ্য ছিলেন প্লেটো, যিনি দর্শন ও আদর্শবাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।
-
প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় চিন্তার ব্যাপক প্রসার ঘটিয়েছিলেন।
-
এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার, যিনি শিক্ষা ও রাজনীতিতে প্রভাবশালী ছিলেন।
-
এই ধারাবাহিকতা দেখায় যে প্রত্যেকে গ্রিক দর্শনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তি ছিলেন।

0
Updated: 13 hours ago
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Created: 1 week ago
A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়
-
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO)
-
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫)
-
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
-
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
-
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা
-
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
তথ্যসূত্র:

0
Updated: 1 week ago
ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ সম্পর্কিত প্রটোকল কোনটি?
Created: 1 month ago
A
কিয়েটো প্রটোকল
B
বাসেল কনভেনশন
C
কার্টাগেনা প্রটোকল
D
মন্ট্রিল প্রটোকল
মন্ট্রিল প্রটোকল
-
বিষয়: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ
-
গৃহীত: ১৯৮৭, মন্ট্রিয়াল, কানাডা
-
কার্যকর: ১৯৮৯
-
স্বাক্ষরকারী দেশ: ১৯৬টি, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত
-
বাংলাদেশ সমর্থন: ১৯৯০
অন্যান্য প্রটোকল ও চুক্তি:
-
কিয়োটো প্রটোকল: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ
-
বাসেল কনভেনশন: ক্ষতিকর বর্জ্য চলাচল নিয়ন্ত্রণ
-
কার্টাজেনা প্রোটোকল: জৈব নিরাপত্তা সম্পর্কিত
-
নাগোয়া প্রটোকল: বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ
উৎস: UNEP ওয়েবসাইট

0
Updated: 1 month ago
OIC-এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
রিয়াদ, সৌদি আরব
B
কায়রো, মিশর
C
রাবাত, মরক্কো
D
লাহোর, পাকিস্তান
ওআইসি (OIC – Organisation of Islamic Cooperation)
-
সংজ্ঞা ও প্রকার:
-
ইসলামি সহযোগিতা সংস্থা ও মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, রাবাত সম্মেলন, মরক্কো
-
প্রথম শীর্ষ সম্মেলন: ১৯৬৯, রাবাত, মরক্কো
-
আনুষ্ঠানিক যাত্রা শুরু: ১৯৭২
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি
-
বর্তমান সদস্য: ৫৭টি (আগস্ট, ২০২৫)
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: জেদ্দা, সৌদি আরব
-
বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা (১২তম)
-
অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি, ফরাসি
-
-
সাম্প্রতিক ঘটনা:
-
ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন: তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫
-
উৎস: OIC ওয়েবসাইট

0
Updated: 1 month ago