নিম্নের কোনটি WIPO এর পূর্ণরূপ হিসেবে বিবেচিত?
A
World Intellectual Property Organization.
B
World Intellectual Perfect Organization
C
World Intellectual Propering Organisation.
D
World International Property Organization.
উত্তরের বিবরণ
WIPO, বা World Intellectual Property Organization, হলো জাতিসংঘের একটি বৈশ্বিক সংস্থা যা বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ ও সৃজনশীল কর্মকান্ডকে উৎসাহিত করার উদ্দেশ্যে কাজ করে। এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
-
পূর্ণরূপ: World Intellectual Property Organization
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬৭
-
প্রধান উদ্দেশ্য: বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা
-
বাংলাদেশের সদস্যপদ: ১৯৮৫ সালের ১১ মে থেকে
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৪টি
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
0
Updated: 1 month ago
পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
Created: 2 months ago
A
ইউরাল পর্বতমালা
B
আল্পস পর্বতমালা
C
এটলাস পর্বতমালা
D
আন্দিজ পর্বতমালা
আন্দিজ পর্বতমালা (Andes Mountains)
-
বিশেষত্ব: পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা
-
অবস্থান: দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর
-
দেশসমূহ: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা (মোট ৭টি দেশ)
-
দৈর্ঘ্য: প্রায় ৪,৩০০ মাইল
-
প্রস্থ: ১২০–৪৩০ মাইল (প্রায়)
-
উৎপত্তি: পৃথিবীর ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংযোগের ফলে
-
বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ
তথ্যসূত্র: Worldatlas.com
0
Updated: 2 months ago
জাতিসংঘের কোন দুটি সংস্থা মিলে IPCC গঠন করে?
Created: 1 month ago
A
UNEP ও WMO
B
UNFCCC ও UNEP
C
UNFCCC ও WMO
D
UNEP ও ECOSOC
• IPCC:
- পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- প্রতিষ্ঠাকাল: ১৯৮৮ সাল।
- এটি জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল।
- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর যৌথ উদ্যোগে গঠিত হয়।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য: ১৯৫টি।(সেপ্টেম্বর, ২০২৫)
0
Updated: 1 month ago
বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ-
Created: 2 months ago
A
নিউগিনি
B
গ্রিনল্যান্ড
C
মাদাগাস্কার
D
বোর্নিও
গ্রীনল্যান্ড
-
গ্রীনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ।
-
এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
-
স্থানীয় ভাষায় গ্রীনল্যান্ডকে বলা হয় কালালিত নুনাত, যার অর্থ “গ্রীনল্যান্ডবাসীদের দেশ”।
-
এটি পরিচিত এর বিশাল তুন্দ্রা অঞ্চল ও হিমবাহের জন্য।
-
গ্রীনল্যান্ডের রাজধানী হলো নুক (ডেনিশ ভাষায় গোথহোব)।
বিশ্বের অন্যান্য বৃহত্তম দ্বীপ
-
২য় বৃহত্তম দ্বীপ → নিউ গিনি
-
৩য় বৃহত্তম দ্বীপ → বোর্নিও
-
৪র্থ বৃহত্তম দ্বীপ → মাদাগাস্কার
উৎস: Britannica
0
Updated: 2 months ago