জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।

0
Updated: 12 hours ago
পৃথিবীর ছাদ বলা হয় কোন মালভূমিকে?
Created: 1 month ago
A
দাক্ষিণাত্য মালভূমি
B
ডেকান মালভূমি
C
আনাতোলিয়া মালভূমি
D
পামীর মালভূমি
পামির মালভূমি
-
অবস্থান: মধ্য এশিয়ার উচ্চভূমি
-
বিশেষণ: "পৃথিবীর ছাদ"
-
কারণ: বিশ্বের অন্যতম সর্বোচ্চ মালভূমি
-
ভূগোল: হিমালয়, কারাকোরাম, হিন্দুকুশ, কুনলুন ও তিয়ান শান পর্বতমালার সংযোগস্থল
-
বিস্তার: প্রধানত তাজিকিস্তান, আফগানিস্তান, চীন ও পাকিস্তানের কিছু অংশে
উৎস: ওয়ার্ল্ড এটলাস

0
Updated: 1 month ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]

0
Updated: 1 month ago
START-2 কী?
Created: 1 month ago
A
টিভিতে সম্প্রচারিত একটি সিরিয়াল
B
বাণিজ্য সংক্রান্ত একটি চুক্তি
C
কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
D
এর কোনোটিই নয়
START চুক্তি
-
START অর্থাৎ Strategic Arms Reduction Treaty, একটি কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।
-
এই চুক্তিটি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়।
-
এর প্রধান উদ্দেশ্য ছিল কৌশলগত অস্ত্রের পরিমাণ হ্রাস ও নিয়ন্ত্রণ করা।
-
START-1 চুক্তির স্বাক্ষর হয় ৩১ জুলাই ১৯৯১ সালে।
-
এরপর START-2 চুক্তিতে স্বাক্ষর হয় ৩ জানুয়ারি ১৯৯৩ সালে।
সূত্র: U.S. Department of State এর সরকারি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago