জেনেভা কনভেনশনের কোন চুক্তিটির বিষয়বস্তু ‘যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত বিধানাবলি নির্দেশ করে?
A
দ্বিতীয় চুক্তি
B
তৃতীয় চুক্তি
C
চতুর্থ চুক্তি
D
প্রথম চুক্তি
উত্তরের বিবরণ
জেনেভা কনভেনশন ১৯৪৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে সৈন্য এবং বেসামরিকদের সুরক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে গঠিত। এই কনভেনশনের আওতায় মোট চারটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
-
প্রথম জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধকালীন সময়ে ভূমি বা স্থল যুদ্ধে আহত ও অসুস্থ সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত।
-
দ্বিতীয় জেনেভা কনভেনশন চুক্তি: সমুদ্র বা জলের যুদ্ধে আহত, অসুস্থ এবং জাহাজডুবির শিকার সৈন্যদের প্রতি আচরণ ও সুরক্ষা সংক্রান্ত। এটি ১৯০৭ সালের "হেগ চুক্তি" সংশোধন করে স্বাক্ষরিত হয়েছে।
-
তৃতীয় জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধ-বন্দিদের প্রতি আচরণ সংক্রান্ত।
-
চতুর্থ জেনেভা কনভেনশন চুক্তি: যুদ্ধক্ষেত্র বা অবরুদ্ধ অঞ্চলের বেসামরিক নাগরিকদের সুরক্ষা সংক্রান্ত।
0
Updated: 1 month ago
কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয়?
Created: 2 months ago
A
গ্রিক সভ্যতায়
B
মিশরীয় সভ্যতায়
C
চৈনিক সভ্যতায়
D
সিন্ধু সভ্যতায়
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
সাম্রাজ্যের পতন
সিন্ধু সভ্যতা
সিন্ধু সভ্যতা
-
সিন্ধু নদের অববাহিকায় গড়ে ওঠায় এই সভ্যতার নামকরণ করা হয়েছে সিন্ধু সভ্যতা।
-
এর সংস্কৃতিকে অনেক সময় হরপ্পা সভ্যতা বা হরপ্পা সংস্কৃতি বলা হয়।
-
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের হরপ্পা অঞ্চলে এই সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
-
মহেঞ্জোদারো ও হরপ্পা উভয়ই একই সভ্যতার অংশ।
-
সিন্ধু সভ্যতা উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হিসেবে বিবেচিত।
পরিমাপ পদ্ধতি
-
সিন্ধু সভ্যতার মানুষরা দ্রব্যের ওজন ও পরিমাপ পদ্ধতির উদ্ভাবক ছিল।
-
তাদের এই উদ্ভাবনকে প্রাচীন সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান বলা হয়।
-
তারা বিভিন্ন দ্রব্য মাপার জন্য ভিন্ন ভিন্ন আকৃতির বাটখারা ব্যবহার করত।
-
এছাড়া, দাগ কাটা স্কেল ব্যবহার করে দৈর্ঘ্য পরিমাপ করত।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
নিরক্ষীয় তল
থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?নিরনির
Created: 21 hours ago
A
১৮০°
B
৩৬০°
C
৯০°
D
০°
নিরক্ষীয় তল
(Equatorial
plane) পৃথিবীর মাঝ
বরাবর একটি কাল্পনিক রেখা, যা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে। নিরক্ষরেখা
থেকে উত্তর বা দক্ষিণ মেরু পর্যন্ত অক্ষাংশের দূরত্ব ৯০° হয়। অর্থাৎ নিরক্ষরেখা থেকে উত্তর
মেরু পর্যন্ত কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ হলো ৯০° উত্তর অক্ষাংশ (90° N)।
0
Updated: 21 hours ago
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে কোনটি?
Created: 2 months ago
A
বেরিং প্রণালী
B
পানামা খাল
C
পক প্রণালী
D
জিব্রাল্টার প্রণালী
⇒ ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে জিব্রাল্টার প্রণালী।
জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।
তথ্যসূত্র - Britannica.com
0
Updated: 2 months ago