নিম্নের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজ করে?
A
UNFCC
B
UNEP
C
UNDB
D
UNDP
উত্তরের বিবরণ
UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে স্বীকৃতি দেয়।
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
-
সদস্য রাষ্ট্র: ১৯৩টি
-
মূল কার্যক্রম: পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগকে পুরস্কৃত করা
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
মরক্কো
B
তুরস্ক
C
কাতার
D
আলজেরিয়া
আরব লীগ (Arab League)
-
প্রকার ও অঞ্চল:
-
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংস্থা
-
লক্ষ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সদস্য দেশগুলোর সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠন: ২২ মার্চ, ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া, উত্তর ইয়েমেন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ২২টি রাষ্ট্র [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উল্লেখ্য: তুরস্ক আরব লীগের সদস্য নয়
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
উৎস: Arab League ওয়েবসাইট
0
Updated: 2 months ago
এঞ্জেল জলপ্রপাত কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ভেনিজুয়েলা
B
আর্জেন্টিনা
C
জিম্বাবুয়ে
D
যুক্তরাষ্ট্র
এঞ্জেল জলপ্রপাত (Angel Falls)
-
অবস্থান: বলিভার রাজ্য, ভেনেজুয়েলা; কানাইমা ন্যাশনাল পার্কে
-
উচ্চতা: ৩,২১২ ফুট (৯৭৯ মিটার) – পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত
-
প্রশস্ততা: ৫০০ ফুট (১৫০ মিটার)
-
নদী: রিও কারোনি নদীর উপর অবস্থিত
-
বিশেষত্ব: পৃথিবীর উচ্চতম জলপ্রপাত
-
ইতিহাস: ১৯৩০ সালে আমেরিকান অভিযাত্রিক জেমস অ্যাঞ্জেল প্রথম বহিরাগত হিসেবে দেখেন
-
নতুন নাম: ২০০৯ সালে প্রেসিডেন্ট হুগো চাভেজ আদিবাসী ভাষায় ‘কেরেপাকুপাই মেরু’ নামকরণের প্রস্তাব দেন
তথ্যসূত্র: Britannica.com
0
Updated: 2 months ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।
0
Updated: 2 months ago