নিম্নে কোনটি "কম্পিত ব্যঞ্জন" ধ্বনির উদাহরণ?
A
ড়
B
র
C
ঢ়
D
হ
উত্তরের বিবরণ
কম্পিত ব্যঞ্জন:
কম্পিত ব্যঞ্জন হলো সেই ধ্বনি যা উচ্চারণের সময় জিভ একাধিকবার দ্রুত দন্তমূলকে আঘাত করে এবং বায়ুপথে বাধা সৃষ্টি করে।
-
উদাহরণ: র
অপরদিকে:
-
উষ্ম ধ্বনি: হ
-
তাড়িত ব্যঞ্জনধ্বনি: ড়, ঢ়
0
Updated: 1 month ago
কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
Created: 3 months ago
A
স্যার উইলিয়াম জোনস্
B
স্যার উইলিয়াম ক্যারী
C
রাজীব লোচন মুখোপাধ্যায়
D
ব্রাসি হ্যালহেড
১৭৭৮ সালে নাথানিয়াল ব্রাসি হ্যালহেড বাংলা ভাষার ব্যাকরণ A Grammer of the Bengal Language বাংলা টাইপ সহযোগে মুদ্রণ করেন।
- এ গ্রন্থেই প্রথম বাংলা হরফ মুদ্রিত হয়।
- গ্রন্থটি ইংরেজীতে রচিত হলেও এর কিছু উদাহরণে বাংলা হরফ ব্যবহার করা হয়।
- নিয়মতান্ত্রিক পদ্ধতিতে হ্যালহেডই প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
উৎস: বাংলাপিডিয়া; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
'রসিদ' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
আরবি
B
ফারসি
C
উর্দু
D
হিন্দি
• রসিদ (বিশেষ্য পদ),
- ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- পণ্য পরিবহনের জন্য ভাড়া আদায়ের দলিল।
• ফারসি ভাষার কিছু শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, আমদানি, সবজি, রসিদ।
0
Updated: 1 month ago
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
Created: 4 months ago
A
সংস্কৃত
B
পালি
C
প্রাকৃত
D
অপ্রভ্রংশ
বাংলা ভাষা হলো বাঙালি জনগোষ্ঠীর মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। এই ভাষাটি একটি সমৃদ্ধ ঐতিহ্য ও দীর্ঘ বিবর্তনের ধারায় গঠিত।
ভাষা পরিবারের দৃষ্টিকোণ থেকে
বিশ্বের ভাষাগুলো মূলত কয়েকটি ভাষা-পরিবারে বিভক্ত। বাংলা ভাষা ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এই পরিবারে অন্তর্ভুক্ত অন্যান্য উল্লেখযোগ্য ভাষাগুলো হলো:
-
ইংরেজি
-
জার্মান
-
ফরাসি
-
হিস্পানি
-
রুশ
-
পর্তুগিজ
-
ফারসি
-
হিন্দি
-
উর্দু
-
নেপালি
-
সিংহলি
বাংলা ভাষার সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় ভাষা দুটি হলো:
-
অহমিয়া (আসামি)
-
ওড়িয়া
বিবর্তনের ধারা
বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ একটি ধাপে ধাপে বিবর্তনের ফল। ভাষাটির ইতিহাস নিম্নোক্ত স্তরগুলো অতিক্রম করে গঠিত হয়েছে:
ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা
এই ধারায় বিশেষভাবে উল্লেখযোগ্য হলো পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা, যার ভেতর থেকেই বাংলা ভাষার জন্ম হয়েছে।
জন্ম ও লিখিত রূপ
-
বাংলা ভাষার জন্ম আনুমানিক এক হাজার বছর পূর্বে।
-
বাংলা ভাষার প্রাচীনতম লিখিত নিদর্শন হলো:
চর্যাপদ, যা একটি গীতিকবিতা সংগ্রহ এবং মধ্যযুগীয় বৌদ্ধ সাধকদের রচিত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
0
Updated: 4 months ago