‘বাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া’ কোন শাখায় আলোচনা করা হয়?
A
অর্থতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
বাক্যতত্ত্ব
উত্তরের বিবরণ
• ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্ব হলো বাংলা ব্যাকরণের একটি শাখা, যার মূল আলোচ্য বিষয় ধ্বনি।
- ধ্বনিকে লেখায় প্রকাশ করতে হয় বর্ণ দিয়ে, তাই বর্ণমালাও ধ্বনিতত্ত্বের অন্তর্গত।
• প্রধান আলোচ্য বিষয়সমূহ:
- বাগযন্ত্রের ও তার উচ্চারণ-প্রক্রিয়া;
- ধ্বনির বিন্যাস;
- স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য;
- ধ্বনিদল ইত্যাদি।

0
Updated: 13 hours ago
'গায়ক' - শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 week ago
A
গে + অক
B
গো + অক
C
গৌ + অক
D
গৈ + অক
সন্ধির নিয়ম অনুযায়ী, এ, ঐ, ও, ঔ-কারের পরে একই বা অনুরূপ স্বর থাকলে ধ্বনিগত পরিবর্তন ঘটে।
-
এ, ঐ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় হয়।
-
ও, ঔ-কারের পর ও, ঔ স্থানে যথাক্রমে অব্, আব্ হয়।
উদাহরণ:
-
শে + অন = শয়ন
-
নৈ + অক = নায়ক
-
গৈ + অক = গায়ক
-
পো + অন = পবন
-
পো + ইত্র = পবিত্র

0
Updated: 1 week ago
কোনটি ফারসি উপসর্গ?
Created: 15 hours ago
A
আম
B
খাস
C
গর
D
নিম
নিম হচ্ছে ফারসি উপসর্গ।
- অর্থদ্যোতকতা: আধা, আংশিক
- উদাহরণ: নিমরাজি, নিমমোল্লা, নিমখুন
আম , খাস, গর হচ্ছে আরবি উপসর্গ।
• আম
- অর্থদ্যোতকতা: সাধারণ
- উদাহরণ: আমদরবার, আমমোক্তার
• খাস
- অর্থদ্যোতকতা: বিশেষ
- উদাহরণ: খাসমহল, খাসদরবার, খাসকামরা
• গর
- অর্থদ্যোতকতা: অভাব বা অনুপস্থিতি
- উদাহরণ: গরহাজির, গররাজি, গরমিল

0
Updated: 15 hours ago
"গায়েপড়া" শব্দটি কোন ধরনের বহুব্রীহি সমাস?
Created: 15 hours ago
A
সংখ্যাবাচক
B
পদলোপী
C
ব্যাধিকরণ
D
অলুক
"গায়েপড়া" শব্দটি অলুক বহুব্রীহি সমাস।
• অলুক বহুব্রীহি সমাস
- যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন-
- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া,
- কানে খাটো যে = কানেখাটো।
• অন্যান্য অপশন:
• সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন-
- চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ,
- সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।
• পদলোপী বহুব্রীহি সমাস
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে। যেমন-
- চিরুনির মতো দাঁত যার চিরুনদাঁতি,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতেখড়ি।
• ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
- পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশে

0
Updated: 15 hours ago