বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কতটি?
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৯টি
উত্তরের বিবরণ
ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
ধ্বনিগুলো দুই ভাগে বিভক্ত:
-
স্বরধ্বনি
-
ব্যঞ্জনধ্বনি
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
মৌলিক ব্যঞ্জনধ্বনি (৩০টি):
[প্], [ফ], [ব], [ভ], [ত্], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম], [ন], [ঙ], [স্], [শ], [হ], [ল], [র], [ড়], [ঢ়]
-
এখানে প্রতিটি ধ্বনি বা উচ্চারণ তৃতীয় বন্ধনীর মাধ্যমে নির্দেশ করা হয়েছে।
0
Updated: 1 month ago
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
Created: 2 months ago
A
কেকী
B
শিখণ্ডী
C
উরগ
D
বর্হী
সমার্থক শব্দের উদাহরণ
১. ময়ূর
-
অর্থ: উজ্জ্বল ও সুন্দর পালকযুক্ত পাখি
-
সমার্থক শব্দ: কলাপী, কেকী, শিখী, শিখণ্ডী, বর্হী, বর্হিণ
২. সাপ
-
অর্থ: বিষধর বা অ-বিষধর সরীসৃপ
-
সমার্থক শব্দ: আশীবিষ, উরগ
উৎস:
-
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago
নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ?
Created: 1 month ago
A
মন দেওয়া
B
বৃদ্ধি পাওয়া
C
এগিয়ে চলা
D
গান করা
যৌগিক ক্রিয়া হলো সেই ক্রিয়া যা অসমাপিকা ক্রিয়ার সঙ্গে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে একটি নতুন ক্রিয়া গঠন করে।
যৌগিক ক্রিয়ার উদাহরণ:
-
মরে যাওয়া
-
কমে আসা
-
এগিয়ে চলা
-
হেসে ওঠা
-
উঠে পড়া
-
পেয়ে বসা
অন্যদিকে, সংযোগ ক্রিয়া হলো বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক শব্দের পরে করা, কাটা, হওয়া, দেওয়া, ধরা, পাওয়া, খাওয়া, মারা প্রভৃতি ক্রিয়া যুক্ত হয়ে গঠিত।
সংযোগ ক্রিয়ার উদাহরণ:
-
মন দেওয়া
-
বৃদ্ধি পাওয়া
-
গান করা
0
Updated: 1 month ago
'মৃন্ময়' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
মৃদ + ময় = মৃন্ময়
B
মৃন + ময় = মৃন্ময়
C
মৃত + ময় = মৃন্ময়
D
মৃৎ + ময় = মৃন্ময়
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ৎ বা দ্ এবং পরে ন/ম্ থাকলে ৎ বা দ্ স্থানে ন্ হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়। কিন্তু, ৎ/দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ হয় এবং ল্ পরের ল-এর সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago