এক কথায় প্রকাশ
বর্ণনা | এক কথায় প্রকাশ |
---|---|
যা অপনয়ন করা কষ্টকর | দূরপনেয় |
যা অপনয়ন করা যায় না | অনপনেয় |
যা অনুভব করা হচ্ছে | অনুভূয়মান |
যা বহন করা যাচ্ছে | নীয়মান |
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
’বিপরীত’ শব্দ ও ’প্রতিশব্দ’ ব্যাকরণের কোন শাখার অন্তর্গত?
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
অর্থতত্ত্ব
D
বাক্যতত্ত্ব
উত্তরের বিবরণ
• অর্থতত্ত্ব:
- অর্থতত্ত্ব বা বাগর্থতত্ত্ব ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়।
• আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্ধারা
- শব্দ,
- বর্গ ও বাক্যের ব্যঞ্জনা, ইত্যাদি।
0
Updated: 13 hours ago
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
Created: 3 weeks ago
A
ন
B
ম
C
ঞ
D
শ
নিজস্ব কোনো স্বতন্ত্র ধ্বনি নেই।
স্বতন্ত্র অবস্থায়:
ঞ বর্ণটি সাধারণত [অঁ] ধ্বনির মতো উচ্চারিত হয়।
সংযুক্ত ব্যঞ্জনে:
ঞ বর্ণটি [ন্] ধ্বনির মতো উচ্চারিত হয়।
মিঞা → [মিয়াঁ]
চঞ্চল → [চন্চল্]
গঞ্জ → [গন্জো]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)
0
Updated: 3 weeks ago
“ঘরজামাই” কোন ধরনের সমাস?
Created: 16 hours ago
A
রূপক কর্মধারয়
B
মধ্যপদলোপী কর্মধারয়
C
উপমিত কর্মধারয়
D
উপমান কর্মধারয়
“ঘরজামাই” হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
কিছু কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। এগুলো মধ্যপদলোপী কর্মধারয় নামে পরিচিত।
যেমন-
ঘি মাখানো ভাত = ঘিভাত,
হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি,
ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই,
বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা।
• কর্মধারয় সমাস
• যে সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে।
- যেমন গোলাপ নামের ফুল = গোলাপফুল,
- যা কাঁচা তাই মিঠা = কাঁচা-মিঠা।
• কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলোকে রূপক কর্মধারয় সমাস বলে। যেমন
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- মন রূপ মাঝি = মনমাঝি।
• যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
0
Updated: 16 hours ago
"যা অপনয়ন করা কষ্টকর" এর এক কথায় প্রকাশ কোনটি?
Created: 3 weeks ago
A
অনপনেয়
B
দূরপনেয়
C
অনুভূয়মান
D
নীয়মান
0
Updated: 3 weeks ago