”পার্শ্বিক ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ কোনটি?
A
ম
B
ঙ
C
ল
D
ন
উত্তরের বিবরণ
পার্শ্বিক ব্যঞ্জন:
পার্শ্বিক ব্যঞ্জন হলো সেই ব্যঞ্জনধ্বনি যা উচ্চারণের সময় জিভের ডগা দন্তমূল স্পর্শ করে এবং ফুসফুস থেকে আসা বাতাস জিভের দুই পাশ দিয়ে বের হয়।
-
উদাহরণ: ল
অপরদিকে:
-
নাসিক্য ব্যঞ্জনধ্বনি: ম, ন, ঙ
0
Updated: 1 month ago
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
Created: 1 month ago
A
সুধাকর
B
তনু
C
মার্তণ্ড
D
সিন্ধু
‘সূর্য’ শব্দের বিভিন্ন প্রতিশব্দ বাংলা ভাষায় প্রচলিত আছে। এগুলো মূলত কাব্য ও সাহিত্যরচনায় ব্যবহার হয়ে থাকে।
-
‘সূর্য’ এর প্রতিশব্দ: মার্তণ্ড
-
‘সূর্য’ এর কিছু প্রচলিত প্রতিশব্দ:
-
রবি
-
তপন
-
ভানু
-
ভাস্কর
-
আদিত্য
-
প্রভাকর
-
দিবাকর
-
বিভাবসু
-
দিনমণি
-
মার্তণ্ড
-
অংশুমালী
-
অরুণ
-
অন্যদিকে,
-
চাঁদের প্রতিশব্দ: সুধাকর, কলানিধি
-
‘দেহ’ শব্দের প্রতিশব্দ: কায়া, কলেবর, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়
-
‘সমুদ্র’ এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি
0
Updated: 1 month ago
‘গৌড়ীয় ব্যাকরণ’ কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
Created: 2 months ago
A
১৮৩৩ খ্রিষ্টাব্দ
B
১৭৭৬ খ্রিষ্টাব্দ
C
১৮৫৮ খ্রিষ্টাব্দ
D
১৮২০ খ্রিষ্টাব্দ
গৌড়ীয় ব্যাকরণ
-
‘গৌড়ীয় ব্যাকরণ’ হলো বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
-
এটি রচনা করেন রাজা রামমোহন রায়।
-
গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে এবং এটি তাঁর সর্বশেষ রচনা।
-
এর আগে রামমোহন রায় ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের ব্যাকরণ রচনা করেছিলেন।
-
গ্রন্থটি মোট বারোটি অধ্যায়ে বিভক্ত।
-
প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি বিষয়ে উদাহরণসহ আলোচনা করা হয়েছে।
-
পরবর্তী অধ্যায়গুলিতে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি ব্যাখ্যা করা হয়েছে।
-
-
গৌড়ীয় ব্যাকরণে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে কোন বিরামচিহ্ন বসে?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
হাইফেন
C
কোলন
D
ড্যাশ
বিরাম চিহ্ন
লেখার সময় বাক্যের মধ্যে বিরতি বা ছেদ দেখানোর জন্য কিছু বিশেষ সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। এধরনের চিহ্নগুলোকে বিরতি চিহ্ন, যতি চিহ্ন, ছেদ চিহ্ন বা ভাষা চিহ্ন বলা হয়।
সেমিকোলনের (;) ব্যবহার
-
স্বাধীন বাক্য সংযুক্ত করতে:
-
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝে সেমিকোলন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: তিনি শুধু তামাশা দেখিতেছিলেন; কোথাকার জল কোথায় গিয়ে পড়ে।
-
-
সমজাতীয় বাক্য বা বক্তব্য স্পষ্ট করতে:
-
সমজাতীয় বাক্য পাশাপাশি প্রতিস্থাপন করলে সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: বৃদ্ধ তাহারাই যাহারা মায়াচ্ছন্ন নব মানবের অভিনব জয়যাত্রার শুধু বোঝা নয়, বিঘ্ন; শতাব্দীর নব যাত্রীর চলার ছন্দে ছন্দ মিলাইয়া যাহারা কুচকাওয়াজ করিতে জানে না, পারে না; জীব হইয়াও জড়; যাহারা অটল সংস্কারের পাষাণ-সস্তূপ আঁকড়িয়া পড়িয়া আছে।
-
-
যোগক শব্দ ছাড়া সংযুক্ত বাক্যে:
-
দুটি বা ত্রি-বচন যুক্ত না হলে সেমিকোলন ব্যবহার হয়।
-
উদাহরণ: আগে পাঠ্যবই পড়; পরে গল্প-উপন্যাস।
-
-
তালিকা বা নাম-পদ উল্লেখে:
-
একাধিক ব্যক্তির নাম ও পদ উল্লেখ থাকলে বোঝার সুবিধার জন্য সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: এবারের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে যাঁরা রয়েছেন তাঁরা হলেন: আকবরউদ্দিন আহমদ, সভাপতি; আফসার রায়হান, সাধারণ সম্পাদক; চিত্ত বড়ুয়া, প্রচার সম্পাদক; এন্ড্রু গোমেজ, সংস্কৃতি সম্পাদক; ইত্যাদি।
-
-
যোজক শব্দের আগে:
-
সেজন্যে, তবু, তথাপি, সুতরাং ইত্যাদি যোজক বৈপরীত্য বা অনুমান প্রকাশ করলে তাদের আগে সেমিকোলন বসে।
-
উদাহরণ: সে ফেল করেছে; সেজন্যে সে মুখ দেখায় না। মনোযোগ দিয়ে পড়; তাহলেই পাশ করবে।
-
-
ভাবসাদৃশ্যযুক্ত বাক্যে:
-
যেসব বাক্যে ভাবসাদৃশ্য আছে তাদের মধ্যে সেমিকোলন বসানো হয়।
-
উদাহরণ: দিনটা ভালো নয়; মাঝে মাঝে বৃষ্টি পড়ছে।
-
-
বিতর্কিত বা ছোটো অংশ নির্দেশ করতে:
-
ছোটো ছোটো বিতর্কিত অংশের জন্যও সেমিকোলন ব্যবহার করা হয়।
-
উদাহরণ: মেয়েটি, যে প্রথম হয়েছে, একটি পুরস্কার পেয়েছে; এবার আশা করা যায়, সে আরও ভালো করবে।
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago