A
অমর্ত্য সেন
B
গুনার মিরডাল
C
মাইকেল লিফটন
D
উইলয়াম রস্টো
উত্তরের বিবরণ
'The Asian Drama' গ্রন্থের রচয়িতা গুনার মিরডাল
গুনার মিরডাল ছিলেন সুইডেনের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। তিনি উন্নয়ন অর্থনীতির ক্ষেত্রে গূরুত্বপূর্ণ অবদান রেখেছেন, বিশেষ করে তৃতীয় বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবর্তনের তত্ত্বে তার চিন্তাভাবনা অত্যন্ত প্রভাবশালী।
তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে অন্যতম ‘Economic Theory and Underdeveloped Regions’, যেখানে তিনি উন্নয়নের সাথে সম্পর্কিত ক্রমবর্ধমান ও চক্রাকার প্রক্রিয়াগুলোর ব্যাখ্যা দিয়েছেন।
১৯৭৪ সালে, গুনার মিরডাল অর্থনীতি ও সমাজের পারস্পরিক নির্ভরশীলতা এবং অর্থনৈতিক বৈষম্যের ব্যাপক বিশ্লেষণের জন্য ফ্রেডরিখ হায়েকের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার অর্জন করেন।
অন্যদিকে, ‘The Idea of Justice’ গ্রন্থের রচয়িতা ভারতীয় অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন।
তথ্যের উৎস: Britannica

0
Updated: 2 weeks ago