ধ্বনির সৃষ্টি কোথায় হয়?
A
কানে
B
মুখে
C
হৃদয়ে
D
মস্তিষ্ক
উত্তরের বিবরণ
ধ্বনি:
ধ্বনি হলো ভাষার সেই ক্ষুদ্র একক যা উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে পৃথকভাবে চিহ্নিত করা যায়।
-
ধ্বনির সঙ্গে সরাসরি অর্থের কোনো সম্পর্ক নেই।
-
ধ্বনি তৈরি হয় বাগ্যন্ত্রের সাহায্যে।
-
ধ্বনি তৈরিতে যেসব বাক্-প্রত্যঙ্গ সহায়তা করে: ফুসফুস, গলনালি, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।
-
মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে।
-
ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় মুখে বিভিন্ন ধরনের ধ্বনি সৃষ্টি হয়।
-
তবে সব ধ্বনিই সব ভাষায় ব্যবহৃত হয় না।
0
Updated: 1 month ago
বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত?
Created: 3 months ago
A
দ্রাবিড়
B
ইউরালীয়
C
ইন্দো-ইউরোপীয়
D
সেমেটিক
পৃথিবীতে বেশকিছু মূল ভাষাবংশ রয়েছে। তার মধ্যে মূল ভাষাবংশ হচ্ছে ইন্দো - ইউরোপীয়, আর বাংলা ভাষার জন্ম এই ইন্দো - ইউরোপীয় মূল ভাষাবংশ থেকে।
0
Updated: 3 months ago
“মাথার উপরে আকাশ।” — এখানে ‘উপরে’ কোন ধরনের অনুসর্গ?
Created: 1 month ago
A
ক্রিয়াজাত অনুসর্গ
B
সাধারণ অনুসর্গ
C
অব্যয়সূচক অনুসর্গ
D
সম্বন্ধসূচক অনুসর্গ
সাধারণ অনুসর্গ:
-
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
উদাহরণ:
-
উপরে: মাথার উপরে নীল আকাশ।
-
কাছে: কার কাছে গেলে জানা যাবে?
-
জন্যে: হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি।
-
দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না।
-
বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা।
0
Updated: 1 month ago
“তুমি খোকাকে কাঁদিও না।” - এখানে ‘তুমি’ হচ্ছে -
Created: 1 month ago
A
প্রযোজ্য কর্তা
B
প্রযোজ্য কর্তা
C
প্রযোজক কর্তা
D
প্রধান কর্তা
উপরের উদাহরণ থেকে বোঝা যায় যে, বাক্যে ব্যবহৃত ‘তুমি’ হলো প্রযোজক কর্তা।
প্রযোজক ক্রিয়া ও কর্তা:
-
প্রযোজক ক্রিয়া: যে ক্রিয়া একজনের (কর্তার) প্রযোজনা বা পরিচালনায় অন্যের দ্বারা সংঘটিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। (সংস্কৃতে একে ণিজন্ত ক্রিয়া বলা হয়)
-
উদাহরণ: আনিস শাস্তুকে পড়াচ্ছে। এখানে পড়ার কাজটি শাস্তু করছে, কিন্তু কাজটি পরিচালনা করছে আনিস।
-
-
প্রযোজক কর্তা: যে ক্রিয়া পরিচালনা বা প্রযোজনা করে, তাকে প্রযোজক কর্তা বলা হয়।
-
উদাহরণ: আনিস পড়াচ্ছে → আনিস প্রযোজক কর্তা, পড়াচ্ছে প্রযোজক ক্রিয়া।
-
-
প্রযোজ্য কর্তা: যাকে দিয়ে ক্রিয়াটি সংঘটিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলা হয়।
উদাহরণ:
-
তুমি খোকাকে কাঁদিও না।
-
তুমি: প্রযোজক কর্তা
-
খোকাকে: প্রযোজ্য কর্তা
-
কাঁদিও না: প্রযোজক ক্রিয়া
-
-
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন।
-
মা: প্রযোজক কর্তা
-
শিশুকে: প্রযোজ্য কর্তা
-
0
Updated: 1 month ago