নিচের কোনটি ”দন্ত্য ব্যঞ্জন” ধ্বনির উদাহরণ?
A
ফ
B
ম
C
ভ
D
ত
উত্তরের বিবরণ
• দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
অন্যদিকে,
- ফ, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

0
Updated: 13 hours ago
'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 week ago
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 week ago
নীরা বললো যে, সে বাগান করা পছন্দ করে। - উক্তিটির প্রত্যক্ষরূপ কোনটি?
Created: 16 hours ago
A
নীরা বললো, "আমি বাগান করা পছন্দ করতাম।
B
নীরা বলেছিল, "আমি বাগান করা পছন্দ করি।
C
নীরা বললো, "আমি বাগান করা পছন্দ করি।"
D
নীরা বলে, "আমি বাগান করা পছন্দ করি।
• প্রত্যক্ষ উক্তি: নীরা বললো,
"আমি বাগান করা পছন্দ করি।"
• পরোক্ষ উক্তি: নীরা বললো যে, সে বাগান করা পছন্দ করে।
---------------------------------------
• অর্থের সংগতি রাখার জন্য বাক্যে ব্যবহৃত সর্বনামের পরিবর্তন প্রয়োজন হয়।
যেমন
• প্রত্যক্ষ উক্তি: মিহির বললো,
"আমার জানামতে সবুজ এ বাসায় থাকে।"
• পরোক্ষ উক্তি: মিহির বললো যে, তার জানামতে সবুজ সে বাসায় থাকতো।
উল্লেখ্য,
- বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে।
• উক্তি দুই প্রকার: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
যেমন
- ছেলেটি বলেছিল,
"আজ আমি অনেক পড়েছি।"
এটি প্রত্যক্ষ উক্তি।
- ছেলেটি বলেছিল যে, সেদিন সে অনেক পড়েছে। এটি পরোক্ষ উক্তি।

0
Updated: 16 hours ago
"গায়েপড়া" শব্দটি কোন ধরনের বহুব্রীহি সমাস?
Created: 15 hours ago
A
সংখ্যাবাচক
B
পদলোপী
C
ব্যাধিকরণ
D
অলুক
"গায়েপড়া" শব্দটি অলুক বহুব্রীহি সমাস।
• অলুক বহুব্রীহি সমাস
- যে বহুব্রীহি সমাসে সমস্যমান পদের পূর্বপদের বিভক্তি অক্ষুণ্ণ থাকে, তাকে অলুক বহুব্রীহি বলে।
যেমন-
- গায়ে এসে পড়ে যে = গায়েপড়া,
- কানে খাটো যে = কানেখাটো।
• অন্যান্য অপশন:
• সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদ সংখ্যাবাচক, তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
যেমন-
- চার ভুজ যে ক্ষেত্রের = চতুর্ভুজ,
- সে (তিন) তার যে যন্ত্রের = সেতার।
• পদলোপী বহুব্রীহি সমাস
- যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে পদলোপী বহুব্রীহি বলে। যেমন-
- চিরুনির মতো দাঁত যার চিরুনদাঁতি,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে হাতেখড়ি।
• ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
- পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য (কখনো কখনো ক্রিয়াবিশে

0
Updated: 15 hours ago