ব্যাকরণের কোন শাখায় ‘বাচ্য’ এবং ‘উক্তি’ আলোচনা করা হয়?
A
ধ্বনিতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
রূপতত্ত্ব
D
অর্থতত্ত্ব
উত্তরের বিবরণ
• বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্যের গঠন ও ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।
• আলোচ্য বিষয়সমূহ:
- বাক্যের নির্মাণ ও গঠনরীতি;
- পদের বিন্যাস ও বর্গ;
- বাচ্য পরিবর্তন, উক্তি রূপান্তর;
- কারক বিশ্লেষণ,যোগ্যতা;
- বাক্য উপাদানের লোপ;
- যতিচিহ্ন ব্যবহারের নীতি;

0
Updated: 13 hours ago
কোনটি উপমিত কর্মধারয় সমাস?
Created: 16 hours ago
A
কাজলকালো
B
তুষারপুত্র
C
চাঁদমুখ
D
শশব্যস্ত
চাঁদমুখ হচ্ছে উপমিত কর্মধারয় সমাস।
• উপমিত কর্মধারয় সমাস
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে দুটো পদই বিশেষ্য হয়।
- যেমন সোনার মতো মুখ সোনামুখ, বাস্তু লতার ন্যায় বাতুলতা।
- এ সমাসে উপমেয় পদটি সাধারণত পূর্বে বসে।
যেমন
- মুখ চন্দ্রের ন্যায় মুখচন্দ্র।
এরূপ-
করকমল, করপল্লব, অধরপল্লব, চরণকমল, চরণণয়, চাঁদবদন, চাঁদমুখ, নয়নপল্প, মুখগল্প, হাঁড়িমুখ ইত্যাদি উপমিত কর্মধারয় সমাস।
• উপমান কর্মধারয় সমাস
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়। এগুলোকে উপমান কর্মধারয় বলে।
যেমন-
ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ। এখানে ভ্রমর উপমান এবং কেশ উপমেয়। কৃষ্ণত্ব হলো সাধারণ ধর্ম।
উৎস: ১। বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)। ২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 16 hours ago
”তুমি হাঁটবে।” - বাক্যটির ভাববাচ্য রূপ কী হবে?
Created: 1 day ago
A
তোমাকে হাঁটতে হবে।
B
তুমি হাঁটো।
C
তুমি হাঁটতে থাক।
D
তোমাকে হাঁটবে।
• কর্তায় প্রথমা বিভক্তি প্রযুক্ত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয়।
যেমন-
- কর্তৃবাচ্য: তুমি হাঁটবে।
- ভাববাচ্য: তোমাকে হাঁটতে হবে।
- ভাববাচ্য: এবার একটি গান করা হোক।
- কর্তৃবাচ্য: এবার (তুমি) একটি গান কর।
- ভাববাচ্য: তার যেন আসা হয়।
- কর্তৃবাচ্য: সে যেন আসে।
উল্লেখ্য,
• কর্তৃবাচ্য: যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে।
• ভাববাচ্য: যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।

0
Updated: 1 day ago
ব্যাকরণের কোন শাখায় 'বিশেষ্য', 'সর্বনাম', 'ক্রিয়া' আলোচিত হয়?
Created: 13 hours ago
A
রূপতত্ত্ব
B
বাক্যতত্ত্ব
C
ধ্বনিতত্ত্ব
D
অর্থতত্ত্ব
• রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে মূলত শব্দ এবং তার গঠন ও উপাদান নিয়ে আলোচনা করা হয়।
• আলোচ্য বিষয়:
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি পদ
- শব্দ গঠনের প্রক্রিয়া (যেমন: উপসর্গ, প্রত্যয়, সংযুক্তি)।

0
Updated: 13 hours ago